ভারতীয় দলের ভিকট্রি প্যারেড দেখতে গাছের উপরে উঠে গেলেন এক ব্যক্তি। তাও আবার ছোটখাটো গাছ নয়, বেশ বড় গাছ। টিম ইন্ডিয়ার খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফরা যে বাসে করে যাচ্ছেন, তার থেকে আরও কিছুটা উপরে ওই গাছের একটি ডাল ছিল। সেই ডালকে জড়িয়ে ওই ব্যক্তি শুয়ে ছিলেন। শুধু সেখানেই থামেননি। একহাতে গাছের ডাল জড়িয়ে অপর হাত দিয়ে মোবাইল বের করে ফ্ল্যাশ ক্যামেরা দিয়ে ছবি তুলতে থাকেন। তাতেও অবশ্য মন ভরেনি। সম্ভবত হাত নড়ছে ভেবে দু'হাত দিয়েই ক্যামেরা তাক করে ছবি তুলতে থাকেন। তারপর বুকটা মনে হয় একবার কেঁপে উঠেছিল, সেজন্য অত্যন্ত হাতটা গাছের ডালে রাখেন। তবে ওই ব্যক্তি কথন মেরিন ড্রাইভ লাগোয়া ওই গাছে উঠে পড়েন, তা স্পষ্ট নয়।
নেটিজেনদের প্রতিক্রিয়া
সে যাই হোক না কেন, ওই ব্যক্তির কীর্তি দেখে নিজেদের হাসি থামাতে পারেননি নেটিজেনরা। সেইসঙ্গে তাঁরা কুর্নিশও জানিয়েছেন ওই ব্যক্তিকে। নেটিজেনরা বলেছেন, ওই ব্যক্তি হয়ত রোহিত শর্মা, বিরাট কোহলির শুধু ‘ফ্যান’ নন, ভারতীয় তারকারা হয়ত তাঁর কাছে পুরো ‘দুনিয়া’।
মুম্বইয়ে আজ জনসমুদ্র
এমনিতে বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে রাজকীয়ভাবে মুম্বইয়ে স্বাগত জানানো হয়। বুধবার রোহিত ডাক দিয়েছিলেন যে টিম ইন্ডিয়ার ফ্যানেরা যেন ভিকট্রি প্যারেডে সামিল হন। আর সেই ডাকে সাড়া পেয়ে পুরো মুম্বই যেন মেরিন ড্রাইভ এবং ওয়াংখেড়ে স্টেডিয়ামে উঠে এসেছে। মেরিন ড্রাইভের সামনের যে রাস্তা দিয়ে টিম ইন্ডিয়ার বাস যায়, সেখানে লোকে লোকারণ্য ছিল। আরব সাগর আজ যেন নিজের সামনে আরও একটা সমুদ্রকে দেখতে পাচ্ছিল - জনসমুদ্র।
ওয়াংখেড়েতে টিম ইন্ডিয়াকে সংবর্ধনা
আর সেই জনসমুদ্রে ভেসেই ওয়াংখেড়ে স্টেডিয়ামে পৌঁছান টিম ইন্ডিয়ার খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফরা। সেখানে তাঁদের সংবর্ধনা দেওয়া হবে। প্লেয়ারদের সঙ্গেও আলাদাভাবে কথা বলা হবে বলে সূত্রের খবর। সূত্রের খবর, রোহিত, বিরাট, জসপ্রীত বুমরাহ, হার্দিক পান্ডিয়াদের সঙ্গে বিশেষভবে কথা হবে। পুরো টিম ইন্ডিয়ার খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফরা মাঠও প্রদক্ষিণ করতে পারেন বলে সূত্রের খবর।