বাংলা নিউজ > ক্রিকেট > MUM vs TN: ব্যাটের পরে বলেও কামাল শার্দুলের, তামিলনাড়ুকে বিধ্বস্ত করে Ranji Trophy-র ফাইনালে মুম্বই
পরবর্তী খবর
MUM vs TN: ব্যাটের পরে বলেও কামাল শার্দুলের, তামিলনাড়ুকে বিধ্বস্ত করে Ranji Trophy-র ফাইনালে মুম্বই
1 মিনিটে পড়ুন Updated: 04 Mar 2024, 04:57 PM ISTTania Roy
Mumbai vs Tamil Nadu: তামিলনাড়ুকে এক ইনিংস এবং ৭০ রানে হারিয়ে ৪৭তম বারের মতো ফাইনালে উঠল মুম্বই। তিন দিনেই ম্যাচ পকেটে পুড়ে ফেলল রাহানে ব্রিগেড। ব্যাটে-বলে দুরন্ত পারফরম্যান্স করে নজর কাড়েন মুম্বইয়ের শার্দুল ঠাকুর।
রঞ্জি ট্রফির ফাইনালে মুম্বই।
রঞ্জি ট্রফির সেমিফাইনালে তামিলনাড়ুকে একেবারে কাঁদিয়ে ছাড়ল মুম্বই। শার্দুল ঠাকুরের অলরাউন্ড পারফরম্যান্সের হাত ধরে তামিলনাড়ুকে এক ইনিংস এবং ৭০ রানে হারিয়ে ৪৭তম বারের মতো ফাইনালে উঠল মুম্বই। তিন দিনেই ম্যাচ পকেটে পুড়ে ফেলল রাহানে ব্রিগেড।
রবিবার দ্বিতীয় দিনের শেষে মুম্বইয়ের স্কোর ছিল ৯ উইকেটে ৩৫৩। তনুশ কোটিয়ান ৭৪ এবং তুষার দেশপাণ্ডে ১৭ করে ক্রিজে ছিলেন। সোমবার আর মাত্র ২৫ রান যোগ করে মুম্বই। ২৬ করে আউট হয়ে যান তুষার। কিন্তু ৮৯ করে অপরাজিত থাকেন তনুশ। ৩৭৮ রান করে মুম্বই ২৩২ রানের লিড পায়। সেই রানও পুরো করতে পারেনি তামিলনাড়ু। নিজেদের দ্বিতীয় ইনিংসে তারা মাত্র ১৬২ রানে অলআউট হয়ে যায়।
এদিন ব্যাট করতে নেমে শুরু থেকেই নড়বড় করছিল তামিলনাড়ু। ১০ রানের মধ্যেই ৩ উইকেট তারা হারিয়ে বসে থাকে। চারে নেমে বাবা ইন্দ্রজিৎ ১০৫ বলে ৭০ রান করেন। বাকিরা কেউ ২৫ রানের বেশি করতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান করেছেন প্রদোষ রঞ্জন পাল। এছাড়া ২৪ করেন বিজয় শঙ্কর। ২১ রান করেন সাই কিশোর। বাকিদের হাল তথৈবচ। এক অঙ্কের গণ্ডিও বাকিরা টপকাতে পারেননি।
৫১.৫ ওভারে ১৬২ রানে অলআউট হয়ে যায় তামিলনাড়ু। এক ইনিংস বাকি থাকতে ৭০ রানে জয় পায় মুম্বই। মুম্বইয়ের হয়ে শামস মুলানি ৪ উইকেট তুলে নিয়েছেন। ২টি করে উইকেট নিয়েছেন শার্দুল ঠাকুর, মোহিত অবস্তি এবং তনুশ কোটিয়ান।