মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে চেন্নাই সুপার কিংসের পরিকল্পনা নিয়েই প্রশ্ন তুললেন প্রাক্তন ক্যারিবিয়ান ক্রিকেটার ড্যারেন গঙ্গা। কিংবদন্তি এই ক্রিকেটার আশঙ্কা করছেন, এভাবেই যদি আইপিএলে সিএসকে তাঁদের দল সাজায়, তাহলে তাঁর ফল খুব একটা ভালো নাও হতে পারে। এবারের আইপিএলে ইতিমধ্যেই প্লে অফের দৌড় থেকে ছিটকে গেছে সিএসকে।
ধোনি এসেও CSK-র ভাগ্য বদলাতে পারেননি
এবারের আইপিএলে প্রথম থেকে চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব করছিলেন রুতুরাজ গায়কোয়াড়, কিন্তু মাঝপথেই তাঁর কনুইয়ে চোটের জন্য আইপিএল থেকে ছিটকে যান রুতু। এরপরই অধিনায়কত্বের ভার নিজের কাঁধে তুলে নেন এমএসডি, কিন্তু তিনি দায়িত্বে আসলেও দলের ভাগ্য বদল করাতে পারেননি।
পরের মরশুমেও ধোনিকে অধিনায়ক করা উচিত না
এবার সিএসকের ব্যর্থতার কারণ অনুসন্ধান করতে গিয়েই ইএসপিএন ক্রিকইনফোকে ড্যারেন গঙ্গা বলছিলেন, ‘যদি দীর্ঘমেয়াদি চিন্তাভাবনা থেকে থাকে, তাহলে সেটা খুব একটা ভালো জিনিস নয়। পরের মরশুম নিয়েও যদি এমন একজনকে অধিনায়ক করার কথা তাঁরা ভাবে যে আইপিএলের মাঝে গোটা বছর কোনও প্রতিযোগিতামুলক ক্রিকেট খেলে না, তাহলে সেটা খুব একটা ঠিক নয় ’।
এরপর গঙ্গা আরও একধাপ এগিয়ে বলছেন, ‘এটার ফলে কি দলের একটা ক্ষতি হচ্ছে না? কারণ সেই প্লেয়ারটির ফিটনেস এবং গোটা মরশুম পাওয়া নিয়েও তো একটা প্রশ্ন থেকে যাচ্ছে। এর ফলে এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে যা, যেখানে তোমায় নতন অধিনায়ককে খুঁজতে হয়, যে কিনা গোটা প্ল্যানিং প্রসেসের মধ্যেই নেই ’।
৪ বছরে দুবার অধিনায়ক বদল
তাঁর এই মন্তব্যের কারণ, ২০২২ সালেও সিএসকের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। জাদেজােকে অধিনায়ক করা হলেও জাড্ডু ব্যর্থ হতেই মাঝপথে ফের অধিনায়ক হয়ে ফিরে আসেন মাহি। এরপর ২০২৩ সালে তিনি অধিনায়ক থাকার পর ২০২৪ সালে রুতুরাজকে অধিনায়কত্বের দায়িত্ব তুলে দেন, এরপর থেকে চেন্নাই আর প্লে অফে যেতে পারেনি। এবারে ধোনি অধিনায়কত্ব নিয়েও দলকে জয়ের ট্র্যাকে ফিরিয়ে চেন্নাইকে প্লে অফের সরণীতে ফেরাতে পারেননি।
ধোনির অধিনায়কত্বে লোভ আছে?
অধিনায়কত্ব প্রসঙ্গ সমালোচনা করে ড্যারেন গঙ্গা কিন্তু বলছেন, ‘অবশ্যই ধোনির প্রথম একাদশে থাকা উচিত। কারণ ও নিজেকে দলের দরকারে সামনে এনে দিচ্ছে, সেটা উইকেটকিপার হিসেবে হোক। বা শেষদিকে ব্যাটার হিসেবেও। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ১৮ বছর পরেও কি আবারও ওকেই অধিনায়ক করাটা সঠিক সিদ্ধান্ত? আমার মনে হয় রুতুরাজ গায়কোয়াড়, জাদেজার সময়ে ধোনির ফিরে আসা এটা বুঝিয়ে দিচ্ছে যে এখনও ও অধিনায়কত্ব করতে চাইছে, তবে সেটা খুব একটা ভালো জিনিস নয়। এটা খুবই খারাপ যখন তুমি জানো যে তোমার পিছনে একজন রয়েছে যার অধিনায়ক হওয়ার ইচ্ছা রয়েছে, কিন্তু দেখানো হচ্ছে যে তাঁর কোনও আগ্রহ নেই ’।