বাংলা নিউজ > ক্রিকেট > Agarkar on Hardik and Surya: কেন টি২০ দলের অধিনায়ক হলেন না হার্দিক? সূর্যকে বেছে নেওয়ার যুক্তি দিলেন আগরকর
পরবর্তী খবর
রোহিত শর্মা পরবর্তী জমানায় হার্দিক পান্ডিয়া ভারতীয় টি২০ দলের অধিনায়ক হবেন বলে অনেকেই বিশ্বাস করেছিলেন। তবে নতুন কোচ গৌতম গম্ভীর এবং প্রধান নির্বাচক অজিত আগারকর সূর্য কুমার যাদবকে টি২০ দলের অধিনায়ক বানিয়েছেন। এই আবহে গৌতম গম্ভীর এবং অজিত আগারকর প্রথমবার মুখোমুখি হলেন সংবাদমাধ্যমের। ভারতীয় দলের কোচ হিসেবে প্রথম সংবাদ সম্মেলনে গম্ভীর যে হার্দিক সওয়ালের মুখে পড়বেন, প্রায় নিশ্চিত ছিল। সেই প্রশ্ন উঠলও। তবে সেই বাউন্সার খেললেন আগরকর। জানিয়ে দিলেন কেন হার্দিকের জায়গায় সূর্যকে অধিনায়ক করা হল। (আরও পড়ুন: রোহিত-বিরাট কি ২০২৭ ODI WC-এ খেলবেন? কঠিন প্রশ্নের সোজাসাপ্টা জবাব কোচ গম্ভীরের)