সুনীল নারিনের থেকে বোলিংয়ের নতুন কৌশল শিখেছেন কুলদীপ যাদব। KKR-এর প্রাক্তনীর গলায় নারিনের প্রশংসা। ভারতের দুর্দান্ত স্পিনার কুলদীপ যাদব আইপিএল ২০২৫ চলাকালীন ক্যারিবিয়ান তারকা অলরাউন্ডার সুনীল নারিনের প্রশংসা করেছেন। কুলদীপ যাদব স্বীকার করেছেন যে নারিন তাকে ‘লেংথ বল করা’ কতটা গুরুত্বপূর্ণ তা শিখিয়েছেন।
এটাই কুলদীপ যাদবকে আরও কার্যকর স্পিনার হতে সাহায্য করেছে। কুলদীপ যাদব বর্তমানে দিল্লি ক্যাপিটালস (DC)-এর অংশ, আর ৩৬ বছর বয়সি সুনীল নারিন খেলছেন কলকাতা নাইট রাইডার্স (KKR)-এর হয়ে। যদিও তারা দীর্ঘ সময় KKR-এর জার্সিতে একসঙ্গে খেলেছেন।
আরও পড়ুন … IPL 2025: নতুন ভেন্যু খুঁজছে SRH! HCA-র বিরুদ্ধে হুমকি ও ব্ল্যাকমেইলের অভিযোগ করল সানরাইজার্স
KKR-এ থাকার সময় আমি নারিনের কাছ থেকে অনেক কিছু শিখেছি - কুলদীপ যাদব
কুলদীপ যাদব সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ জয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন। নারিনকে নিয়ে কথা বলতে গিয়ে কুলদীপ বলেন, ‘নারিন সময়ের থেকে এগিয়ে ছিলেন।’ 'জিও হটস্টার'-কে দেওয়া এক সাক্ষাৎকারে কুলদীপ যাদব বলেন, ‘একজন বোলার হিসেবে আপনাকে সবসময় প্রতিপক্ষের উপর প্রভাব বিস্তার করার চেষ্টা করতে হবে। জসপ্রীত বুমরাহ ও সুনীল নারিনের মতো খেলোয়াড়রা বারবার তা করে দেখিয়েছেন। KKR-এ থাকার সময় আমি নারিনের কাছ থেকে অনেক কিছু শিখেছি। তিনি তার সময়ের থেকে অনেকটা এগিয়ে ছিলেন। তিনি সবসময় আমায় লেংথ বোলিংয়ের গুরুত্ব বুঝিয়েছেন।’
আরও পড়ুন … IPL 2025: কে কী বলল তাতে আমার কি, আমি BCCI-র নিয়ম মেনে চলি… ইডেনের পিচ বিতর্কে পাল্টা দিলেন সুজন
সুনীল নারিনের পরামর্শ আমার জীবনে বড় পজিটিভ প্রভাব ফেলেছে- কুলদীপ যাদব
কুলদীপ যাদব আরও যোগ করে বলেন, ‘সেই সময় আমি মনে করতাম আমার শুধু নিজের স্কিলের উপর নির্ভর করলেই হবে। কিন্তু এখন বুঝি, নারিন একদম ঠিক বলেছিলেন। চোট থেকে ফেরার পর আমি আমার লেংথ নিয়ে অনেক বেশি কাজ করেছি এবং এর বড় ইতিবাচক প্রভাব পড়েছে।’
আরও পড়ুন … IPL 2025: MI ম্যাচের আগে মেসিকে কপি করলেন রিঙ্কু! সতীর্থের অবস্থা দেখে হেসে ফেললেন KKR তারকা হর্ষিত
‘আইপিএল বোলারদের জন্য কঠিন প্রতিযোগিতা’- কুলদীপ যাদব
কুলদীপ যাদব চলতি আইপিএল আসরে লখনউ সুপার জায়ান্টসের (LSG) বিরুদ্ধে দিল্লির এক উইকেটের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সেই ম্যাচে তিনি ২টি উইকেট শিকার করেছিলেন। আইপিএলে ভালো ইকোনমি রেট ধরে রাখা যে কঠিন, সে কথাও স্বীকার করেছেন কুলদীপ। ভারতের এই স্পিনার বলেন, ‘আইপিএল বোলারদের জন্য অত্যন্ত কঠিন - এটি খুবই প্রতিযোগিতামূলক। আপনি উইকেট পেতে পারেন, তবে সবসময় ছয় বা সাত রান প্রতি ওভারে ইকোনমি রেট ধরে রাখা সম্ভব নয়। এখানে উচ্চমানের ব্যাটসম্যানরা খেলে, তাই এটি সত্যিই চ্যালেঞ্জিং একটি ফরম্যাট।’