ভারতীয় পেসার মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণা আইপিএল ২০২৫-এ গুজরাট টাইটান্সের (GT) সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। নিয়মিত বিরতিতে উইকেট নেওয়ার ক্ষেত্রে এই জুটি অগ্রণী ভূমিকা পালন করেছে। সিরাজ এখনও পর্যন্ত ১৫টি উইকেট নিয়েছেন, আর প্রসিদ্ধ কৃষ্ণা ২০টি উইকেট নিয়ে এই মরশুমে উইকেট-গ্রহণ তালিকায় শীর্ষে রয়েছেন। দলের অভিজ্ঞ পেসার ইশান্ত শর্মা জানিয়েছেন, GT-র প্রধান কোচ আশিস নেহরার দেওয়া পরামর্শ থেকে অনেকটাই লাভবান হয়েছেন এই দুই বোলার।
ইশান্ত শর্মা বলেন, ‘সিরাজ আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞ, নিজের বোলিং বোঝে। তাই নেহরা ওকে খুব বেশি কিছু পরিবর্তন করতে বলেননি। তবে ও লক্ষ্য করেছিলেন যে সিরাজ আউট-সুইং বল করতে ততটা আত্মবিশ্বাসী নয়, বরং ও ওয়াবল সিম দিয়ে বল করতে বেশি স্বচ্ছন্দ। তাই নেহরা ওকে বলেন, ‘তোমার প্রথম বলটা হবে আউট-সুইং। যখন বল সুইং করা বন্ধ করবে, তখন ওয়াবল সিমে চলে যেও। তিনি সবসময় সিরাজকে আউট-সুইং করতে বলেন।’
অভিজ্ঞ এই পেসার আরও জানান, প্রসিদ্ধকে তার ডেলিভারির লেংথ নিয়ে পরামর্শ দেন নেহরা। ইশান্ত শর্মা বলেন, ‘প্রসিদ্ধের উচ্চতা অনুযায়ী তার স্বাভাবিক লেংথ ৬ মিটার। নেহরা বলেন, ‘তোমার ডেলিভারির লেংথ একটু এগিয়ে আনতে হবে। লাল মাটিতে বল করলে ৪.৫ মিটার লেংথে বল করতে হবে। আর কালো মাটিতে বল করলে তা ৫ থেকে ৬ মিটার হওয়া উচিত।’
আরও পড়ুন … আমরা ওদের পাব না… RR vs PBKS ম্যাচে বিদেশিদের নিয়ে মুখ খুললেন পন্টিংয়ের সহকারী
তিনি আরও বলেন, ‘প্রসিদ্ধ যখন তার লেংথ নিয়ে আত্মবিশ্বাসী হয়ে ওঠে, তখন নেহরা ওকে ইয়র্কার করার পরামর্শ দেন। আমাদের কোচ বিশ্বাস করেন, যদি বল স্টাম্প লাইনের মধ্যে সঠিকভাবে করা যায়, তাহলে লেংথ বোলিংয়ের থেকে ভালো কিছু হয় না। আশু ভাই একটাই জিনিস চান, তা হল বোলারদের যেন অপ্রয়োজনীয় ভুল না হয়। তিনি চান আমরা বেসিক মেনে চলি এবং ব্যাটারদের ভালো বলেই খেলতে বাধ্য করি।’
আরও পড়ুন … কোকো গফকে হারিয়ে Italian Open জিতলেন পাওলিনি! ইতিহাসের গড়লেন ২৯ বছরের জ্যাসমিন
আইপিএল ২০২৫-এ বিরতির পরে প্রথম দিকে অনুশীলনে ফেরার মধ্যে গুজরাট টাইটান্স ছিল অন্যতম। সেই সময়কার পরিস্থিতি ও বিভ্রান্তির এক মজার ঘটনা ভাগ করে নেন ইশান্ত। তিনি বলেন, ‘সকলের ধারণা ছিল যে আইপিএল আর হবে না, কারণ প্রায় সব আন্তর্জাতিক খেলোয়াড়ই ফিরে গিয়েছিল। আমি আমার ম্যানেজারকে বলেছিলাম, ‘আমার লাগেজ আমদাবাদ থেকে কুরিয়ার করে দাও,’ কারণ আমি তখন দিল্লিতে ফিরে গিয়েছিলাম। সে জানায় যে সকলেই আবার আমদাবাদে ফিরছে। আমিও তখন ফিরে যাই।’
আরও পড়ুন … শুভমনের GT-র লক্ষ্য IPL 2025-এর প্লে-অফ! অক্ষরের DC নতুন করে শুরু করতে চায়
ইশান্ত বলেন, ‘আমরা পৌঁছানোর সঙ্গে সঙ্গে পুরো চিত্রটাই বদলে যায়। ৩৬০ ডিগ্রি পরিবর্তন। প্রথমদিকে প্রচুর ফিল্ডিং ড্রিল করানো হয় কারণ অনুশীলনে অনেক ক্যাচ পড়ে যাচ্ছিল। কোচ আমাদের উপর চাপও সৃষ্টি করেন।’ GT-র অনুশীলন নীতিকে ‘পাগলামি’ বলে বর্ণনা করেন ইশান্ত শর্মা।
৩৬ বছর বয়সি পেসার ইশান্ত শর্মা বলেন, ‘GT যেভাবে প্র্যাকটিস করে সেটা সত্যিই পাগলামি। আমরা বিকেল ৩টায় বের হই আর ফিরি রাত ১টায়। আমার স্ত্রী বহুবার বলেছে, আমরা যেন ম্যাচের থেকেও বেশি পরিশ্রম করি অনুশীলনের সময়।’ আজ রবিবার রাজস্থান রয়্যালস বনাম পাঞ্জাব কিংস ম্যাচটি দুপুর ৩:৩০-তে অনুষ্ঠিত হবে এবং দিল্লি ক্যাপিটালস বনাম গুজরাট টাইটান্স ম্যাচটি সন্ধ্যা ৭:৩০টায় শুরু হবে।