বুধবার টি২০ বিশ্বকাপে তাঁদের প্রথম ম্যাচে জয় পেয়েছে ভারত। আয়ারল্যান্ডকে উড়িয়ে প্রথম ম্যাচেই নজর কেড়েছে ভারতীয় বোলিং লাইন আপ। অধিনায়ক রোহিত শর্মা অর্ধশতরান করেন। প্রথম ম্যাচে রোহিতের সঙ্গে বিরাট কোহলি ওপেনিং করলেও মাত্র ১ রানেই সাজঘরে ফেরেন কোহলি। আইপিএলে ওপেনিং করে টানা সাফল্য এসেছে তাঁর ব্যাটে। আইপিএলের সর্বোচ্চ রানের মালিক, সেই সুবাদেই টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছিল কোহলকি দিয়ে ওপেনিং করানোর। যশস্বী জয়সওয়ালকে সুযোগ দেওয়া হয়নি। তবে টি২০ বিশ্বকাপে এবারে ভারতের প্রথম ম্যাচে বড় পার্টনারশিপ দিতে ব্যর্থ হন বিরাট, রোহিত যখন টানা শট খেললেন, তখন থার্ড ম্যানের হাতে ধরে পড়ে, সাঝঘরে ফেরেন কোহলি । পরিসংখ্যান বলছেন, টি২০তে আয়ারল্যান্ডের বিরুদ্ধে বিরাটের পারফরমেন্স সব থেকে খারাপ।
আরও পড়ুন-দীর্ঘদিন জাতীয় দলে খেললে বিশ্বকাপ তো জিততেই হবে…কার উদ্দেশ্য বার্তা কুলদীপের?
শুনতে অবাক লাগলেও এখনও পর্যন্ত তিনটি আন্তর্জাতিক টি২০ ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। সেই তিনটি ম্যাচের একটিতেও বড় রান পাননি কোহলি। বড় রান তো দূরের কথা, দুই অঙ্কের রানও পাননি কোনও ম্যাচে। আয়ারল্যান্ডের বিপক্ষে কোহলির পারফরমেন্স এতটাই খারাপ, যে তিন ম্যাচে তিনি করেছেন মাত্র দশ রান, ব্যাটিং গড় ৩.৩৩। এর পরের ম্যাচই রয়েছে পাকিস্তানের বিরুদ্ধে, তাই কিছুটা চিন্তায় ভারতীয় ক্রিকেটমহল। যদিও ক্রিকেটীয় শট খেলতে গিয়েই কোহলি আউট হয়েছেন, উইকেট ব্যাটিং সহায়ক না থাকায় শুরুর কয়েকটা বলে রান না পাওয়াতেই একান্ত বাধ্য হয়ে বড় শট খেলতে যান তিনি, সেখানেই ধরা দেন।
আরও পড়ুন-খাদ্য রসিক বেঙ্কটেশ আইয়ার, খালি গায়েই বিয়েতে খেলেন..ভাইরাল ফুচকা খাওয়ার ভিডিয়ো
২৭ জুন ২০১৮, আয়ারল্যান্ডের বিপক্ষে ডাবলিনের মাঠে প্রথম বলেই ০ রানে সাজঘরে ফিরেছিলেন বিরাট কোহলি
২৯ জুন ২০১৮, আয়ারল্যান্ডের বিপক্ষে ডাবলিনের মাঠেই ৮ বলে ৯ রান করে সাজঘরে ফিরেছিলেন
এবার টি২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে নিউ ইয়র্কে ৫ বলে ১ রান করে সাজঘরে ফিরলেন বিরাট
আরও পড়ুন-ক্রস ভোটিং,দলীয় কোন্দলে হার প্যারালিম্পিক্সে জোড়া স্বর্ণপদকজয়ী দেবেন্দ্র ঝাঝারিয়ার
বিরাট কোহলি রানের মধ্যে না থাকলেও প্রথম ম্যাচ থেকেই ঋষভ পন্ত রানের মধ্যে থাকায় টিম ইন্ডিয়ার ব্যাটিং ভারসাম্য নষ্ট হয়নি। কারণ বিরাটের পজিশন অর্থাৎ তিন নম্বরে এসে পন্ত দায়িত্ব নিয়েই দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। একটা আধটা ম্যাচ বিরাটের খারাপ যেতেই পারে, সেক্ষেত্রে দলের বাকিরা যে ওপেনিংয়ের ব্যর্থতা কাটিয়ে দিয়ে সক্ষম, সেটাই বুঝিয়ে দিয়েছেন পন্ত। তবে পাকিস্তানের বিরুদ্ধেও এই পিচে খেলা হওয়ায়, কিছুটা অস্বস্তিতে টিম ইন্ডিয়া। অধিকাংশ সময় পাকিস্তান যেহেতু টি২০ বিশ্বকাপে ভারতের কাছে হারে ফলে তাঁদের কাছে হারানোর কিছু নেই, কিন্তু এমন পিচে ভারতীয় দলের সাধের ব্যাটিং লাইন আপ যে চ্যালেঞ্জের মুখে পড়বে পাকিস্তান পেসারদের সামনে, তা বলাই যায়। ফলে পরের ম্যাচে বিরাটকে জ্বলে উঠতেই হবে।