রোহিত শর্মারা টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ভারতে চলে এলেন। কিন্তু বিশ্বকাপের ফাইনালে সূর্যকুমার যাদবের ক্যচ নিয়ে একাংশের অভিযোগ আর থামছে না। এবার যে ভিডিয়ো সামনে এসেছে, তাতেও যদি তাঁদের অভিযোগ না থামে, তাহলে কিছুই বলার থাকবে না। কারণ এবার যে ভিডিয়োটি সামনে এসেছে, সেটা থেকে পুরোপুরি স্পষ্ট হয়ে গিয়েছে যে সূর্যের পা'টা বাউন্ডারি রোপে লাগেনি। একচুল হলেও সূর্যের পা বাউন্ডারি রোপের আগে ছিল। আর তাই ডেভিড মিলার আউটই ছিলেন। ওটা ছক্কা হয় না। বিতর্কের যে কোনও প্রশ্নই ওঠে না, তা ওই ভিডিয়ো থেকে স্পষ্ট হয়ে গিয়েছে।
ভিডিয়োয় কী দেখা গিয়েছে?
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়া ওই ভিডিয়োয় দেখা গিয়েছে যে ২০ তম ওভারের প্রথম বলে বড় শট মারছেন মিলার। যিনি ভিডিয়োটা করেছেন, তিনি সম্ভবত গ্যালারিতে বসেছিলেন। মিলারের শটটা যখন বাউন্ডারির দিকে উড়ে যাচ্ছিল, তখন পুরোপুরি ‘ফলো’ করা হয়। অর্থাৎ সেইদিকেই ক্যামেরা ঘোরানো হচ্ছিল। সেইসঙ্গে ‘ক্যাচ ইট’ এবং ‘ক্যাচ ইট’ বলে চিৎকার করতে থাকেন তিনি। ততক্ষণে বলের কাছে পৌঁছে যেতে থাকেন সূর্য।
ওই ভিডিয়োয় দেখা গিয়েছে যে সূর্য যখন প্রথমবার বলটা ধরছেন, তখন বাউন্ডারি রোপ থেকে তাঁর পা বেশ খানিকটা দূরে আছে। পায়ের পরের কদমটা যখন তিনি ফেলেন, তখন বাউন্ডারি রোপের সঙ্গে ব্যবধান একেবারে কম রয়েছে। কিন্তু একটা ফাঁক আছেই। সেই অবস্থায় বলটা বাউন্ডারির ভিতরে ছুঁড়ে দিয়ে নিজে লাইন পেরিয়ে যান। তারপর বাউন্ডারি রোপটা টপকে এসে ক্যাচটা ধরেন। যে ক্যাচের সুবাদে বিশ্বকাপ জিতে গিয়েছে টিম ইন্ডিয়া।
নেটিজেনদের প্রতিক্রিয়া
এক নেটিজেন বলেন, ‘এই ক্যাচটা নিয়ে ফালতু বিতর্ক তৈরি করা হচ্ছে। ক্যাচটা নিয়ে কোনওদিন কোনও বিতর্ক ছিল না।’ অপর এক নেটিজেন বলেন, ‘অহেতুক ষড়যন্ত্রের তত্ত্ব খাড়া করা হচ্ছে। সেই ভিত্তিহীন অভিযোগ খারিজ করে দিল এই ভিডিয়োটা।’
রোহিতের প্রতিক্রিয়াও মন জিতেছে নেটিজেনদের
আর তারইমধ্যে কয়েকজন নেটিজেনের চোখে পড়েছে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার প্রতিক্রিয়া। প্রাথমিকভাবে যখন বলটা বাউন্ডারির দিকে যাচ্ছিল, তখন হাঁটুতে হাত দিয়ে দাঁড়িয়ে পড়েছিলেন রোহিত। আর সূর্য যখন ক্যাচটা ধরেন, তখন পুরো লাফিয়ে ওঠেন ভারতীয় ক্যাপ্টেন। যা নেটিজেনদের মন জিতে নিয়েছে। এক নেটিজেন বলেন, ‘সূর্য ক্যাচটা ধরে নেওয়ার পরে রোহিত শর্মার লাফটা সেরা ছিল, পুরো আগুন।’