আইপিএল ২০২৫-এর ৩৮তম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলতে নামবে মুম্বই ইন্ডিয়ান্স। ম্যাচটি অনুষ্ঠিত হবে ওয়াংখাড়ে স্টেডিয়ামে। এই ম্যাচের আগে শনিবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুশীলনে দেখা গেল এক অবাক কর ঘটনা। চেন্নাই সুপার কিংসের স্ট্যান্ড-ইন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি তাঁর দলের প্রাক্তন সতীর্থ তথা মুম্বই ইন্ডিয়ান্সের পেসার দীপক চাহারকে ব্যাট দিয়ে মারতে ছুটলেন। তবে সম্পূর্ণ ঘটনাটাই মজার ছলে করা হয়েছিল। চাহারের সঙ্গে খানিকটা দুষ্টুমি করেন মাহি।
CSK-র শেয়ার করা একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, ধোনি মজা করে ব্যাট নিয়ে চাহারকে মারতে দৌড়াচ্ছেন। চিপকে শেষবার মুখোমুখি লড়াইয়ে দীপক চাহার ধোনিকে খেপিয়ে তুলতে শর্ট সিলি পয়েন্টে ফিল্ডিংয়ের ইঙ্গিত দেন এবং ধোনি ব্যাট করতে নামার সময় জোরে তালি দিয়েছিলেন। দীপক চাহারের সঙ্গে মহেন্দ্র সিং ধোনির সম্পর্ক যে একেবারেই অন্যরকম তা মাঠে তাদের দেখলেই বোঝা যায়।
এই দুই ক্রিকেটার যখনই একে অপরের বিরুদ্ধে খেলতে নামেন তখন ভ্রাতৃত্বের একটা ছবি দেখা যায়। এদিনও দুই ক্রিকেটারের মধ্যে সেই ছবিটাই দেখা গেল।
দেখুন সেই ভিডিয়ো-
আরও পড়ুন … বোর্ডের আনুষ্ঠানিক ঘোষণার আগেই কী করে KKR-এ যোগ দিলেন অভিষেক নায়ার? শুরু নতুন বিতর্ক
দলকে হতাশাজনক পরিস্থিতি থেকে টেনে তোলা, ডেথ ওভারে ব্যাট হাতে অবদান রাখা এবং হাঁটুর চোট সামলে দল পরিচালনার গুরুদায়িত্ব এবার ধোনির কাঁধে। এরমাঝেই ওয়াংখেড়েতে ধোনির প্রত্যাবর্তন হতে চলেছে। এখানে মুম্বই ও CSK-এর বহু স্মরণীয় লড়াই হয়েছে। সফরকারী দলের মনোবল বাড়াতে এই ম্যাচের বড় গুরুত্ব অনেক বেশি। ২০২৪ সালে এই মাঠেই MI বনাম CSK-এর শেষ ম্যাচে ধোনিই ছিলেন ব্যবধান গড়ে দেওয়া ব্যক্তি, মাত্র চার বলে ২০ রান করেন, যার মধ্যে হার্দিক পান্ডিয়ার এক ওভারে তিনটি ছক্কা ছিল।
আরও পড়ুন … পঞ্জাব ম্যাচের পরে RCB ভক্তরা উপোস করে কাটালেন! কারণ জানলে আপনিও অবাক হবেন
অন্যদিকে, দীপক চাহার, যিনি সম্প্রতি উইকেট তুলতে ব্যর্থ হয়েছেন, এবার তার প্রাক্তন দলের বিরুদ্ধে নিজেকে প্রমাণ করার লক্ষ্যে নামবেন। চাহার গত কয়েক বছরে একাধিক চোটে ভুগেছেন, যার ফলে জাতীয় দলে তার গুরুত্ব কমে গেছে। তবে ৩২ বছর বয়সি এই সুইং বোলার বিশ্বাস করেন, তিনি আবার দলে ফিরতে পারেন।
আরও পড়ুন … জ্যাভেলিনে সোনা জিতে ইতিহাস হিমাংশুর! ভবিষ্যতের নীরজ চোপড়া পেয়ে গেল ভারত?
সম্প্রতি এক সাক্ষাৎকারে চাহার বলেন, ‘হ্যাঁ, আমি স্বীকার করি আমার চোট ছিল। গত তিন বছরে অনেক চোটে ভুগেছি, তবে আমি একা নই, আমার মতো আরও অনেক খেলোয়াড় আছেন যাঁরা চোটে ভুগেছেন।’
তিনি আরও বলেন, ‘আমার মানসিকতা একটু আলাদা। আপনি যদি ভাবেন যে আমি চোটগ্রস্ত এবং খেলতে পারছি না, অন্য কেউ খেলছে, তাহলে কি আমি ফিরতে পারব? আপনি যদি নিজের ওপর সন্দেহ করেন, তাহলে সমস্যা আছে। আমি নিজেকে নিয়ে সন্দেহ করি না।’ তিনি আরও বলেন, ‘আমার দক্ষতা, যার ওপর ভিত্তি করে আমি ভারতীয় দলে ভালো খেলেছি, সেই জায়গা থেকেই আমি এগিয়ে থাকি। আমি ভালো খেলেছি, এবং আমি আবার সুযোগ পাব।’