রোহিত শর্মা নিজে অবসর নিয়েছেন, না কি বিসিসিআই তাঁকে অবসর নিতে বাধ্য করেছে? সোশ্যাল মিডিয়াতে প্রশ্ন উঠছে। আসন্ন ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের আগে টিম ইন্ডিয়ার ওপেনার রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন। তবে এই সিদ্ধান্ত একেবারে হঠাৎ নয় বলে জানিয়েছে পিটিআই। রিপোর্ট অনুযায়ী, রোহিত শর্মা চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ জয়ের পরেই মনস্থির করেছিলেন যে টেস্ট থেকে সরে দাঁড়াবেন। তবে অনেকে বলছেন রোহিত শর্মা ইংল্যান্ড সফরে যাবেন বলে নিজেকে তৈরি করেছিলেন। এবং তিনি যে ইংল্যান্ড সফরে যাবেন সে বিষয়েও নিশ্চিত ছিলেন।
রোহিত শর্মার একটি সাক্ষাৎকার বর্তমানে ভাইরাল হচ্ছে যেখানে তাঁকে মাইকেল ক্লার্ক নানা প্রশ্ন করছিলেন। সেই সময়ে সাক্ষাৎকার শেষ করার সময়ে রোহিতকে আসন্ন ইংল্যান্ড সফরের জন্য রোহিতকে ক্লার্ক শুভেচ্ছা জানান। ক্লার্ক বলেন আশা করি তুমি ভালো খেলবে। সেই সময়েও রোহিত শর্মা বলেছিলেন দেখা যাক। এরপরে তিনি বলেন আমি আমার সেরা দেওয়ার চেষ্টা করব।
দেখুন সেই মুহূর্তে কী কথা হয়েছিল-
এই কথা থেকেই বোঝা যায় রোহিত শর্মা ইংল্যান্ডে যাওয়ার বিষয়ে নিশ্চিত ছিলেন। তাহলে কী এমন হল যে তাঁকে হঠাৎ অবসর নিতে হয়েছিল। এরপরেই ভক্তেরা প্রশ্ন করছিলেন তাহলে কি বিসিসিআই রোহিতকে অবসর নিতে বাধ্য করেছে? সমালোচনার ঝড় উঠেছে।
টেস্টে রোহিতের সাম্প্রতিক ফর্ম ছিল বেশ হতাশাজনক। তিনি নিজেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনিতে সিরিজের পঞ্চম ও শেষ টেস্টের একাদশ থেকে নিজেকে বাদ দেন। বর্ডার-গাভাসকর ট্রফি ২০২৪-২৫ সিরিজের পর থেকে অবসরের গুজব নিয়ে চুপই ছিলেন ভারত অধিনায়ক।
২০২৭ ওয়ানডে বিশ্বকাপে খেলার লক্ষ্য রোহিতের
পিটিআই-র এক রিপোর্ট অনুযায়ী, মুম্বইয়ে ইংল্যান্ড সফরের স্কোয়াড চূড়ান্ত করার জন্য বিসিসিআই নির্বাচকরা যখন বৈঠকে বসেছিলেন, তখন রোহিত জানিয়ে দেন যে তিনি নিজের শর্তেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে চান।
আরও পড়ুন … ভিডিয়ো: সাকারিয়ার সঙ্গে হাত মেলাতেই ভুলে গিয়েছিলেন ধোনি! কী করলেন তারপর?
রিপোর্ট অনুযায়ী, রোহিত আগেই ঠিক করে রেখেছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পরই তিনি টেস্ট ছাড়বেন এবং নতুন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) সাইকেল শুরুর আগে এটি সঠিক সময়।
এক ঘনিষ্ঠ সূত্রের উদ্ধৃতি দিয়ে পিটিআই জানিয়েছে, ‘রোহিত টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকেই ভাবছিলেন। একটি নতুন ডব্লিউটিসি সাইকেল শুরু হতে চলেছে, তাই এটিই সেরা সময় মনে করেছিলেন।’
তিনি এখন সম্পূর্ণ মনোযোগ দিতে চান সীমিত ওভারের ক্রিকেটে এবং লক্ষ্য ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে নেতৃত্ব দেওয়া। বিসিসিআইয়ের প্রাক্তন কর্তা প্রশ্ন করেছেন। রোহিতকে বাদ দেওয়া এবং অবসরের ঘনিষ্ঠ সময়কাল নিয়ে প্রশ্ন তুলেছেন বিসিসিআইয়ের এক প্রাক্তন কর্তা।
আরও পড়ুন … রোহিত শর্মার হঠাৎ টেস্ট অবসর কি অভিষেক নায়ারের সঙ্গে যুক্ত? BCCI সহ অবাক সকলেই
তিনি বলেছেন, ‘যদি রোহিত আগেই ঠিক করে ফেলেন যে তিনি টেস্ট থেকে অবসর নেবেন, তাহলে তাঁকে বাদ দেওয়ার প্রশ্নই বা আসে কোথা থেকে?’এটি ঘিরে বিসিসিআই-এর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে—রোহিত কি সত্যিই নিজের সিদ্ধান্তে অবসর নিয়েছেন, নাকি নির্বাচকদের তরফে চাপ ছিল?
বোঝাপড়ার সম্ভাবনা বা ‘ফোর্সড’ অবসর?
যদিও রোহিত নিজেই জানিয়েছেন যে তিনি ওডিআইতে ভারতের হয়ে খেলতে থাকবেন, কিন্তু বিসিসিআই আদৌ তাঁকে ওডিআই অধিনায়ক হিসেবে রাখবে কিনা, তা এখনও স্পষ্ট নয়। অতীতে বিসিসিআই সব ফর্ম্যাটে আলাদা অধিনায়ক রাখতেই বেশি আগ্রহী ছিল।
আরও পড়ুন … ও আগেই জেনে গিয়েছিল ওকে সরতে হবে… টেস্টে রোহিতের অবসর নিয়ে সেহওয়াগের বড় মন্তব্য
রোহিত শর্মার টেস্ট কেরিয়ারের পরিসংখ্যান
ডেবিউ: ২০১৩ সালে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে
ম্যাচ: ৬৭
রান: ৪৩০১
গড়: ৪০.৫৭
সেঞ্চুরি: ১২
হাফ-সেঞ্চুরি: ১৮
সর্বোচ্চ স্কোর: ২১২ (দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে, ২০১৯)
অধিনায়ক হিসেবে রেকর্ড: ২৪ টেস্টে ১২ জয়, ৯ হার, ৩ ড্র
জসপ্রীত বুমরাহের নাম নতুন অধিনায়ক হিসেবে উঠে এলেও, তাঁর ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে কিছুটা সংশয় রয়েছে। তবে এর মাঝেই নেতা হিসাবে শুভমন গিলের নাম উঠে আসছে।