৪৩ বছর বয়সে শীর্ষস্তরের ক্রিকেট খেলা বিশ্বের বেশিরভাগ ক্রিকেটারের জন্য এক বিশাল চ্যালেঞ্জ। কিন্তু চেন্নাই সুপার কিংসের অভিজ্ঞ তারকা মহেন্দ্র সিং ধোনির কাছে এটি শুধুমাত্র আধুনিক যুগের ক্রিকেটের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলা। সময়ের সঙ্গে নিজেকে ‘প্রাসঙ্গিক’ রাখতেই এমনটা করছেন ধোনি। ২০১৯ সালে শেষবারের মতো আন্তর্জাতিক ম্যাচ খেলার পর থেকে ধোনি শুধুমাত্র ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) খেলছেন।
গত পাঁচ-ছয় বছর ধরে প্রতিটি IPL মরশুম শেষে ভক্তদের মনে একই প্রশ্ন আসে, ‘ধোনি কি পরের মরশুমে খেলবেন?’ পাঁচবারের IPL জয়ী অধিনায়ক কখনও ভক্তদের হতাশ করেননি। ৪৩ বছর বয়সেও তার ফিটনেস ও নমনীয়তা অকল্পনীয়তা রেখেছেন এবং আইপিএল খেলে চলেছেন।
CSK-তে কি এখনও সিদ্ধান্ত গ্রহণের ভূমিকায় ধোনি থাকেন?
গত বছর অধিনায়কত্ব ছেড়ে রুতুরাজ গায়কোয়াডের হাতে CSK-এর হাতে নেতৃত্বের দায়িত্ব তুলে দিয়েছেন। তবে অনেকেই মনে করেন এরপরও নাকি পর্দার আড়াল থেকে CSK দলের সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন মাহি। আইপিএল-এর নিলাম টেবিল থেকে সাজঘরে, এমন গুঞ্জন সর্বদাই দেখা যায়। তবে ধোনি স্পষ্ট জানিয়েছেন, তিনি বরং নিজেকে নতুনভাবে গড়ে তুলতে এবং নিজের শটগুলোকে আধুনিক T20 ক্রিকেটের সঙ্গে মানিয়ে নিতে বেশি মনোযোগ দিচ্ছেন।
মহেন্দ্র সিং ধোনি বলেন, ‘বর্তমান সময়ের ব্যাটসম্যানরা ঝুঁকি নিতে আরও বেশি প্রস্তুত। তারা বিশ্বাস করে, সঠিক ক্রিকেটিং শট খেলেও বড় শট নেওয়া সম্ভব, একইসঙ্গে তারা শট নির্বাচনে নতুন নতুন কৌশল প্রয়োগ করছে... চরম গতির বোলারদের বিরুদ্ধে রিভার্স স্কুপ, সুইপ, বা রিভার্স সুইপের মতো শট খেলা এখন সাধারণ ব্যাপার।’
আরও পড়ুন … IPL 2025: এগুলোই তাঁকে বাকিদের থেকে আলাদা করেছে… কোহলিকে নিয়ে প্রথমবার মুখ খুললেন ধোনি
২০০৮ থেকে এখন পর্যন্ত IPL অনেক পরিবর্তন হয়েছে- ধোনি
CSK-র IPL 2025-এ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জয়ের পর জিওস্টার-কে দেওয়া এক সাক্ষাৎকারে ধোনি বলেন, ‘আমি আলাদা কেউ নই, আমাকেও মানিয়ে নিতে হবে। আমার যে ব্যাটিং পজিশনে ব্যাট করতে হয়, সেখানে টিকে থাকতে গেলে নিজেকে প্রাসঙ্গিক রাখতেই হবে। ২০০৮ সালে আমরা যেভাবে টি-টোয়েন্টি খেলেছি, আর গত বছর IPL-এ আমরা যেভাবে খেলেছি, তার মধ্যে বিশাল পার্থক্য রয়েছে।’
ধোনি আরও বলেন, ‘আগে ভারতের উইকেটগুলোতে প্রচুর টার্ন থাকত, পিচ দুই গতির ছিল। কিন্তু এখন উইকেট অনেক উন্নত হয়েছে, ব্যাটসম্যানদের জন্য আরও সহায়ক হয়ে উঠেছে।’
আরও পড়ুন … ভিডিয়ো: ললিপপ মুখে হেলিকপ্টার থেকে নামলেন! প্রকাশ্যে ‘রবিনহুড’ ছবির ওয়ার্নারের নতুন লুক
CSK-তে ধোনির ভূমিকা কী?
মাহি দলের সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন, এই গুঞ্জন উড়িয়ে দিয়ে ধোনি জানিয়েছেন, যদিও তিনি রুতুরাজ গায়কোয়াডের সঙ্গে আলোচনা করেন, তবে তার সিদ্ধান্ত গ্রহণে কোনও চাপ দেন না। মাহি বলেন, ‘রুতুরাজ অনেকদিন ধরেই আমাদের দলের অংশ। তার মানসিকতা খুব ভালো, সে শান্ত, স্থির। এ কারণেই আমরা তাকে অধিনায়কত্বের জন্য বেছে নিয়েছি।’
আরও পড়ুন … Tamim Iqbal Heart Attack: তামিমের হার্টে ‘রিং’ পরানো হল! CCU-তে চিকিৎসাধীন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক
ম্যাচের মাঝে মাঠে কার সিদ্ধান্ত চলে? কী বললেন ধোনি?
ধোনি আরও বলেন, ‘টুর্নামেন্ট শুরুর আগে আমি ওকে বলেছিলাম, ‘আমি যদি তোমাকে কোনও পরামর্শ দিই, তার মানে এই নয় যে তোমাকে সেটাই মানতে হবে। আমি যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করব।’ পুরো মরশুম জুড়ে অনেকে ভেবেছিল আমি নাকি ব্যাকগ্রাউন্ড থেকে সিদ্ধান্ত নিচ্ছি। কিন্তু বাস্তবতা হচ্ছে, রুতুরাজ ৯৯ শতাংশ সিদ্ধান্ত নিজেই নিয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত—বোলিং পরিবর্তন, ফিল্ডিং সেটিং—সবকিছুই তার করা। আমি শুধু তাকে সাহায্য করেছি। সে দারুণভাবে খেলোয়াড়দের সামলেছে।’