শুভব্রত মুখার্জি: চলতি মরশুমের শুরুতেই পরিবর্তন হয়েছে চেন্নাই সুপার কিংস ফ্র্যাঞ্চাইজির অধিনায়কত্বের। দীর্ঘ দিন দলের অধিনায়ক থাকার পরে মহেন্দ্র সিং ধোনি অধিনায়কত্বের দায়িত্ব তুলে দিয়েছেন রুতুরাজ গায়কোয়াড়ের হাতে। অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের শুরুটা মন্দ হয়নি। চেন্নাই সুপার কিংস দু'টি ম্যাচ হারলেও বাকি ম্যাচে তারা যথেষ্ট ভালো পারফরম্যান্স করেছে। সোমবার দুরন্ত ছন্দে খেলেছেন রুতুরাজও। সেই সঙ্গে একটি ঘটনার সাক্ষী থাকল ক্রিকেট ভক্তরা। চিপকে সোমবার কেকেআরের বিরুদ্ধে খেলতে নেমেছিল সিএসকে। সেই ম্যাচেই ব্যাট হাতে অর্ধশতরান করে এক নয়া নজির স্থাপন করেছেন রুতুরাজ গায়কোয়াড়।
আরও পড়ুন: ভিডিয়ো- সকলকে অবাক করে রাসেলের লোপ্পা ক্যাচ ফেললেন ধোনি, বয়সের জেরেই কি এমন ভুল?
আইপিএলের ইতিহাসে দীর্ঘতম সময় পরে নিজের ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক হিসেবে অর্ধশতরান করার নজির গড়েছেন রুতুরাজ গায়কোয়াড়। এর আগে এই নজির ছিল দু'টি ফ্র্যাঞ্চাইজির অধিনায়কের। এই নজিরের মালিক ছিল আরসিবি এবং পঞ্জাব কিংসের অধিনায়কেরা। উল্লেখ্য চার বছর পর ফ্র্যাঞ্চাইজির কোন অধিনায়ক আইপিএলে অর্ধশতরান বা তার বেশি রান করার নজির এত দিন ছিল আরসিবি এবং পঞ্জাবের কাছে। ২০০৮-২০১২ এই দীর্ঘ চার বছর আরসিবির অধিনায়কের ব্যাট থেকে আসেনি কোন ৫০ বা ৫০-এর বেশি রানের ইনিংস। একই ঘটনা ঘটে পঞ্জাবের সঙ্গেও। ২০১৬-২০২০ তাদের অধিনায়ক ৫০ বা তার বেশি রান করতে পারেননি। এই নজির সোমবার ভেঙেছেন সিএসকে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। তিনি ফ্র্যাঞ্চাইজির ইতিহাসে পাঁচ বছর বাদে প্রথম অধিনায়ক হিসেবে অর্ধশতরান করার নজির গড়েছেন। ২০১৯-২০২৪ এই সময় কালে কোনও সিএসকে অধিনায়ক অর্ধশতরান করতে পারেননি। যে ধারা সোমবার ভেঙে নজির গড়েছেন রুতুরাজ।
এদিন ম্যাচে কেকেআর প্রথমে ব্যাট করে ১৩৭ রান করতে সমর্থ হয়। জবাবে ব্যাট করতে নেমে মাত্র তিন উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে সিএসকে। অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় ৬৭ রানে অপরাজিত থাকেন। খেলেছেন ৫৮ বল। হাঁকিয়েছেন ন'টি বাউন্ডারি। তাঁকে যোগ্য সঙ্গত দিয়েছেন শিবম দুবে। তিনি ২৮ রান করে প্যাভিলিয়নে ফেরত যান। এছাড়াও ড্যারিল মিচেল করেছেন ২৫ রান। ফলে ১৪ বল বাকি থাকতে কেকেআরের বিরুদ্ধে বড় জয় তুলে নেয় সিএসকে। এদিন রান তাড়া করতে নেমে শুরুতেই রাচিন রবীন্দ্রর উইকেটটি হারিয়েছিল সিএসকে। আট বলে ১৫ রান করে আউট হন রাচিন।এর পর অধিনায়কসুলভ ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন রুতুরাজ গায়কোয়াড়।