দলীপ ট্রফিতে তৃতীয় দিনের শুরুতে ১২৯ রানে প্রথম উইকেট হারায় ইন্ডিয়া বি, এরপর ১৯৪ রানের মধ্যেই হারায় পাঁচ উইকেট। ইন্ডিয়া সির বোলাররা পরপর আউট করলেও, উইকেট আঁকড়ে পড়ে থাকেন অধিনায়ক অভিমন্যু,আর তাতেই লড়াইয়ের জায়গা পায় তাঁর দল। ১৭৮ বলে নিজের শতরান পূরণ করেন তিনি। দু রান নিয়ে নিজের সেঞ্চুরি করেন ঈশ্বরণ
শতরান করলেন অভিমন্যু ঈশ্বরন। ফাইল (ছবি-পিটিআই)
দলীপ ট্রফির ম্যাচে দুরন্ত শতরান করলেন বাংলার হয়ে খেলা অভিমন্যু ঈশ্বরণ। দল এখনও খাদের কিনারাতেই রয়েছে। একাই লড়েছেন বাংলা দলের প্রাক্তন অধিনায়ক। দলীপ ট্রফিতে ইন্ডিয়া বি দলের হয়ে খেলছেন এই বাঁহাতি ওপেনার। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ইন্ডিয়া সি দল বিশাল ৫২৫ রান তোলে। বোলাররা সেভাবে নজর কাড়তে পারেনি ঈশ্বরণের দলের হয়ে। ব্যাট করতে নেমে অনন্তপুরের স্টেডিয়ামে কোথায় আরেকটু ধীরে সুস্থে খেলবে ইন্ডিয়া বি দলের ব্যাটাররা, সেখানে তাঁরা একের পর এক উইকেট ছুঁড়ে দিয়ে এসেছেন। যার ফলে বেজায় চাপে পড়ে যায় ইন্ডিয়া বি দল। তবে মানব সুতার, সন্দীপ ওয়ারিয়র, অংশুল কম্বোজদের চক্রব্যুহের মধ্যেও একাই লড়ে গেলেন বাংলার অভিমন্যু। প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন ইন্ডিয়া সির অংশুল কম্বোজ।
ইন্ডিয়া সি দলের বিরুদ্ধে অধিনায়কচিত ইনিংস খেললেন অভিমন্যু ঈশ্বরণ। ১২৯ রানে ইন্ডিয়া বি দলের প্রথম উইকেট পড়েছিল দিনের শুরুতে, এরপর ১৯৪ রানের মধ্যেই হারায় পাঁচ উইকেট। কিছুক্ষণ পরই আউট হন ওয়াসিংসটন সুন্দর। যখন একে একে অপর এন্ড থেকে পরপর উইকেট হারাতে থাকল দলের বাকি ব্যাটাররা, তখনই উইকেট আঁকড়ে পড়ে থাকলেন অধিনায়ক অভিমন্যু, আর তাতেই অন্তত লড়াইয়ের জায়গা পেল দল। ১৭৮ বলে নিজের শতরান পূরণ করেন তিনি। দু রান নিয়ে নিজের সেঞ্চুরি পান ঈশ্বরণ।
ওপেনার নায়ারন জগদীশন ছাড়া আর কেউ তেমন রান পাননি। তিনি ৭০ রানে আউট হয়েছিল। এরপর শতরান করেন অভিমন্যু ঈশ্বরণ। ঠান্ডা মাথায় ম্যাচ বাঁচানোর লড়াই চালিয়ে যান ইন্ডিয়া বি দলের অধিনায়ক। দলে সরফরাজ খান, রিঙ্কু সিং, মুশির খান, নীতীশ কুমার রেড্ডিরা থাকলেও সকলেই ডাহা ফেল করলেন। কিন্তু সেই ব্যর্থতার লজ্জা অনেকটাই ঢাকা পড়ল অভিমন্যুর ব্যাটে। নাহলেও আরও লজ্জা অপেক্ষা করতে পারত দলের।
গত ম্যাচে ইন্ডিয়া এ দলের বিরুদ্ধে বেশ ভালোই খেলেছিল ইন্ডিয়া বি দল। মুশির খানের অনবদ্য ইনিংসেই জয়ের দোরগোড়ায় পৌঁছে গেছিল ঈশ্বরণের দল। তবে অনন্তপুরে একদমই ছন্দে দেখা গেল না মুশির, সরফরাজদের। দলীপ সুযোগ পেলেও ব্যাট হাতে তেমন কামাল দেখাতে ব্যর্থ হলেন নাইট রাইডার্সের ক্রিকেটার রিঙ্কু সিং।