রোহিত শর্মা এবং বিরাট কোহলি কি ২০২৭ ওডিআই বিশ্বকাপ প্যন্ত খেলতে পারেন? এই প্রশ্নের জবাবে গম্ভীরের সোজাসাপ্টা জবাব, 'খেলতেই পারেন।' আজ ভারতীয় কোচ হিসেবে প্রথমবারের মতো সংবাদমাধ্যমের মুখোমুখি হন গম্ভীর। প্রধান নির্বাচক অজিত আগরকরের সঙ্গে তিনি অনেক প্রশ্নের সম্মুখীন হন। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্নটি ছিল ভারতীয় ক্রিকেটের দুই কিংবদন্তিকে নিয়ে। বিরাট ও রোহিতের ভবিষ্যত নিয়ে আজ গম্ভীর বলেন, 'বড় মঞ্চে তাঁরা কীরকন খেলতে পারেন, তা তাঁরা ইতিমধ্যেই দেখিয়েছেন। দু'জনের মধ্যেই অনেক ক্রিকেট বাকি আছে। চ্যাম্পিয়ন্স ট্রফিটা হোক। তাঁরা ফিটনেস ধরে রাখলে ২০২৭ বিশ্বকাপেও খেলতে পারেন। তাঁরা যেমন খেলেন তা দেখে আমার মনে হয়, তাঁরা এখনও বিশ্বমানের এবং যে কোনও দল তাঁদের দু'জনকেই রাখতে চাইবে।' (আরও পড়ুন: কেন টি২০ দলের অধিনায়ক হলেন না হার্দিক? সূর্যকে বেছে নেওয়ার যুক্তি দিলেন আগরকর)
এরপর ক্রিকেটারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট এবং সিনিয়রদের সব সিরিজে খেলা নিয়ে গম্ভীর বলেন, 'আমি আগেও বলেছি, বুমরার মতো ক্রিকেটারের জন্য ওয়ার্কলোড ম্যানেজমেন্ট গুরুত্বপূর্ণ। তবে আপনি যদি ব্যাটার হন এবং ভালো ফর্মে থাকেন, তাহলে সব খেলাই খেলতে পারেন। অবশ্য ওয়ার্কলোড ম্যানেজমেন্ট শুধু বুমরার জন্য নয়, বেশিরভাগ ফাস্ট বোলারদের জন্যই এটা খুবই গুরুত্বপূর্ণ।'
এদিকে ভবিষ্যতে ভারতীয় ক্রিকেট দলের তিন ফর্ম্যাটে তিনটি ভিন্ন দল হবে কি না, তা নিয়ে প্রশ্ন করা হলে গম্ভীর বলেন, 'ভবিষ্যতে এমনটা হলেও হতে পারে। তবে বর্তমান পরিস্থিতিতে তো তেমনটা বলা যায় না। তবে টি২০ দলে বড়সড় পরিবর্তন আসবে। রোহিত, কোহলি, জাদেজার মতো ক্রিকেটাররা অবসর নিয়েছেন। তবে যে ক্রিকেটাররা সব ফর্ম্যাটে খেলতে পারেন, তাঁদের দলে রাখাই ভালো।'
এরপর বিরাট কোহলির সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে গৌতম গম্ভীর বলেন, 'টিআরপির জন্য এটা খুব ভালো (আইপিএলে কোহলির সাথে তাঁর ঝামেলা)। কিন্তু বিরাটের সাথে আমার সম্পর্ক প্রকাশ্যে আনার মতো কোনও বিষয় নয়। মাঠে সবাই নিজ নিজ দলের হয়ে লড়বে। এই মুহূর্তে আমরা ভারতের প্রতিনিধিত্ব করছি। আমার তাঁর সঙ্গে এমনিতে খুব ভালো সম্পর্ক। আমি তাঁর সাথে কথা বলার অনেক সুযোগ পেয়েছি। আমরা কী আলোচনা করি তা গুরুত্বপূর্ণ নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ভারতকে গর্বিত করার জন্য আমাদের উভয়কেই কঠোর পরিশ্রম করতে হবে। তিনি একজন দুর্দান্ত পেশাদার, একজন বিশ্বমানের খেলোয়াড় এবং এটি অব্যাহত থাকবে।'