
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
আমদাবাদে ফিরে তুমুল কটাক্ষের মুখে পড়তে হল হার্দিক পান্ডিয়াকে। রবিবার টসের সময় মুম্বই ইন্ডিয়ান্সের নয়া অধিনায়কের নাম ঘোষণা হতেই আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম থেকে তুমুল কটাক্ষের সুর ভেসে আসে। ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মাঠে সাধারণত দৃশ্য দেখা যায়, আজ সেই দৃশ্য দেখা গেল আমদাবাদেও। আর সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। তবে সেখানেই হার্দিকের অস্বস্তি শেষ হয়নি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একাধিক ভিডিয়োয় দেখা গিয়েছে যে মুম্বইয়ের প্রাক্তন অধিনায়ক তথা ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত যখন মাঠের মধ্যে যাচ্ছেন, তুমুল গর্জন করছেন সমর্থকরা। ‘রোহিত-রোহিত’ বলে চিৎকার করতেও শোনা গিয়েছে আমদাবাদের ফ্যানদের। সেই শব্দব্রহ্মে কেঁপে উঠেছে স্টেডিয়াম। যে মাঠে ভারতীয় অধিনায়ক শেষ পেশাদারি ম্যাচ খেলেছিলেন সেই অভিশপ্ত ১৯ নভেম্বরে। তারপর তাঁকে সাদরে অভ্যর্থনা জানাল আমদাবাদ।
তবে এরকম একটা মুহূর্ত যে তৈরি হতে পারে, তা একেবারেই অপ্রত্যাশিত ছিল না। বরং অনেকের বক্তব্য, গুজরাট টাইটানসের অধিনায়কত্ব ছেড়ে মুম্বইয়ে যোগ দেওয়ায় এবং রোহিতের জায়গায় মুম্বইয়ের ক্যাপ্টেন্সি করায় হার্দিককে আমদাবাদে ‘তেঁতো অভ্যর্থনা’ না জানানো হলে সেটাই অবাক করার মতো বিষয় হত। যদিও বিষয়টি নিয়ে হার্দিক নিজে কিছু বলেননি। টসের সময় আগাগোড়া নিজের মুখে হাসি ধরে রাখার চেষ্টা করেছেন মুম্বইয়ের নয়া অধিনায়ক। যে আমদাবাদ আদতে তাঁর নিজের রাজ্য গুজরাটেই অবস্থিত।
তবে সেইসবের মধ্যেই টসে জিতে গুজরাটের বিরুদ্ধে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন হার্দিক। কেন সেই সিদ্ধান্ত নিয়েছেন, সেটা ব্যাখ্যা করে তিনি বলেন, 'আমরা প্রথমে বোলিং করব। দেখে ভালো পিচ মনে হচ্ছে। শিশির পড়লে পিচ আরও ভালো হয়ে উঠতে পারে। এখানে ফিরতে পেরে ভালো লাগছে। গুজরাটে আমি জন্মগ্রহণ করেছি। গুজরাটে প্রচুর সাফল্য পেয়েছি। দর্শক এবং এই রাজ্যের কাছে অত্যন্ত কৃতজ্ঞ।'
তবে সেইসঙ্গে তাঁর ক্রিকেট কেরিয়ারের ‘জন্ম’ মুম্বইয়ে হয়েছে বলে দাবি করেছেন হার্দিক। মুম্বইয়ের নয়া অধিনায়ক বলেন, ‘আমার ক্রিকেটীয় জন্ম হয়েছে মুম্বইয়ে। তাই এখানে (মুম্বই) ফিরতে পেরে খুব ভালো লাগছে। প্রায় দু'সপ্তাহ হতে চলল। আমি শিবির শুরু করেছিলাম। মাঠে নেমে পারফর্ম করতে মুখিয়ে আছে ছেলেরা। আমাদের অনুশীলন ম্যাচগুলি দুর্দান্ত হয়েছে। নেটেও সকলে ভালো ছন্দে ছিল। সবাইকে দেখে খুব ভালো ছন্দে আছে বলে মনে হচ্ছে।’
6.88% Weekly Cashback on 2025 IPL Sports