কিছুদিন আগেই পুত্রবধূ রিভাবার বিরুদ্ধে বিস্ফোরক সব অভিযোগ এনেছিলেন ভারতের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার বাবা অনিরুদ্ধ সিং জাদেজা। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারের মাধ্যমে গার্হ্যস্থ ঝামেলা প্রকাশ্যে এনেছিলেন অনিরুদ্ধ সিং। তাঁদের সংসারের ভাঙন এবং ছেলের সঙ্গে সম্পর্কে ফাটলের জন্য সরাসরি পুত্রবধূ রিভাবাকেই দায়ী করেছিলেন জাড্ডুর বাবা। তবে স্ত্রী-র সম্মান রক্ষা করতে পাশে দাঁড়ান জাদেজা। রবিবার রাজকোট টেস্টে ম্যাচের সেরার পুরস্কার পেয়ে, তা স্ত্রীকে উৎসর্গ করে আরও একবার রিভাবাকে সম্মানিত করলেন জাড্ডু। মান রাখলেন স্ত্রী-র।
আরও পড়ুন: পঞ্জাবকে নাস্তানাবুদ করে হারিয়ে ৭ বছর পর রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে সাই কিশোরের তামিলনাড়ু
রোজকোটে যশস্বীর দুরন্ত দ্বিশতরানের পরেও, রবীন্দ্র জাদেজার অলরাউন্ড পারফরম্যান্সের জেরে তাঁকেই ম্যাচের সেরা নির্বাচিত করা হয়। জাদেজা দলের খারাপ সময়ে ক্রিজে টিকে থেকে ভারত অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে লড়াই করে ভারতকে শক্তিশালী জায়গায় পৌঁছে দেন। পাঁচে নেমে ১১২ রানের গুরুত্বপূর্ণ একটি ইনিংস খেলেন। ভারতের দ্বিতীয় ইনিংসে অবশ্য জাদেজাকে ব্যাট করতে নামতে হয়নি। ইংল্যান্ডের প্রথম ইনিংসে জাদেজা ২ উইকেট নিয়েছিলেন এবং তাদের দ্বিতীয় ইনিংসে একাই ৫ উইকেট নিয়ে ব্রিটিশদের ভিত নড়িয়ে দেন। স্বাভাবিক ভাবেই তাঁর এই অলরাউন্ড পারফরম্যান্সের জন্য তাঁর হাতেই তুলে দেওয়া হয় ম্যাচের সেরার পুরস্কার।
আরও পড়ুন: ওকে নিয়ে কিছু বলতে চাই না- বোলারদের প্রশংসায় পঞ্চমুখ হলেও, যশস্বী প্রসঙ্গেই মুখ কুলুপ রোহিতের, হঠাৎ কী ঘটল?