অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার মিচেল মার্শ এবার জানালেন বুমরাহ তাঁর কাছে বিভীষিকার মতো। এতটাই বুমরাহর চিন্তা তাঁকে গ্রাস করেছে যে কদিন আগেও নাকি কার্যত বুমরাহকে নিয়ে দুঃস্বপ্ন দেখার মতোই ঘটনা ঘটেছে তাঁর সঙ্গে। মার্শের এই মজার গল্প ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে নেটমাধ্যমে।
সোমবারই ক্রিকেট অস্ট্রেলিয়ার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ছিল। সেখানে বর্ষসেরা ক্রিকেটাররা পুরস্কার পান। আর সেখানেই জসপ্রীত বুমরাহর প্রসঙ্গ টেনে আনেন অজি অলরাউন্ডার মিচেল মার্শ। গত বর্ডার গাভাসকর সিরিজে তিনবার বুমরাহর বোলিংয়ের সামনে আউট হয়েছিলেন এই তারকা। এরপর তাঁকে কার্যত বাদ দেওয়া হয় টেস্ট থেকে।
আরও পড়ুন-ISLএ মোহনবাগানকে সুবিধা করে দিল জামশেদপুর! ৩-১ হারাল গোয়াকে
এমনিতে মিচেল মার্শের চোট রয়েছে। সেই কারণ তিনি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলতে পারবেন না। যা নিয়ে ইতিমধ্যেই বেশ চিন্তায় পড়ে গেছে অস্ট্রেলিয়া। এদিকে ৩ কোটি টাকার বেশি খরচা করে তাঁকে দলে নিলেও মার্শের চোট লেগে চ্যাম্পিয়ন্স ট্রফি না খেলার খবর প্রকাশ্যে আসতে আইপিএলের দল গুজরাট জায়ান্টসেরও চিন্তা বেড়েছে।
ভারত হারলেও লড়ে যান বুমরাহ-
বর্ডার গাভাসকর সিরিজে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপে হানা দিয়েছিলেন জসপ্রীত বুমরাহ। প্রথম চার টেস্টেই বুমরাহ ছিলেন ভারতীয়দের ভরসার একমাত্র পাত্র আর অস্ট্রেলিয়ার মাথা ব্যথার কারণ। সিরিজে ৩২ উইকেট তিনি নেন। পঞ্চম টেস্টে চোট লাগায় তিনি আর দুই ইনিংসে বোলিং করতে পারেননি। অস্ট্রেলিয়াও সেই সুযোগে সিরিজ ৩-১ করে নেয়।
মার্শের ভাইরাল হওয়া ভিডিয়ো
অস্ট্রেলিয়ান তারকা মিচেল মার্শ জানাচ্ছিলেন তাঁর বুমরাহ আতঙ্কের কথা। মার্শ বলছেন, ‘ সম্প্রতি ভাইপোর সঙ্গে বাড়িতে আমি খেলছিলাম। তখন ও দেখি বুমরাহর বোলিং অ্যাকশনের আদলে বোলিং করল। ব্যাস! এরপর নাইটমেয়ার জারি থাকল (বিভীষিকা বা দুঃস্বপ্ন জারি থাকল বলতে চেয়েছেন)।’ তাই ভাইপোর বয়স মাত্র চার বছর।
পাঁচবার মার্শকে আউট করেছেন বুমরাহ-
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪৭ ম্যাচে খেলেছেন বুমরাহ। তিন ফরম্যাট মিলিয়ে বুমরাহ পাঁচবার আউট করেছেন মিচেল মার্শকে। এর মধ্যে তিনটি এসেছে সম্প্রতি বিজিটিতে। আইপিএলেও বুমরাহর পারফরমেন্স ভালো মার্শের বিরুদ্ধে। বুমরাহ প্রথম টেস্টে অধিনায়কত্বের দায়িত্ব নিয়ে পার্থে এগিয়ে দিয়েছিল ভারতকে। কিন্তু পরে রোহিত দলে ফিরে অধিনায়কত্বের দায়িত্ব নিজে নেন। এরপরই ভারত সিরিজ হারে।
চোট পেয়েছেন জসপ্রীত বুমরাহ-
অস্ট্রেলিয়া সিরিজে টানা বোলিং করতে হওয়ায় অতিরিক্ত ওয়ার্কলোডের কারণে চোটে ভুগছেন বুমরাহ। পিঠের চোটের জন্য তিনি আপাতত মাঠের বাইরে রয়েছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজেও খেলতে পারবেন না। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তাঁর খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছে। বুমরাহ খেলতে না পারলে তাঁর জায়গায় দলে আসতে পারেন হর্ষিত রানা।