অভিষেক নায়ারের ভারতীয় জাতীয় দলের সহকারী কোচ হিসেবে মেয়াদ শেষ হয়েছে মাত্র ৮ মাসের মধ্যেই। যদিও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) এখনও পর্যন্ত তাঁর বরখাস্তের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি, তবুও তিনি ইতিমধ্যেই কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)-এ যোগ দেওয়ার পরেই তৈরি হয়েছে নানা বিতর্ক। ২০১৮ সালে কেকেআর-এর কোচিং পর্ব শুরু করেছিলেন নায়ার এবং টানা সাত বছর ধরে একই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত ছিলেন তিনি।
অভিষেক নায়ারের কেকেআরে প্রত্যাবর্তন বড় চমক নয়, কারণ এই সিদ্ধান্ত অনেকটাই প্রত্যাশিত ছিল। তবে, তাঁর কেকেআরে ফিরে আসার পরেও এখনও বিসিসিআই-এর তরফ থেকে কিছু বলা হয়নি সেটাই অবাক করার ঘটনা। একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, অভিষেক নায়ারকে জাতীয় দলের সহকারী কোচের পদ থেকে অত্যন্ত অপ্রীতিকর ও বৈরীভাবে বরখাস্ত করা হয়েছে।
ভারতীয় দলের কোচিং সেটআপ থেকে তাঁর বিদায়ের খবর প্রকাশের কয়েক দিনের মধ্যেই অভিষেক নায়ার কেকেআরে ফিরে আসেন, যা বিসিসিআই-এর পক্ষ থেকে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া প্রথমে জানান, তাঁরা “১-২ দিনের মধ্যে স্পষ্ট বক্তব্য" দেবেন। কিন্তু সেই আগেই শাহরুখ খানের আইপিএল ফ্র্যাঞ্চাইজি কেকেআর সামাজিক মাধ্যমে অভিষেক নায়ারের দলে ফিরে আসার খবর ঘোষণা করে।
এদিকে এই বিষয়ে বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি। তবে কয়েকদিন আগেই বিসিসিআই সচিব বলেছিলেন কিছুদিনের মধ্যেই এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করা হবে। তবে তার আগেই KKR-এ যোগ দিলেন নায়ার। জানা গিয়েছে, কয়েক দিন আগেই নায়ারকে ভারতীয় দলের সঙ্গে না রাখার সিদ্ধান্ত জানানো হয়েছিল, কিন্তু এখনও পর্যন্ত এই বিষয়ে বোর্ডের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি, সেটা নিয়েই উঠছে প্রশ্ন।
আরও পড়ুন … পঞ্জাব ম্যাচের পরে RCB ভক্তরা উপোস করে কাটালেন! কারণ জানলে আপনিও অবাক হবেন
একটি সূত্র পিটিআই-কে জানিয়েছে, ‘অভিষেক কখনও কাজ ছাড়া থাকবেন না। তাঁকে যেভাবে বরখাস্ত করা হয়েছে, তা অত্যন্ত বৈরী ছিল। ভারতীয় ক্রিকেট মহলে সকলেই জানত, বিসিসিআই যদি তাঁকে ছাড়ে, কেকেআর তাঁকে সঙ্গে সঙ্গেই আবার দলে নেবে।’ কেকেআরে এখন তিনি ডোয়েন ব্র্যাভো ও প্রধান কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে কাজ করবেন। ব্র্যাভো গম্ভীরের জায়গায় কেকেআরের মেন্টর হিসেবে নিযুক্ত হয়েছেন।
আরও পড়ুন … ইতিহাস গড়লেন হিমাংশু! U-18 Asian Athletics Championships-এ ১১টি পদক জিতল ভারত
গৌতম গম্ভীরের সঙ্গে ভারতীয় দলের কোচিং স্টাফে যোগ দিয়েছিলেন নায়ার। গম্ভীর আইপিএল ২০২৪-এর আগে কেকেআরের মেন্টর হিসেবে দলে যোগ দিয়ে তাদের শিরোপা জিতিয়েছিলেন। সেই সাফল্যের ফলেই তিনি ভারতীয় দলের প্রধান কোচ হন। কোচ হিসেবে নিজের পছন্দের ব্যক্তিদের বেছে নেন গম্ভীর, এবং অভিষেক নায়ার ছিলেন তাঁদের একজন। রায়ান টেন দুশখাতে ও মর্নে মর্কেলও জাতীয় দলের কোচিং স্টাফে অন্তর্ভুক্ত হন। তবে টেন দুশখাতে ও মর্কেল এখনও তাঁদের দায়িত্বে বহাল থাকলেও, নায়ারকে বাদ দেওয়া হয়েছে।
আরও পড়ুন … এটা এমন কিছু যা… ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিজের স্ট্যান্ড নিয়ে মুখ খুললেন রোহিত শর্মা
গতবারের চ্যাম্পিয়ন কেকেআর আগামী ২১ এপ্রিল ইডেন গার্ডেন্সে গুজরাট টাইটান্সের (GT) মুখোমুখি হবে। এরপর ২৬ এপ্রিল তারা পাঞ্জাব কিংসের বিরুদ্ধে আরেকটি হোম ম্যাচ খেলবে এবং তারপর দিল্লিতে গিয়ে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে অংশ নেবে। অভিষেক নায়ার ইতোমধ্যেই কেকেআর শিবিরে যোগ দিয়েছেন এবং গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ঘরের মাঠের ম্যাচে উপস্থিত থাকবেন।
৭টি ম্যাচের মধ্যে ৩টিতে জয় পেয়ে কেকেআর বর্তমানে আইপিএল ২০২৫-এর পয়েন্ট তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে। অধিনায়ক অজিঙ্কা রাহানের নেতৃত্বাধীন দলকে প্লে-অফে উঠতে হলে পরবর্তী ৫-৬টি ম্যাচে জয়লাভ করতে হবে। তিনবারের আইপিএল চ্যাম্পিয়ন কেকেআর জানায়, প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার সেই দিনই ইডেন গার্ডেন্সে দলের অনুশীলনে অংশ নিতে পারেন এবং তাঁকে প্রধান কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে মাঠে দেখা যাবে। এখন দেখার অভিষেক নায়ার যোগ দেওয়ার পরে বিসিসিআই কী বলে এবং কেকেআর-এর ফলে কতটা উন্নতি হয়।