২০১৭ সালের পরে প্রথম ক্যারিবিয়ান ব্যাটার হিসেবে ইংল্যান্ডে শতরান করার কৃতিত্ব অর্জন করলেন কাভেম হজ। এদিন যখন ক্রিজে এলেন তখন চাপে ছিল তাঁর দল।স্কোর ছিল ৩ উইকেটে ৮৪ রান। চতুর্থ উইকেটে আলিক আথানজেকে সঙ্গী করে যোগ করলেন ১৭৫ রান।লড়াইতে ফেরালেন দলকে।হজ নিজের ইনিংস এদিন সাজিয়েছেন ১৯ টি চারের সাহায্যে।
কাভেম হজ। ছবি- এএফপি
শুভব্রত মুখার্জি:- ইংল্যান্ড সফরে এই মুহূর্তে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ দল।লাল বলের ফর্ম্যাটে তিন ম্যাচের সিরিজ খেলছে দুই দল। লর্ডসে প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজ দলকে আড়াই দিনের মধ্যে বড় ব্যবধানে হারিয়ে সিরিজে লিড নিয়েছে বেন স্টোকস বাহিনী।এমন আবহে বৃহস্পতিবার থেকে ট্রেন্টব্রিজে শুরু হয়েছে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ। যে টেস্টের দ্বিতীয় দিন অর্থাৎ শুক্রবারেই এক অনন্য নজির গড়ে ফেলেছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার কাভেম হজ। ডমিনিকার এই ব্যাটার ট্রেন্টব্রিজ টেস্টের দ্বিতীয় দিনেই করে ফেলেছেন শতরান। ডমিনিকার দ্বিতীয় ক্রিকেটার হিসেবে লাল বলের ফর্ম্যাটে শতরান করার নজির গড়েছেন তিনি। তাঁর শতরানের ইনিংসে ভর করেই দ্বিতীয় দিন শেষে টেস্টে অ্যাডভান্টেজ ওয়েস্ট ইন্ডিজ বলা যেতে পারে।
সবেমাত্র ক্যারিবিয়ানদের হয়ে নিজের টেস্ট কেরিয়ার শুরু করেছেন কাভেম হজ। ইতিমধ্যেই চারটি টেস্ট ম্যাচ তিনি দেশের হয়ে খেলে ফেলেছেন। পাশাপাশি জাতীয় দলের হয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনিংস ও খেলেছেন তিনি। কয়েকমাস আগে অস্ট্রেলিয়ার ব্রিসবেনের গাব্বাতে ঐতিহাসিক টেস্ট ম্যাচ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ দল। সেই ম্যাচে ও ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন কাভেম হজ। দল একটা সময়ে দ্বিতীয় ইনিংসে মাত্র ৬৪ রানে পাঁচ উইকেট হারিয়ে চাপে ছিল। সেই সময়ে তিনি জুটিতে গুরুত্বপূর্ণ ১৪৯ রান যোগ করে দলকে লড়াইতে ফেরান। সেদিন ৭১ রান করে আউট হতে হয়েছিল তাঁকে। সেদিন শতরান করতে পারেননি এই নবীন তারকা। তবে শুক্রবার ট্রেন্ট ব্রিজে সেই ভুলটা করলেন না তিনি।
এদিন মাত্র ১৭১ বলে করলেন ১২০ রান। ফলে ২০১৭ সালের পরে প্রথম ক্যারিবিয়ান ব্যাটার হিসেবে ইংল্যান্ডে শতরান করার কৃতিত্ব অর্জন করলেন তিনি। এদিন যখন ক্রিজে এলেন তখন ও চাপে রয়েছে তাঁর দল। স্কোর ছিল ৩ উইকেটে ৮৪ রান। চতুর্থ উইকেটে আলিক আথানজেকে সঙ্গী করে যোগ করলেন ১৭৫ রান।লড়াইতে ফেরালেন দলকে।হজ নিজের ইনিংস এদিন সাজিয়েছেন ১৯ টি চারের সাহায্যে।
এদিন দিনের শেষভাগে তাঁকে আউট করেছেন ক্রিস ওকস। তাঁর বলে এলবিডব্লিউ আউট হতে হয় হজকে।দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৫ উইকেটে ৩৫১ রান। ক্রিজে ২৩ রানে অপরাজিত রয়েছেন জেসন হোল্ডার। ৩২ রানে অপরাজিত রয়েছেন জসুয়া ডা সিলভা। ইংল্যান্ড প্রথম ইনিংসে করে ৪১৬ রান। অর্থাৎ এখন পর্যন্ত ৬৫ রানে পিছিয়ে রয়েছে ক্যারিবিয়ানরা।