ইডেনের এক উত্তেজনাপূর্ণ ম্যাচে চেন্নাই সুপার কিংস দুই উইকেটে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে নিজের সমর্থকদের মুখে হাসি ফুটিয়েছে। এই ম্যাচে মূল চর্চায় ছিলেন ডেওয়াল্ড ব্রেভিস ও নূর আহমেদ। ব্রেভিসের ২৫ বলে ৫২ রানের বিধ্বংসী ইনিংস এবং নূরের ম্যাচ ঘুরিয়ে দেওয়া স্পেলের সৌজন্যে জয় পায় চেন্নাই সুপার কিংস। কিন্তু ম্যাচ শেষে এমএস ধোনির এক ছোট্ট কাজ যেন ছাপিয়ে গেল সবকিছুকে। লক্ষ ভক্তের হৃদয় ছুঁয়ে ফেলেন মাহি।
ম্যাচের শেষ ওভারে আন্দ্রে রাসেলের বলে একটি চেনা ছক্কায় রান তাড়া শেষ করার পর, ধোনি যথারীতি হাত মেলাতে এগিয়ে যান। কেকেআরের খেলোয়াড়দের সঙ্গে সৌজন্য বিনিময় করে। হাসিমুখে এগিয়ে যান সিএসকের ডাগআউটের দিকে, পাশে ছিলেন কাম্বোজ। কিন্তু হঠাৎই থেমে যান মাহি।
সূক্ষ্ম পর্যবেক্ষণের জন্য খ্যাত ধোনি বুঝতে পারেন, একজন খেলোয়াড়ের সঙ্গে হাত মেলানো হয়নি। এক মুহূর্তও না ভেবে তিনি আবার ঘুরে দাঁড়ান, খেলোয়াড়দের লাইন পেরিয়ে এগিয়ে যান কেকেআর পেসার চেতন সাকারিয়ার দিকে। সাকারিয়া একটু পিছনে দাঁড়িয়েছিলেন, যেন পোস্ট-ম্যাচের কোলাহলে অবহেলিত।
আরও পড়ুন … রোহিত শর্মার হঠাৎ টেস্ট অবসর কি অভিষেক নায়ারের সঙ্গে যুক্ত? BCCI সহ অবাক সকলেই
ধোনি এগিয়ে এসে মৃদু হাসি দিয়ে সাকারিয়ার সঙ্গে দৃঢ়ভাবে হাত মেলান, পিঠে আলতো করে চাপড়ে দেন। সাকারিয়া একটু অবাক হলেও আনন্দে মুখভরে হাসেন এবং সম্মান জানিয়ে হাত মেলান। এই সংক্ষিপ্ত মুহূর্তটি ক্যামেরায় ধরা পড়ে যায় এবং দ্রুত সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে। ভক্তরা প্রশংসায় ভাসান ধোনির বিনয় ও খুঁটিনাটির প্রতি সচেতনতা দেখে।
ভিডিয়োটি দেখুন:
আরও পড়ুন … ও আগেই জেনে গিয়েছিল ওকে সরতে হবে… টেস্টে রোহিতের অবসর নিয়ে সেহওয়াগের বড় মন্তব্য
এর আগে, ধোনি ইডেন গার্ডেন্সের পূর্ণ গ্যালারির সামনে শেষপর্যন্ত ব্যাট হাতে চেন্নাইয়ের রান তাড়া সম্পূর্ণ করেন। অনেক দর্শকই হলুদ জার্সিতে ভরিয়ে তুলেছিলেন স্ট্যান্ড। আন্দ্রে রাসেলকে ছক্কা হাঁকানোর মুহূর্তে গর্জে ওঠে গোটা স্টেডিয়াম। এটি হয়তো এই ঐতিহাসিক মাঠে ধোনির শেষ ব্যাটিং হতে পারে—তবে আইপিএলে ফেরার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেননি তিনি। মাহি বলেন, ‘আরও ৬ থেকে ৮ মাস সময় আছে নিজেকে প্রস্তুত করার এবং সিদ্ধান্ত নেওয়ার।’
আরও পড়ুন … সকলেই চায় একজন তরুণ অধিনায়ক… ভারতীয় দলের নেতৃত্ব নিয়ে কী বলেছিলেন রোহিত শর্মা?
সন্ধ্যার শুরুটা ছিল চেন্নাইয়ের টালমাটাল রান তাড়ার কাহিনি দিয়ে। এক সময়ে তারা ছিল ৬০/৫ অবস্থায়। সেই মুহূর্তে ম্যাচের ছবিটা পাল্টে দেন ব্রেভিস। তাঁর তাণ্ডব ইনিংস যেন কেকেআর-এর জন্য কালবৈশাখি হয়ে নেমে আসে। ২৫ বলে ৫২ রানের দারুণ ইনিংস উপহার দেন। বাঁহাতি শিবম দুবে ৪০ বলে ৪৫ রান করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। শেষে ধোনি নেমে ম্যাচ ফিনিশ করেন এবং জয় পায় CSK, তবে ম্যাচে সাকরিয়ার সঙ্গে ধোনির হাত মেলানোর ভিডিয়োটি সকলের মন জেতে।