ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজের তৃতীয় ম্যাচে ২৬ রানে জয় পেয়েছে ইংল্যান্ড। টানা ২ ম্যাচে পরাজয়ের পর অবশেষে রাজকোটে ঘুরে দাঁড়ায় বাটলাররা। বল এবং ব্যাট- উভয় বিভাগে ভালো পারফরম্যান্স করেছে এদিন ইংল্যান্ড। লড়াই করলেও শেষে হার শিকার করতে হয় ভারতকে। যদিও এখনও সিরিজে এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়াই। বর্তমানে ৫ ম্যাচের সিরিজের ফলাফল ২-১। আগের দুটি ম্যাচের মতো মঙ্গলবারও টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল ভারত। ওপেন করতে নেমে প্রথম দুটি ম্যাচে ব্যর্থ হলেও এদিন বিধ্বংসী মেজাজে ব্যাট করেন ইংল্যান্ডের ব্যাটসম্যান বেন ডাকেট।
ফিল সল্ট সস্তায় সাজঘরে ফিরতে অধিনায়ক জোস বাটলারকে সঙ্গে নিয়ে দলকে ভালো জায়গায় নিয়ে যান তিনি। পাওয়ার প্লে-তে ঝড় তোলেন ব্রিটিশ তারকা। শেষমেশ ব্যক্তিগত ভাবে ২৮ বলে ৫১ রান করেন তিনি। মারেন ৭টি চার এবং ২টি ছয়। তাঁর এই ইনিংস ইংল্যান্ডের ম্যাচ জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দিনের শেষে নিজের ইনিংস নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, ‘মিথ্যা বলব না, গত দুই ম্যাচে রান না পেয়ে চাপ লাগছিল। এই ইনিংসটা যথেষ্ট স্বস্তির। তবে নিজের উপর বিশ্বাস রেখেছিলাম। আত্মবিশ্বাসের সঙ্গে শট খেলছিলাম। সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ।’ তিনি আরও বলেন, ‘প্রথম দু’টি ম্যাচে রান না পেলেও আমি নিজের খেলা উপভোগ করি, এটাই টি-২০ ক্রিকেট। আমি নিজের খেলার উপর বিশ্বাস রেখেছিলাম।’
সাধারণত ইংল্যান্ডের হয়ে নিয়মিত ওপেন করেন না বেন ডাকেট। তবে এই পজিশনে ব্যাটিং করায় তাঁর কাছে সুযোগ বেশি রয়েছে বলে মনে করেন এই ইংল্যান্ডের ব্যাটসম্যান। তিনি বলেন, ‘আমি ঠিক এটাই করতে চাইছিলাম। আমি কোনও একটা নির্দিষ্ট পজিশনে স্থির থাকতে চাই না। আমি এখনও আন্তর্জাতিক ক্রিকেটে শিখছি। আমি আজ যেটা করেছি, সেটা আমি জানতাম। আমি শুধু জানতাম পাওয়ার প্লেতে আমাকে রান করতে হবে।’ উল্লেখ্য, প্রথমে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৭১ রান তোলে ইংল্যান্ড। হাফ সেঞ্চুরি করেন বেন ডাকেট। ভারতের হয়ে বল হাতে ২৪ রান দিয়ে ৫ উইকেট নেন বরুণ চক্রবর্তী। জবাবে রান তাড়া করতে নেমে ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৪৫ রান তোলে ভারত। ব্যাট হাতে একমাত্র উল্লেখযোগ্য পারফরম্যান্স করেন হার্দিক পান্ডিয়া। ৩৫ বলে ৪৫ করেছিলেন তিনি।