অনূর্ধ্ব ১৮ এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ অভিযান চমৎকারভাবে শেষ করল ভারত। শুক্রবার, সৌদি আরবের দাম্মামে প্রতিযোগিতার শেষ দিনে ভারত চারটি পদক জিতল, যার মধ্যে ছিল পুরুষদের জ্যাভেলিন ইভেন্টে ঐতিহাসিক একটি সোনার পদক। এশিয়ান U-18 চ্যাম্পিয়নশিপে জ্যাভেলিন বিভাগে প্রথম সোনা জিতলেন হিমাংশু জাখর। এই পদকের মাধ্যমে ভারতের হয়ে ইতিহাস গড়লেন হিমাংশু। ভবিষ্যতে নীরজ চোপড়ার মতো অলিম্পিক্সেও পদক জয়ের স্বপ্ন দেখালেন।
প্রতিদ্বন্দ্বিতা ছিল অনেকটাই একপেশে। তাঁর প্রথম থ্রো ছিল ৬৭.৫৭ মিটার। যদিও এটি তাঁর ব্যক্তিগত সেরা ৭৪.৫৬ মিটারের তুলনায় অনেক কম। তবে ৬৭.৫৭ মিটারেই বাজিমাত করেন হিমাংশু জাখর।
পরবর্তীতে, দেবক ভূষণ পুরুষদের হাই জাম্পে ২.০৩ মিটার লাফ দিয়ে রুপো জিতে ভারতের পদক সংখ্যা দু’অঙ্কে পৌঁছে দেন। কুয়েতের মহম্মদ আলদুয়াইজ ২.০৫ মিটার পার করে সোনা জিতেছেন।
আগেই, আরতি মহিলাদের ২০০ মিটারে ২২.৪১ সেকেন্ডে দৌড়ে ব্রোঞ্জ জিতে প্রতিযোগিতায় নিজের দ্বিতীয় পদকটি সংগ্রহ করেন। এর আগে তিনি বুধবার মহিলাদের ১০০ মিটারে ব্রোঞ্জ জিতেছিলেন।
আরও পড়ুন … এটা এমন কিছু যা… ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিজের স্ট্যান্ড নিয়ে মুখ খুললেন রোহিত শর্মা
ভারতের সমাপ্তি হয় পুরুষদের মেডলে রিলে ইভেন্টে রুপো জিতে। এটি একটি বিশেষ ধরনের রিলে, যেখানে চার সদস্য চারটি ভিন্ন দূরত্ব (১০০+২০০+৩০০+৪০০ মিটার) দৌড়ান। চিরন্ত পি, সায়েদ সাবির, সাকেত মিনজ এবং কাদির খান মিলে ফাইনালে ১:৫২.১৫ সেকেন্ড সময় নিয়ে রুপো জিতেছেন, চিনের পরেই শেষ করেছেন ভারতীয় অ্যাথলিটরা।
অন্যদিকে, মহিলাদের মেডলে রিলে দলটি যারা পদক জয়ের দাবিদার ছিল, রেস শুরুতেই ব্যাটন ফেলে দেওয়ার কারণে শেষ করতে পারেনি, ফলে হতাশাজনকভাবে প্রতিযোগিতা শেষ করে তারা।
আরও পড়ুন … বিরাটদের হারিয়ে RCB ও GT-কে ধাক্কা দিয়ে নামাল পঞ্জাব, IPL 2025 পয়েন্ট টেবিলে শ্রেয়সদের লম্বা জাম্প
১১টি পদক জিতে অভিযান শেষ করে ভারত
ভারত এবারের এশিয়ান U-18 চ্যাম্পিয়নশিপে মোট ১১টি পদক জিতেছে। এই তালিকায় ১টি সোনা, ৫টি রুপো এবং ৫টি ব্রোঞ্জ রয়েছে।
উল্লেখযোগ্যভাবে, এটি ছিল ভারতের ইতিহাসে সবচেয়ে খারাপ পদক সংখ্যা। তবে এটাও বলা দরকার, এইবার অনেক ছোট এবং দুর্বল একটি দল পাঠানো হয়েছিল।
আরও পড়ুন … ব্যাট হাতে IPL-এ নজির গড়লেন RCB ক্যাপ্টেন রজত পতিদার! সচিন তেন্ডুলকরের রেকর্ডকে পিছনে ফেললেন
U-18 এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ভারতের পদকজয়ীদের তালিকা:
হিমাংশু – ছেলেদের জ্যাভেলিন থ্রোয়ে সোনার পদক
দেবক ভূষণ – ছেলেদের হাই জাম্পে রুপো
নীতীন গুপ্তা – ছেলেদের ৫০০০ মিটার রেস ওয়াকে রুপো
তন্নু – মেয়েদের ৪০০ মিটারে রুপো
নিশ্চয় – ছেলেদের শট পুটে রুপো
চিরন্ত পি, সায়েদ সাবির, সাকেত মিনজ ও কাদির খান – ছেলেদের মেডলে রিলেতে রুপো
নিশ্চয় – ছেলেদের ডিসকাস থ্রোয়ে ব্রোঞ্জ
আরতি – মেয়েদের ১০০ মিটারে ব্রোঞ্জ
আরতি – মেয়েদের ২০০ মিটারে ব্রোঞ্জ
শৌর্য অম্বুরে – মেয়েদের ১০০ মিটার হার্ডলসে ব্রোঞ্জ
লক্ষিতা মালওয়াত – মেয়েদের ডিসকাস থ্রোয়ে ব্রোঞ্জ