গত মাসেই বিতর্কিত ভাবে জাতীয় দলের ওডিআই বিশ্বকাপের ১৫ সদস্যের প্রাথমিক দল থেকে বাদ দেওয়া হয়েছিল হ্যারি ব্রুককে। তার পরেই আবার নাটকীয় ভাবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে ম্যাচের সিরিজে ফিরে এসেছেন তিনি।
হ্যারি ব্রুক।
শুভব্রত মুখার্জি: বেশ কয়েক দিন আগেই ইংল্যান্ডের সিনিয়র ক্রিকেট দলের তরফে তাদের ১৫ জনের প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে এই দলের খেলার কথা রয়েছে আসন্ন ওডিআই বিশ্বকাপে। ২০১৯ সালে ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের নায়ক বেন স্টোকস অবসর ভেঙে ফেরায় প্রাথমিক দলে জায়গা হয়নি নবীন তারকা ব্যাটার হ্যারি ব্রুকের। তবে বিশ্বকাপে ব্রুকের খেলার আশা যে শেষ হয়ে যায়নি, তা আগেই ইঙ্গিত দিয়েছিলেন ওয়ানডে দলের অধিনায়ক জস বাটলার। প্রায় এক সুরে এবার কথা বলতে শোনা গেল দলের হেড কোচ ম্যাথু মটসকে। পাশাপাশি জল্পনা উস্কে দিয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে ইংল্যান্ডের সিনিয়র দলের হয়ে খেলার জন্য নির্বাচিতও হয়েছেন হ্যারি ব্রুক।
গত মাসেই বিতর্কিত ভাবে জাতীয় দলের ওডিআই বিশ্বকাপের ১৫ সদস্যের প্রাথমিক দল থেকে বাদ দেওয়া হয়েছিল হ্যারি ব্রুককে। তার পরেই আবার নাটকীয় ভাবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে ম্যাচের সিরিজে ফিরে এসেছেন তিনি। এই সিরিজে মোট চারটি ম্যাচ খেলা হবে। প্রসঙ্গত দ্য হান্ড্রেড এবং নিউজজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে দুরন্ত ফর্মে ছিলেন হ্যারি ব্রুক। আর তাঁর এই ভালো ফর্মের সুবাদেই ইংল্যান্ডের বিশ্বকাপের দলে ঢুকে পড়তে পারেন ব্রুক, এমন সম্ভাবনার কথা জানিয়েছেন ইংল্যান্ডের এক দিনের দলের হেড কোচ ম্যাথু মট। উল্লেখ্য দ্য হান্ড্রেড প্রতিযোগিতায় দ্রুততম শতরান করার নজির গড়েছিলেন ব্রুক।