সোমবার আইকনিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত আইপিএল ২০২৫-এর ২০ নম্বর ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স (এমআই)-এর বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্সের পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) অলরাউন্ডার ক্রুণাল পান্ডিয়া জানালেন, শেষ ওভারে বল করতে নামার সময় তাঁর মাথায় কী চলছিল, যেখানে পাঁচবারের চ্যাম্পিয়ন দলটির জয়ের জন্য ১৯ রান দরকার ছিল।
এই ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জয়ের অন্যতম নায়ক ছিলেন ক্রুণাল, যিনি চারটি উইকেট নিয়েছিলেন এবং ৪৫ রান খরচ করেছিলেন। এই ম্যাচে উইল জ্যাকস, নমন ধীর, মিচেল স্যান্টনার ও দীপক চাহারের গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন ক্রুণাল পান্ডিয়া এবং শেষ ওভারে তিনটি উইকেট তুলে নিয়ে ম্যাচে নাটকীয় মোড় আনেন হার্দিকের দাদা।
ম্যাচের পর নিজের অনুভূতি শেয়ার করে ক্রুণাল পান্ডিয়া বলেন, ‘আমরা (ক্রুণাল আর হার্দিক) যেভাবে একে অপরকে ভালোবাসি, সেটা খুবই স্বাভাবিক। আমরা জানতাম, আজ একজন পান্ডিয়াই জিতবে! ও (হার্দিক) দুর্দান্ত ব্যাট করেছে, ওর জন্য খারাপ লাগছে, কিন্তু আমাদের দল জিতেছে – সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি যখন বোলিং করতে এলাম, তখন স্যান্টনার ব্যাটিং করছিল এবং লেগ সাইড ছিল ছোট। গত ১০ বছরে এখানে অনেক ম্যাচ খেলেছি, অভিজ্ঞতা তখন কাজে লাগে। একজন বোলার হিসেবে শতভাগ কমিটমেন্ট থাকা জরুরি, তাহলেই সফল হওয়া যায়।’
এরপরে ক্রুণাল পান্ডিয়া বলেন, ‘অ্যান্ডি (ফ্লাওয়ার) আর আমি লখনউ-তে দুই বছর একসঙ্গে ছিলাম, ওকে ব্যক্তিগতভাবে জানাটা ভালো লাগতো। আমরা দল হিসেবে খুব ভালো মানসিকতায় আছি। রজত (পতিদার) অসাধারণ শুরু করেছে, ওর আত্মবিশ্বাস এবং সহজভাবে জিনিসগুলো নেওয়া দারুণ। জীতেশ (শর্মা) দারুণ খেলছে, ওর ব্যাটিং অ্যাওয়ারনেস অসাধারণ। উইকেটকিপার হিসেবে তো বরাবরই দুর্দান্ত। আমি মাথা নীচু রেখেই খেলে যেতে চাই, দলকে জেতাতে চাই।’
আরও পড়ুন … এটা মোহনবাগান টাইম… মোলিনার সবুজ-মেরুন দলের সঙ্গে ফার্গুসনের ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের অবাক করা মিল!
ম্যাচ সংক্ষিপ্তসার:
টস: মুম্বই ইন্ডিয়ান্স জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
RCB-র ইনিংস:
ফিল সল্ট দ্রুত আউট হলেও বিরাট কোহলি (৪২ বলে ৬৭ রান, ৮টি চার ও ২টি ছয়) এবং দেবদূত পাডিক্কাল (২২ বলে ৩৭ রান, ২টি চার ও ৩টি ছয়) দুর্দান্ত জুটি গড়েন। এরপর অধিনায়ক রজত পতিদার (৩২ বলে ৬৪, ৫টি চার ও ৪টি ছয়) এবং জীতেশ শর্মা (১৯ বলে অপরাজিত ৪০, ২টি চার ও ৪টি ছয়) রানের গতি বজায় রাখেন। আরসিবি শেষ পর্যন্ত স্কোর বোর্ডে ৫ উইকেটের বিনিময়ে ২২১ রান তোলে।
MI-এর বোলিং:
হার্দিক পান্ডিয়া (২/৪৫) ও ট্রেন্ট বোল্ট (২/৫৭) উইকেট পেলেও বেশ রান দেন। চোট কাটিয়ে ফেরা বুমরাহ ৪ ওভারে ২৯ রান দিয়ে উইকেটশূন্য থাকেন।
আরও পড়ুন … IPL 2025 KKR vs LSG: দুই দলের সম্ভাব্য একাদশ থেকে আবহাওয়া ও পিচ রিপোর্ট, হেড-টু-হেডের লড়াইয়ে এগিয়ে কারা
মুম্বইয়ের রান তাড়া:
১২ ওভারে স্কোর ছিল ৯৯/৪। এরপর তিলক বর্মা (২৯ বলে ৫৬, ৪টি চার ও ৪টি ছয়) এবং হার্দিক পান্ডিয়া (১৫ বলে ৪২, ৩টি চার ও ৪টি ছয়) মিলে ৮৯ রানের ঝড়ো পার্টনারশিপ গড়ে ম্যাচটা প্রায় তাদের দিকে নিয়ে যাচ্ছিলেন।
কিন্তু শেষ পর্যন্ত ক্রুণাল পান্ডিয়া (৪/৪৫), জোশ হেজেলউড (২/৩৭) এবং ভুবনেশ্বর কুমার (১/৪৮) সময়মতো উইকেট তুলে নিয়ে আরসিবিকে ১২ রানে জয় এনে দেন।
আরও পড়ুন … IPL 2025: কোহলিকে দেখে ওয়াংখেড়ের বিরাট গর্জন! ‘শোর মিটার’-এ উঠল ১৩৮ ডেসিবেল