রবিবার (২৭ এপ্রিল) ছিল আইপিএল ২০২৫-এর ডাবল হেডারের ম্যাচ। আর এই দুই ম্যাচের পর পয়েন্ট টেবলের উপরের সারির দলগুলোর মধ্যে প্রচুর অদল বদল ঘটল। এদিন ঘরের মাঠ ওয়াংখেড়েতে লখনউ সুপার জায়ান্টসকে ৫৪ রানে হারিয়ে বড় অক্সিজেন পায় মুম্বই ইন্ডিয়ান্স। তারা পাঁচ থেকে এক লাফে সোজা তিনে উঠে আসে। সেই সঙ্গে প্লে-অফের লড়াইয়ে এখন বড় দাবীদার হয়ে উঠেছেন হার্দিক পান্ডিয়ারা। এদিকে ম্যাচ হেরেও লখনউ সুপার জায়ান্টস থাকল ছয় নম্বরেই।
এদিন আইপিএলের দ্বিতীয় ম্যাচে আবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কোটলায় গিয়ে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে বদলা নিল। চিন্নাস্বামীতে গিয়ে দিল্লির দল আরসিবি-কে হারিয়ে এসেছিল। এদিন সেই বদলাই পূরণ করেন বিরাট কোহলিরা। আর এই ম্যাচ জেতার সঙ্গে সঙ্গে ফের তারা আইপিএল পয়েন্ট টেবলের শীর্ষে উঠে এল। ১০ ম্যাচে তাদের এখন ১৪ পয়েন্ট। কার্যত আইপিএলের প্লে-অফ পাকাই করে ফেলল আরসিবি। বেঙ্গালুরুর দল শীর্ষে ওঠায় দুইয়ে নেমে গেল গুজরাট টাইটান্স। এদিকে আরসিবি-র কাছে হেরে বড় ধাক্কা খেল দিল্লি ক্যাপিটালস। তারা দুই নম্বর থেকে নেমে গেল সোজা চার নম্বরে।
আরও পড়ুন: IPL 2025-এ বল হাতে সেঞ্চুরি করে তাক লাগালেন হেজেলউড, DC-র বিরুদ্ধে ম্যাচে প্রথম নো-বল হল RCB-র তরফে
আইপিএল ২০২৫-এর পয়েন্ট টেবলের সর্বশেষ আপডেট:
১) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু- ১০ ম্যাচে ৭টি জয়, ৩টি হার, ১৪ পয়েন্ট (নেট রানরেট +০.৫২১)
২) গুজরাট টাইটান্স- ৮ ম্যাচে ৬টি জয়, ২টি হার, ১২ পয়েন্ট (নেট রানরেট +১.১০৪)
৩) মুম্বই ইন্ডিয়ান্স- ১০ ম্যাচে ৬টি জয়, ৪টি হার, ১২ পয়েন্ট (নেট রানরেট +০.৮৮৯)
৪) দিল্লি ক্যাপিটালস- ৯ ম্যাচে ৬টি জয়, ৩টি হার, ১২ পয়েন্ট (নেট রানরেট +০.৪৮২)
৫) পঞ্জাব কিংস- ৯ ম্যাচে ৫টি জয়, ৩টি হার, রেজাল্ট হয়নি ১ ম্যাচে, ১১ পয়েন্ট (নেট রানরেট +০.১৭৭)
৬) লখনউ সুপার জায়ান্টস- ১০ ম্যাচে ৫টি জয়, ৫টি হার, ১০ পয়েন্ট (নেট রানরেট -০.৩২৫)
৭) কলকাতা নাইট রাইডার্স- ৯ ম্যাচে ৩টি জয়, ৫টি হার, রেজাল্ট হয়নি ১ ম্যাচে, ৭ পয়েন্ট (নেট রানরেট +০.২১২)
৮) সানরাইজার্স হায়দরাবাদ- ৯ ম্যাচে ৩টি জয়, ৫টি হার, ৬ পয়েন্ট (নেট রানরেট -১.১০৩)
৯) রাজস্থান রয়্যালস- ৯ ম্যাচে ২টি জয়, ৭টি হার, ৪ পয়েন্ট (নেট রানরেট -০.৬২৫)
১০) চেন্নাই সুপার কিংস- ৯ ম্যাচে ২টি জয়, ৭টি হার, ৪ পয়েন্ট (নেট রানরেট -১.৩০২)