পরিস্থিতির চাপে মাথা নোয়াতেই হতো পাকিস্তান ক্রিকেট বোর্ডকে। ঠিক যেমনটা গত এশিয়া কাপ আয়োজনের সময় করতে হয়েছিল তাদের। তবে পিসিবি এক্ষেত্রে ছেঁড়া জালে যা আসে, সংগ্রহ করে নিতে তৎপর ছিল। পাকিস্তান ক্রিকেট বোর্ড নিজেদের আর্থিক লভ্যাংশের দিকে তাকিয়েই কয়েকটি শর্ত রাখে আইসিসির কাছে, যা শেষমেশ গ্রহণযোগ্য মনে হয় আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার।
প্রথমত, বিসিসিআই যে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে দল পাঠাবে না, সেটা ভালো মতোই জানত পাকিস্তান ক্রিকেট বোর্ড। তাই হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন ছাড়া কোনও উপায়ও ছিল না তাদের কাছে। তবু তারা আলাদা করে ত্রিদেশিয় সিরিজ আয়োজন করে ক্ষতিপূরণের দাবি রাখে আইসিসির সামনে। সেই সঙ্গে ভারতে আয়োজিত আইসিসি ইভেন্টেও তারা দল পাঠাবে না বলে জানিয়ে দেয়।
আইসিসি শেষমেশ ঝামেলা এড়াতে সিদ্ধান্ত নেয় যে, ভারত ও পাকিস্তানে আইসিসি ইভেন্ট আয়োজিত হলে তা হাই-ব্রিড মডেলেই আয়োজন করা হবে। সেই মতো স্থির হয়ে যায় যে, ২০২৫-এর শুরুতেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করা হবে হাইব্রিড মডেলে। অর্থাৎ, ভারত তাদের ম্যাচগুলি খেলবে নিরপেক্ষ কেন্দ্রে। টুর্নামেন্টের বাকি ম্যাচগুলি আয়োজিত হবে পাকিস্তানে।
২০২৫-এর শুরুতেই চ্যাম্পিয়ন্স ট্রফি ২টি দেশে আয়োজিত হবে এটা আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। তবে ভারত তাদের ম্যাচগুলি কোথায় খেলবে, সেটা জানা যায়নি এতদিন। অবশেষে ইঙ্গিত মিলল যে, কোথায় আয়োজিত হবে টিম ইন্ডিয়ার ম্যাচগুলি।
কোথায় অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফির ভারতের ম্যাচগুলি?
প্রত্যাশিতভাবেই আমিরশাহিতে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফির ভারতের ম্যাচগুলি। এক্ষেত্রে দুবাইকে বেছে নেওয়া হয়েছে নিরপেক্ষ কেন্দ্র হিসেবে, এমনটাই খবর RevSportz-এর। অর্থাৎ, ভারত-পাক মহারণ-সহ টুর্নামেন্টে টিম ইন্ডিয়ার সব ম্যাচ খেলা হবে ঐতিহ্যশালী দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেবে মোট ৮টি দল। ৮টি দলকে ২টি গ্রুপে ভাগ করা হয়েছে। ভারত ও পাকিস্তান টুর্নামেন্টের একই গ্রুপে রয়েছে। এছাড়া এই গ্রুপে রয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। অন্য গ্রুপে রয়েছে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।
খসড় সূচি অনুযায়ী ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরু করবে ভারত। ২৩ ফেব্রুয়ারি দুবাইয়েই খেলা হবে ভারত-পাকিস্তান হাই-ভোল্টেজ ম্যাচ। ২ মার্চ লিগের শেষ ম্যাচে ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড।