১২ বছর পর রঞ্জি ট্রফিতে ফিরেও ব্যর্থ হলেন বিরাট কোহলি। তবে বিরাটের আগমণে চলতি রঞ্জি ট্রফিতে দিল্লির জয়সূচক সমাপ্তি হল। দীর্ঘ ১২ বছরেরও বেশি সময় পর রঞ্জি ট্রফিতে ফিরে মাত্র ১৫ বল খেলে ৬ রান করেই বিদায় নেন বিরাট কোহলি। তবে তার উপস্থিতি দিল্লিকে জয়ের সঙ্গে টুর্নামেন্ট শেষ করতে সাহায্য করেছে। শনিবার অরুণ জেটলি স্টেডিয়ামে রেলওয়েজের বিরুদ্ধে ইনিংস ও ১৯ রানে জয় পায় দিল্লি।
বিরাট কোহলির প্রত্যাবর্তনকে ঘিরেই পুরো ম্যাচের উত্তেজনা তৈরি হয়েছিল, তার মাঠের প্রতিটি মুহূর্তই ছিল নজরকাড়া। তবে দিল্লির অধিনায়ক আয়ুষ বাদোনির ৯৯ রানের ইনিংস এবং শিবম শর্মার ৫/৩৩ বোলিং ফিগার সেই উন্মাদনার ছায়ায় ঢাকা পড়ে যায়, কারণ প্রায় ১২,০০০ দর্শক স্টেডিয়ামে এসেছিলেন শুধুমাত্র বিরাট কোহলিকে একঝলক দেখার জন্য। এখন প্রশ্ন হল ১৫ বল খেলে ৬ রান করে কত টাকা উপার্জন করলেন বিরাট কোহলি।
আরও পড়ুন… Womens Ashes 2025: ১৬-০! ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল অস্ট্রেলিয়া
রঞ্জি ট্রফি থেকে বিরাট কোহলি কত উপার্জন করলেন?
অনেক ভক্ত জানতে চাইছেন, দীর্ঘ ১২ বছর পর ঘরোয়া ক্রিকেটে ফেরার পর বিরাট কোহলি রঞ্জি ট্রফির এই ম্যাচ থেকে কত টাকা উপার্জন করেছেন।
বিসিসিআই-এর বেতন কাঠামো অনুযায়ী:
৪০টির বেশি প্রথম শ্রেণির ম্যাচ খেলা ক্রিকেটাররা প্রতিদিন ৬০,০০০ টাকা করে পাবেন।
২১-৪০টি এফসি ম্যাচ খেলা ক্রিকেটাররা প্রতিদিন ৫০,০০০ টাকা করে পান।
২০টির কম এফসি ম্যাচ খেলা ক্রিকেটাররা প্রতিদিন ৪০,০০০ টাকা করে পেয়ে থাকেন।
বিরাট কোহলি ১৫৫টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন, তাই তিনি প্রতিদিন ৬০,০০০ টাকার হিসেবে মোট তিন দিনে ১,৮০,০০০ টাকা উপার্জন করেছেন। খেলা যদি আরও একদিন গড়াত তাহলে বিরাট কোহলি আরও ৬০ হাজার টাকা আয় করতেন।
দিল্লি বনাম রেলওয়ের ম্যাচটি ৩০ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত তিন দিন স্থায়ী হয়েছিল। দিল্লির সৌরাষ্ট্রের বিরুদ্ধে ম্যাচে কোহলি খেলার কথা থাকলেও গলায় চোট থাকার কারণে তিনি মাঠে নামতে পারেননি।
আরও পড়ুন… CT 2025-র জন্য পাকিস্তানের স্টেডিয়াম কি সঠিক সময়ে তৈরি হবে? ভারতকে খোঁচা দিয়ে উত্তর দিলেন PCB প্রধান
বিরাট কোহলির পরবর্তী লক্ষ্য কী?
রঞ্জি ট্রফির পর বিরাট কোহলি ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ এবং পরবর্তী মাসে শুরু হতে যাওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতীয় দলে যোগ দেবেন।
ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি ওডিআই ম্যাচ খেলবে ভারত:
৬ ফেব্রুয়ারি
৯ ফেব্রুয়ারি
১২ ফেব্রুয়ারি
আরও পড়ুন… BCCI Naman Awards: অশ্বিনকে দেওয়া হবে বিশেষ সম্মান, দেখে নিন কে, কোন পুরস্কার পাবেন
চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে রোহিত শর্মার নেতৃত্বে ভারত মুখোমুখি হবে:
বাংলাদেশের (২০ ফেব্রুয়ারি)
পাকিস্তানের (২৩ ফেব্রুয়ারি)
নিউজিল্যান্ডের (২ মার্চ)