আইপিএল ২০২৪-এর ১২টি ম্যাচ খেলা হয়ে গিয়েছে গুজরাট টাইটানসের। মোটে ৫টি ম্যাচে জয় তুলে নিয়েছেন শুভমন গিলরা। ১০ পয়েন্ট নিয়ে আপাতত লিগ টেবিলের আট নম্বরে অবস্থান করছে গুজরাট। যদিও এখনও তারা প্লে-অফের লড়াই থেকে ছিটকে যায়নি। টাইটানস খাতায়-কলমে টিকে রয়েছে শেষ চারের দৌড়ে।
অবশ্য শেষ ২টি ম্যাচ জিতলেও প্লে-অফের টিকিট নিশ্চিত নয় গুজরাটের। সেক্ষেত্রে নেট রান-রেটের অঙ্কে মাপা হতে পারে টাইটানসকে। তবে সবার আগে শুভমন গিলদের জিততেই হবে শেষ ২টি ম্যাচ। এমন শিরে সংক্রান্তি অবস্থায় টাইটানস তাদের স্কোয়াডে রদবদল করল। ছিটকে যাওয়া সুশান্ত মিশ্রর বদলে আনকোরা ভারতীয় পেসারকে দলে নিল গুজরাট।
টাইটানস সুশান্তের বদলে দলে নেয় পঞ্জাবের ডানহাতি পেসার গুরনূর ব্রারকে। ঝাড়খণ্ডের সুশান্ত মিশ্রকে গত আইপিএল নিলাম থেকে ২ কোটি ২০ লক্ষ টাকার বড় অঙ্কে দলে নেয় গুজরাট টাইটানস। যদিও চলতি আইপিএলে ২৩ বছরের বাঁ-হাতি পেসারকে মাঠে নামাতে পারেনি টাইটানস। এবার তাঁর বদলে ৫০ লক্ষ টাকা দিয়ে ২৩ বছরের গুরনূরকে সই করায় গুজরাট।
গুরনূর আগে থেকেই সাপোর্ট বোলার হিসেবে গুজরাট শিবিরের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি এর আগে ২০২৩ সালে পঞ্জাব কিংসের হয়ে ১টি আইপিএল ম্যাচে মাঠে নেমেছেন। সেই ম্যাচে ৩ ওভার বল করে ৪২ রান খরচ করেন গুরনূর। কোনও উইকেট পাননি তিনি।
গুরনূর ব্রার এখনও পর্যন্ত তাঁর রাজ্যদল পঞ্জাবের হয়ে ৫টি ফার্স্ট ক্লাস ও ১টি লিস্ট-এ ম্যাচে মাঠে নেমেছেন। ফার্স্ট ক্লাস ক্রিকেটে ৭টি ও লিস্ট-এ ক্রিকেটে ১টি উইকেট নিয়েছেন তিনি। গুরনূর সিনিয়র পর্যায়ে টি-২০ খেলেছেন কেবল একটিই। সেটি আইপিএলের মঞ্চেই। সুতরাং, টি-২০ ক্রিকেটে নিতান্ত আনকোরা তিনি।
আরও পড়ুন:- একটি মাঠে দ্রুততম ১০০০ রান, গেইল-বাবরদের T20 রেকর্ড ভাঙলেন শুভমন গিল
গুজরাট টাইটানসের লিগ পর্বের ২টি ম্যাচ বাকি রয়েছে। তারা ১৩ মে ঘরের মাঠ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে লড়াইয়ে নামবে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে। নিজেদের ডেরায় সেটিই হতে চলেছে চলতি আইপিএলে টাইটানসের শেষ ম্যাচ। উল্লেখ্য, এই ম্যাচে গুজরাট মাঠে নামবে ল্যাভেন্ডার জার্সিতে।
পরে ১৬ মে উপ্পলে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ দিয়ে লিগের অভিযান শেষ করবেন শুভমন গিলরা। শেষমেশ প্লে-অফের যোগ্যতা অর্জন করতে না পারলে হায়দরাবাদেই আইপিএল ২০২৪ অভিযান শেষ করতে হবে গতবারের রানার্স গুজরাট টাইটানসকে।