বাংলা নিউজ > ক্রিকেট > MI vs TN, Ranji Trophy Semi Final: সবুজ পিচে টসে জিতে ব্যাটিং নিয়ে ভরাডুবি, ১৫০-ও পার করল না তামিলনাড়ু
পরবর্তী খবর
MI vs TN, Ranji Trophy Semi Final: সবুজ পিচে টসে জিতে ব্যাটিং নিয়ে ভরাডুবি, ১৫০-ও পার করল না তামিলনাড়ু
1 মিনিটে পড়ুন Updated: 02 Mar 2024, 05:45 PM ISTTania Roy
সবুজ পিচে টসে জিতে ব্যাটিং নিয়ে একেবারে ভরাডুবি হল তামিলনাড়ুর। যেন তাদের টসে জেতাটা ব্যাকফায়ার হয়ে গেল। ১৭ রানের মধ্যেই ৪ উইকেট হারিয়ে বসেছিল তামিলনাড়ু। ১০০ হওয়ার আগেই তারা আরও ২ উইকেট হারায়। আর ৬৪.১ ওভারে মাত্র ১৪৬ রানের মধ্যে অলআউট হয়ে যায় তামিলনাড়ু।
প্রথম দিনের শেষে আপাতত চালকের আসনে মুম্বই।
মুম্বই বনাম তামিলনাড়ুর মধ্যে রঞ্জি ট্রফির সেমিফাইনালের প্রথম দিনই চূড়ান্ত ব্যাটিং ব্যর্থতার মধ্যে পড়েছে দক্ষিণ ভারতের দলটি। ১৫০ রান পার করতে পারেনি তামিলনাড়ু। মাত্র ১৪৬ রানেই অলআউট হয়ে গিয়েছে। দিনের শেষে মুম্বইও ৪৫ রানে ২ উইকেট হারিয়ে বসে রয়েছে। তবে আপাতত তারাই চালকের আসনে রয়েছে।
সবুজ পিচে টসে জিতে ব্যাটিং নিয়ে একেবারে ভরাডুবি হল তামিলনাড়ুর। যেন তাদের টসে জেতাটা ব্যাকফায়ার হয়ে গেল। ১৭ রানের মধ্যেই ৪ উইকেট হারিয়ে বসেছিল তামিলনাড়ু। ১০০ হওয়ার আগেই তারা আরও ২ উইকেট হারায়। আর ৬৪.১ ওভারে মাত্র ১৪৬ রানের মধ্যে অলআউট হয়ে যায় তামিলনাড়ু।
ওপেন করতে নেমে খালি হাতে সাজঘরে ফেরেন সাই সুদর্শন। তখন দলের রান ৪ বলে ০। এর পর ব্যক্তিগত ৪ রান করে আউট হন আর এক ওপেনার নারায়ণ জগদীশান। তখন স্কোরবোর্ডে তামিলনাড়ুর সংগ্রহ মাত্র ১০। তিনে ব্যাট করতে নেমে ৮ রান করে আউট হন প্রদোষ রঞ্জন পাল। দলের অধিনায়ক সাই কিশোর ফেরেন মাত্র ১১ বলে ১ রান করে। বাবা ইন্দ্রজিৎও এদিন চূড়ান্ত ব্যর্থ। ২৫ বল খেলে মাত্র ১১ রান করেন তিনি। তবে ছয় এবং সাতে নেমে যথাক্রমে বিজয় শঙ্কর এবং ওয়াশিংটন সুন্দর কিছুটা লড়াই করার চেষ্টা করেছেন।
৮টি চারের হাত ধরে বিজয় শঙ্কর ১০৯ বলে ৪৪ রান করেন। ১৩৮ বলে ৪৩ রান করেন সুন্দর। মারেন চারটি চার। এই ইনিংস দু'টিই যেটুকু পুঁজি তামিলনাড়ুর। বাকিদের অবস্থা তো তথৈবচ। এছাড়া আটে নেমে মহম্মদ ১৭ বলে ১৭ করেন। এটি তামিলনাড়ুর তৃতীয় সর্বোচ্চ রান। ৩৭ বলে ১৫ করেন অজিত রাম। সন্দীপ ওয়ারিয়র এবং কুলদীপ সেন রানের খাতা খোলেননি।
মুম্বইয়ের হয়ে তিন উইকেট নিয়েছেনম তুষার দেশপাণ্ডে। এছাড়াও ২টি করে উইকেট নিয়েছেন শার্দুল ঠাকুর, মুশির খান এবং তনুশ কোটিয়ান। এক উইকেট নিয়েছেন মোহিত অবস্তি।
জবাবে মুম্বই ব্যাট করতে নেমে শুরুতেই পৃথ্বী শ'র উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা। ব্যক্তিগত ৫ রান করে সাজঘরে ফেরেন তিনি। তখন দলের রানও ছিল ৫। মুম্বইয়ের আর এক ওপেনার ভূপেন লালওয়ানিও বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। তিনি ২৪ বলে ১৫ করে আউট হয়ে যান। দিনের শেষে মুম্বইয়ের স্কোর ২ উইকেটে ৪৫ রান। ৫৩ বলে ২৪ করে ক্রিজে রয়েছেন মুশির খান। তাঁর সঙ্গে ১৬ বলে অপরাজিত ১ রান করে লড়াইয়ে রয়েছেন মোহিত অবস্তি। তামিলনাড়ুর হয়ে ১টি করে উইকেট নিয়েছেন কুলদীপ সেন এবং সাই কিশোর।