
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
যে ব্যর্থতার হাত ধরে ২০২৪ সালের আইপিএল শেষ করেছিল মুম্বই ইন্ডিয়ান্স, ২০২৫-এ যেন তাদের আর সেখান থেকে উত্তরণ হয়নি। সেই ব্যর্থতার ধারাই এই বছরও চলছে। এই মরশুমে টানা দ্বিতীয় ম্যাচে হারল মুম্বই ইন্ডিয়ান্স। চেন্নাই সুপার কিংসের পর, এবার গুজরাট টাইটান্সের কাছেও লজ্জার হার রোহিত শর্মাদের।
প্রসঙ্গত, শনিবার আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ানে মুম্বইয়ের হয়ে প্রথম ম্যাচ খেলেন হার্দিক পান্ডিয়া। নির্বাসনের শাস্তি কাটিয়ে, নিজের প্রাক্তন দল গুজরাটের বিরুদ্ধে ২০২৫ আইপিএলে নিজের প্রথম ম্যাচ খেললেও, একরাশ হতাশা নিয়ে তাঁকে মাঠ ছাড়তে হয়। তাঁর দল এদিন ৩৬ রানে হেরে যায়। হারের পর ব্যাটারদের একহাত নেন হার্দিক। সেই সঙ্গে দলের পেশাদারিত্ব নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
ম্যাচের পর তিনি বলে দেন, ‘আমরা মাঠে পেশাদারিত্ব দেখাতে পারিনি। আমরা সাধারণ সব ভুল করেছি। যার জন্য ২০-২৫ রান দিয়ে দিয়ে ফেলেছি। আর এটাই একটি টি-টোয়েন্টি ম্যাচে অনেক বেশি রান।’
রোহিত শর্মা এবং রায়ান রিকেলটনের ওপেনিং জুটি নিয়ে প্রশ্ন করা হলে, হার্দিক বলে দেন, শুধু ওপেনিং জুটিই নয়, সাধারণ ভাবে ব্যাটসম্যানদের আরও বেশি দায়িত্ব নিতে হবে। প্রসঙ্গত, রোহিত-রিকেলটন জুটি পরর দুই ম্যাচে চূড়ান্ত ফ্লপ। গুজরাটের বিরুদ্ধে রোহিত প্রথম ওভারেই ৪ বলে ৮ করে বোল্ড হন। রিকেলটন আউট হন ৪.৩ ওভারে। দলের ৩৫ রানের মাথায়। ৯ বলে ৬ রান করে তিনি বোল্ড হন।
আরও পড়ুন: ফের ল্যাজেগোবরে মুম্বইয়ের ব্যাটিং, টানা দ্বিতীয় ম্যাচে হারলেন রোহিতরা, জয়ের খাতা খুলল গুজরাট
হার্দিক বলেন, ‘এই মুহুর্তে, আমাদের সবাইকে দায়িত্ব নিতে হবে। এটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। ব্যাটারদের ভালো পারফর্ম করতে হবে, আশা করি, তারা শীঘ্রই ঘুরে দাঁড়াবে।’ সেই সঙ্গে যোগ করেন, ‘ওরা (জিটি ওপেনাররা) পাওয়ারপ্লে-তে সঠিক কাজটা করেছে, ওরা ঝুঁকিপূর্ণ শট না খেলেও, ভালো রান পেয়েছে (সেইভাবে খেলে) এবং এটাই আমাদের ব্যাকফুটে ঠেলে দিয়েছে।’ নিঃসন্দেহে রোহিতকে এক্ষেত্রে ঠুকেছেন হার্দিক।
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিকের দাবি অনুযায়ী, এই পিচে স্লোয়ার বলগুলি ধরা ছিল সবচেয়ে কঠিন কাজ। পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যাবে, মুম্বই ৩৭টি স্লো বল করেছিল, যার মধ্যে তারা মাত্র একটি উইকেট পেয়েছিল। অন্যদিকে, গুজরাটের বোলাররা ৩২টি স্লোয়ার বল করেছেন, যাতে তারা ৩টি উইকেট পেয়েছেন।
আরও পড়ুন: এক বছর আগের মন কষাকষি শেষ, রোহিতের পরামর্শে ফিল্ডিং সাজিয়েই উইকেট পেলেন হার্দিক- ভিডিয়ো
গুজরাট টাইটান্স নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এমআই-এর বিরুদ্ধে জয়ের হ্যাটট্রিক করেছে এদিন। এখানে শেষ তিন ম্যাচে মুম্বইকে হারিয়েছে গুজরাট। একই সময়ে, নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুম্বইয়ের বিরুদ্ধে গুজরাটের জয়-পরাজয়ের রেকর্ড এখন ৪-২।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports