বাচ্চাদের মতো উচ্ছ্বাস, নাচ, ফ্যানদের ভালোবাসায় মোহিত- ভারতে এসে একেবারে আবেগে ভেসে গেলেন রোহিত শর্মারা। এমনকী রোহিতও ভাংড়ার তালে কোমর দোলালেন। যিনি সাধারণত নাচতে চান না। সাধারণত কেউ তাঁকে নাচতে বললেই হাতজোড় করে বলেন যে ‘ভাই জানে দে, ইয়ে মেরে সে নেহি হোগা’। সেই রোহিতই আজ বাস থেকে দিল্লির হোটেলে জমিয়ে নাচেন। সেইসময় তাঁর পাশ দিয়ে যাচ্ছিলেন স্ত্রী রীতিকা সাজদে। তিনিও সম্ভবত অবাক হয়ে যান। তবে রোহিত আগেই বলেছিলেন যে মুডে থাকলে তিনি নাচতে পারেন। আর বিশ্বকাপ জিতে দেশে ফেরার থেকে ভালো মুড আর কী হতে পারে। তাই সকলের সামনে হলেও নিজেকে আনন্দে ভাসিয়ে দিলেন ভারতীয় অধিনায়ক।
সূর্য ও হার্দিকের নাচ, হাসি বিরাটের
দিল্লির হোটেলে ঢোকার সময় ভারতীয় দলের সহ-অধিনায়ক এবং বিশ্বের এক নম্বর অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াও নাচতে শুরু করে দেন। ভাংড়া শুরু করেন তিনি। সেইসময় বাস থেকে নেমে তাঁর পাশ থেকে নেমে যেতে থাকেন বিরাট কোহলি। হার্দিককে সেরকমভাবে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখে হাসতে থাকেন ভারতের তারকা ক্রিকেটার। যিনি বিশ্বকাপ ফাইনালে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন।
SKY-র ভাংড়া
হার্দিকের পাশাপাশি নাচতে শুরু করেন সূর্যও। তিনি তো ঢোলও বাজাতে থাকেন। একেবারে বিন্দাস মুডে ভাংড়ায় মেতে ওঠেন মুম্বইয়ের ছেলে। একেবারে মন খুলে নাচতে থাকেন সূর্য। যে সূর্যের অবিশ্বাস্য ক্যাচের কারণেই শেষপর্যন্ত ভারতের হাতে টি-টোয়েন্টি বিশ্বকাপে উঠেছে। সূর্যের সঙ্গে নামতে থাকেন তরুণ যশস্বী জয়সওয়ালও। দু'জনে মিলে নাচতে থাকেন। তবে স্কাইয়ের উচ্ছ্বাসের মাত্রাটা অনেক বেশি ছিল। যশস্বী কিছুটা নাচের পরে থেমে গেলেও স্কাই পুরোপুরি ভাংড়ায় মেতে ছিলেন।
আরও পড়ুন: Team India Live Updates- মোদীর কাছে পৌঁছে গেলেন রোহিতরা! পরে আছেন CHAMPIONS জার্সি
বুকে ২টি স্টার, ‘চ্যাম্পিয়নস’ জার্সি
আজ বিকেলে মুম্বইয়ে ভিকট্রি প্যারেড করবে টিম ইন্ডিয়া। আর সেইসময় ভারত যে স্পেশাল জার্সি পরবে, সেটার ‘ফার্স্ট লুক’ ফাঁস করে দিলেন সঞ্জু স্যামসন। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সেই ছবি দিয়েছেন ভারতের তারকা ক্রিকেটার। তাতে দেখা গিয়েছে যে বুকে দুটি স্টার আছে। যা বিশ্বকে মনে করিয়ে দেবে যে দু'বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। আর লেখা আছে ‘CHAMPIONS’।
কেক কাটার পরে মোদীর সঙ্গে সাক্ষাৎ রোহিতদের
দিল্লির হোটেলে আসার কিছুক্ষণ পরেই রোহিতরা রওনা দেন। বার্বাডোজ থেকে আসার সময় তাঁরা ট্র্যাভেলিং ড্রেস পরেছিলেন। দিল্লির হোটেল থেকে ফ্রেশ হয়ে ভারতের জার্সি পরে নেন তাঁরা। সেই জার্সিতে আবার 'CHAMPIONS' লেখা আছে। ওই জার্সি পরেই আজ বিকেলে প্যারেড করবে টিম ইন্ডিয়া।