বার্বাডোজের সিঁড়ি দিয়ে উঠছেন বিরাট কোহলি। চোখে জল। সেইসময় সিঁড়ি থেকে নামছিলেন রোহিত শর্মা। নিজের সহযোদ্ধা, নিজের বন্ধু বিরাটকে দেখে তাঁকে কাছে টেনে নেন। দু'হাত বাড়িয়ে বিরাটকে বুকে জড়িয়ে ধরেন ভারতীয় অধিনায়ক। তারপর দু'জনে একে অপরের পিঠ চাপড়ে দেন। মুখে একটা কথাও বলেননি তাঁরা। কিন্তু ওই আলিঙ্গনটা ভারতীয় ক্রিকেটের ইতিহাসে ঠাঁই পেয়ে গিয়েছে। দু'জনেই যেন দু'জনের কাছে নিজেকে সঁপে দিয়েছিলেন। আর বৃহস্পতিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে দাঁড়িয়ে সেই আলিঙ্গন নিয়ে মুখ খুললেন বিরাট। তিনি বলেন, ‘(টি-টোয়েন্টি বিশ্বকাপ) জয়ের পরে যখন আমি সিঁড়ি দিয়ে উঠছিলাম, তখন আমি কাঁদছিলাম। রোহিতও কাঁদছিল। আমরা জীবনে ওই মুহূর্তটা ভুলব না।’
রোহিত-বিরাটের মহাকাব্যে শুধু আবেগ আর ভালোবাসা
শুধু রোহিত বা বিরাট নন, ওই মুহূর্তটা কেউ ভুলবেন না। আর আজ বিরাটের কথায় আরও আবেগে ভেসে গিয়েছেন ভারতীয় ক্রিকেট ভক্তরা। ‘রো-কো’ জুটির মধ্যে যে কতটা আবেগ, ভালোবাসা, সম্মান আছে, সেটা আরও একবার বুঝিয়ে দেন বিরাট। তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা এটা পাওয়ার (বিশ্বকাপ জয়ের) চেষ্টা করছি। আমরা সবসময় বিশ্বকাপ জিততে চাইতাম। ওয়াংখেড়ে স্টেডিয়ামে ট্রফি ফিরিয়ে আনার অনুভূতিটা দুর্দান্ত।’
আরও পড়ুন: Man climbs on tree for India's parade: টিম ইন্ডিয়াকে দেখতে খুব উঁচু গাছে চড়েলেন ব্যক্তি! ২ হাত ছেড়ে তুললেন ছবিও
বাকিদের সরিয়ে রোহিতকে ডেকে বিশ্বকাপ নিয়ে সেলিব্রেট বিরাটের
বৃহস্পতিবার মেরিন ড্রাইভ ভিকট্রি প্যারেড করে ওয়াংখেড়ে স্টেডিয়ামে আসার সময় ছাদখোলা বাসে বিরাট এবং রোহিত একসঙ্গে বিশ্বকাপ ট্রফি তুলে সেলিব্রেট করেন। দলের অন্যরা ট্রফি নিয়ে সেলিব্রেট করছিলেন বাসের ঠিক সামনে। সেখানে দাঁড়িয়ে রোহিতকে ডেকে দেন বিরাট। তারপর দু'জনে একসঙ্গে বিশ্বকাপ ট্রফি নিয়ে সেলিব্রেট করতে থাকেন। চিৎকার করতে থাকেন দু'জনেই। একেবারে বাচ্চাদের মতো উচ্ছ্বাস প্রকাশ করতে থাকেন।
আরও পড়ুন: New Video of SKY Catch: SKY-র পা সত্যিই বাউন্ডারিতে ঠেকেছিল? নয়া ভিডিয়োয় স্পষ্ট হল পুরোটা, লাফ রোহিতের
বার্বাডোজেও রোহিতকে ডেকে নিয়ে সেলিব্রেট করেন বিরাট
রোহিত এবং বিরাটের মহাকাব্যে আরও একটা যে মুহূর্ত অমর হয়ে গিয়েছে, সেটা বার্বাডোজের একটি ঘটনা। বিশ্বকাপ জয়ের পর টিম ইন্ডিয়া ট্রফি নিয়ে ঘুরছিল। একটা সময় বিরাটের ট্রফি ছিল। বিরাট ডেকে নেন রোহিতকে। তারপর জাতীয় পতাকা জড়িয়ে নিয়ে হাতে বিশ্বকাপ ধরে ছবি তোলেন ভারতীয় ক্রিকেটের দুই মহাতারকা। যাঁরা ২০২৪ সালের ২৯ জুনের আগে কখনও একসঙ্গে বিশ্বকাপ জেতেননি।
আরও পড়ুন: Dravid sets target for Virat: কোচ না থাকলেও বিরাটকে ‘টার্গেট’ দিয়ে গেলেন দ্রাবিড়! 'রেজাল্ট' বেরোবে ১ বছর পরেই