টিম ইন্ডিয়া ঘরের মাঠে সিরিজ খেললে ভারতীয় সমর্থকদের দুশ্চিন্তার কারণ থাকে না। তবে ইংল্যান্ডে সফরে ভারতীয় দলের পাঁচ ম্যাচের সিরিজ নিয়ে উৎকণ্ঠায় ছিলেন ক্রিকেটপ্রমীরা। কেননা হাই-ভোল্টেজ এই টেস্ট সিরিজ মোবাইলে বিনা পয়সায় দেখা যাবে কিনা, সেই বিষয়ে সংশয় ছিল। অবশেষে দুশ্চিন্তা দূর হল ভারতীয় ক্রিকেট অনুরাগীদের। কেননা সুখবর দিল জিওহটস্টার।
আসন্ন ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের ডিজিটাল রাইটস এসেছে জিওহটস্টারের হাতে, এমনটাই খবর ক্রিকবাজের। সোনি এন্টারটেনমেন্ট নেটওয়ার্কের সঙ্গে এই মর্মে চুক্তি করেছে জিওহটস্টার। যাত অর্থ, আগামী ২০ জুন থেকে শুরু হতে চলে পাঁচ ম্যাচের ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ দেখা যাবে জিওহটস্টারেও।
সোনির হাতে থাকা টিভি রাইটসের ম্যাচগুলি সচরাচর সোনি লিভ অ্যাপে দেখা যায়। সোনি লিভে লাইভ ক্রিকেট ম্যাচ বিনা পয়সায় দেখা যায় না। তার জন্য সাবসক্রিপশন নিতে হয়। যদিও মেস কয়েকটি মোবাইল সংস্থার রিচার্জ প্ল্যানের সঙ্গে সোনি লিভের সাবসক্রিপশন ফ্রি-তে মেলে। এমনকি জিওর রিচার্জের সঙ্গেও সোনির সাবস্ক্রিপশন ফ্রি-তে পাওয়া যায়। সেক্ষেত্রে জিও টিভিতে দেখা যায় সোনি লিভের ম্যাচ।
বর্তমান পরিস্থিতিতে ভারতে জিওহটস্টার অ্যাপ ও ওয়েবসাইটে বিনা পয়সায় দেখা যাবে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ, এমনটাই খবর।