বাংলা নিউজ > ক্রিকেট > IND vs ENG 5th Test: ধরমশালা টেস্টের প্রথম দিনই বৃষ্টি হতে পারে, বাকি দিনের পূর্বাভাস কী বলছে?
পরবর্তী খবর
IND vs ENG 5th Test: ধরমশালা টেস্টের প্রথম দিনই বৃষ্টি হতে পারে, বাকি দিনের পূর্বাভাস কী বলছে?
1 মিনিটে পড়ুন Updated: 06 Mar 2024, 08:14 PM ISTTania Roy
বৃষ্টির জেরে টেস্টের প্রথম দিনটাই ভেস্তে যেতে পারে। কারণ আবহাওয়ার পূর্বাভাস বলছে যে, এখানে সকাল বেলায় বেশ ভালো ঠাণ্ডা থাকবে। তার উপর টেস্টের প্রথম দিনই বৃষ্টি সমস্যা তৈরি করতে পারে। বাকি দিনগুলোর হালও কি একই থাকবে?
ধরমশালা টেস্টে কি বৃষ্টি ভিলেন হবে?
রোহিত শর্মা এবং তাঁর দল ধরমশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম তথা শেষ টেস্ট ম্যাচটি খেলতে নামছে। তবে ভারত ইতিমধ্যে পাঁচ ম্যাচের সিরিজ ৩-১ জিতে গিয়েছে। তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবলে এই ম্যাচের গুরুত্ব আলাদা।
হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (HPCA) স্টেডিয়ামটির প্রাকৃতিক শোভা অতুলনীয়। পাহাড়ে ঢাকা বিশ্বের সবচেয়ে সুন্দর স্টেডিয়ামগুলির মধ্যে এটি একটি। এদিকে দুই দলের জন্য একটি কঠিন চ্যালেঞ্জ থাকবে, বিশেষ করে ভারতীয় দলের জন্য, ধরমশালায় ঠান্ডা পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়া।
বৃষ্টির জেরে টেস্টের প্রথম দিনটাই ভেস্তে যেতে পারে। কারণ আবহাওয়ার পূর্বাভাস বলছে যে, এখানে সকাল বেলায় বেশ ভালো ঠাণ্ডা থাকবে। তার উপর বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। টসে জেতাটা বড় বিষয় হতে পারে। টসের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দুই দলের অধিনায়কই আবহাওয়ার কথা আগে মাথায় রাখবেন। আবহাওয়া খেলোয়াড়দের জন্য সমস্যা তৈরি করতে পারে। বিকেলে বজ্রবৃষ্টিরও পূর্বাভাস রয়েছে। তবে পরের তিন দিন আবার রৌদ্রোজ্জ্বল থাকবে বলে আশা করা হচ্ছে। কিন্তু শেষ দিনে আবার, বৃষ্টি প্রত্যাবর্তন করতে পারে। কারণ ১১ মার্চ সোমবার ধরমশালায় ৯৯ শতাংশ মেঘের আবরণ থাকবে বলে আশা করা হচ্ছে।
ইংল্যান্ডের প্লেয়িং ইলেভেন
ইংল্যান্ড ইতিমধ্যেই চূড়ান্ত টেস্টের জন্য তাদের একাদশ ঘোষণা করে দিয়েছে। পঞ্চম টেস্টে অলি রবিনসনের জায়গায় দলে ঢুকেছেন মার্ক উড। মেঘাচ্ছন্ন অবস্থায় ভারতীয় ব্যাটসম্যানদের চাপে ফেলে দিতে পারেন এই বিধ্বংসী পেসার।
রাঁচিতে চতুর্থ টেস্টে রবিনসন রোনও উইকেট পাননি। যে কারণে নিজের জায়দা তিনি হারিয়েছেন। পেস আক্রমণে জেমস অ্যান্ডারসনের সঙ্গে উড যোগ দেবেন। এদিকে তরুণ টম হার্টলি এবং শোয়েব বশির স্পিনের ভার কাঁধে নেবেন। আর জো রুট তো রয়েছেনই। তিনি তাঁর অফ স্পিন দিয়ে পঞ্চম বোলিং বিকল্প হবেন।
ভারতের একাদশ কী হতে পারে?
ভারত এখনও তাদের দল ঘোষণা করেনি। তবে তাদের দলেও পরিবর্তন হতে পারে। কারণ জসপ্রীত বুমরাহ পঞ্চম টেস্টে দলে ফিরবেন। কুলদীপ যাদবের জায়গায় লাইন আপে তিনি ফিরবেন বলে আশা করা হচ্ছে। তিন স্পিনার খেললে, বাদ পড়বেন আকাশ দীপ। তিন সিমারে খেললে, কুলদীপ যাদবকে বাদ দেওয়া হচে পারে। এদিকে রজত পতিদারের একাদশে থাকা নিয়ে প্রশ্ন উঠলেও, সম্ভবত তাঁকে ধরমশালা টেস্টে দলে রাখা হতে পারে।