আইপিএল ২০২৫-র প্লে অফের দৌড় থেকে ছিটকে গেছে রাজস্থান রয়্যালস। এখনও তাঁদের পয়েন্ট সংখ্যা মাত্র ৬, ১১ ম্যাচের পরেও। অর্থাৎ সর্বোচ্চ ১২ পয়েন্ট অবদি তাঁরা যেতে পারবেন যদি পরের তিন ম্যাচে জেতেন। ফলে তাঁদের প্লে অফের কোনও সম্ভাবনাই নেই।
সঞ্জুর চোটে অস্বস্তিতে রাজস্থান
রাজস্থান রয়্যালসের এই খারাপ পারফরমেন্সের জন্য অনেককেই দোষারোপ করা যেতে পারে, তবে সঞ্জু স্যামসন নিয়ে কিছু বলা যাবে না। কারণ রাজস্থানের অধিনায়কের আগেই আঙুলে চোট ছিল, যাও বা তিনি খেলছিলেন। এর মাঝেই ফের তিনি চোট পেয়ে বেশ কয়েকটা ম্যাচ থেকেই ছিটকে যান, আর তাতে তাঁদের চাপ আরও বাড়ে।
রিয়ান দলকে ডুবিয়েছেন
রাজস্থানের এই দশা হওয়ার অন্যতম কারণ অধিনায়ক হিসেবে রিয়ান পরাগের পারফরমেন্স। অসমের এই ক্রিকেটারকে অধিনায়ক করা হলেও যদি তুল্যমুল্য বিচার করা যায়, তাহলে আইপিএল ২০২৪-এ যে কজন অধিনায়ক রয়েছে, তাঁদের মধ্যে সব থেকে খারাপ পারফরমেন্সেই রিয়ানের।
ম্যানেজমেন্টও চূড়ান্ত ব্যর্থ
আরও ভালোভাবে যদি বলা যায়, তাহলে রিয়ানকে যারা বেছে অধিনায়ক করেছেন, সেই ম্যানেজমেন্টেও দায় কম নয়। রিয়ানকে রিটেন করার পাশাপাশি যাদেরকে এবারের আইপিএলের আগে রাজস্থানের ম্যানেজমেন্ট রিটেন করেছে, এবারে তাঁরা প্রায় প্রত্যেকেই ফ্লপ যশস্বী জসওয়াল বাদ দিয়ে। আর সেই কারণেই রাজস্থানের ম্যানেজমেন্টের ওপর বেজায় বিরক্ত অ্যাডাম গিলক্রিস্ট।
বাটলারকে ছেড়ে জুরেল-হেতমায়েরকে রিটেন
কোন যুক্তিতে ধ্রুব জুরেল, সিমরন হেতমায়েরদের দলে রেখে ট্রেন্ট বোল্ট, জোস বাটলারদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিল রাজস্থান রয়্যালস ম্যানেজমেেন্ট, এর উত্তর খুঁজে পাচ্ছেন না অজি কিংবদন্তি। তাঁর কথায়, ‘সেদিন মাইক হাসি স্বীকার করল যে সিএসকে নিলামে কিছু ভুল করেছিল, ওরা এখন প্রতিযোগিতার বাইরে। রাজস্থানের এই অবস্থা এবং জোস বাটলারকে ছাড়ার জন্যেও কারোর দায় নেওয়া উচিত। রাজস্থানও ভুল সিদ্ধান্ত নিয়ে নিজেদের বাইরে বের করে ফেলল। নিজেদের ভিতরে এই নিয়ে প্রশ্ন করা উচিত, এটা একটা বিশাল ভুল হয়েছে ’।
বাটলার এবারের IPL-এ ভালো ফর্মে
এবারের আইপিএলের নিলামে বাটলারকে ১৫.৭৫ কোটি টাকায় দলে নিয়েছে গুজরাট টাইটান্স, ওপেনিং না করে সেখানে তিন নম্বরে ব্যাটিং করে এখনও পর্যন্ত ইংল্যান্ডের তারকা ৯ ইনিংসে করেছেন ৪০৬ রান, স্ট্রাইক রেট প্রায় ১৭০। এর মধ্যে রাজস্থানের বিরুদ্ধেও হাফ সেঞ্চুরি করেন বাটলার। সেখানে একমাত্র রাজস্থান রয়্যালস ক্রিকেটার হিসেবে যশস্বী জসওয়ালের বাটলারের থেকে বেশি রান রয়েছে এবারের আইপিএলে।
আরও যেটা ভাবার বিষয়, তা হল গতবার বাটলার রাজস্থানে করেন ১১ ইনিংসে ৩৫৯ রান, সেখানে হেতমায়ের করেছিলেন ১২ ম্যাচে ১১৩, তাও হেতমায়েরকে রিটেন করা হয়। ২০২৩ আইপিএলে বাটলার করেছিলেন ১৪ ম্যাচে ৩৯২ রান, আর হেতমায়ের করেছিলেন ১৪ ম্যাচে ৩০০ রান। অর্থাৎ ধারাবাহিক পারফরমেন্স সত্ত্বেও বাটলারকে ছেড়ে দেয় রয়্যালসরা।