মাঝে ১ দিন, তারপরই শুরু হয়ে যাচ্ছে বহুকাঙ্খিত চ্যাম্পিয়ন্স ট্রফি। আইসিসির এই ইভেন্টে ভারত পাকিস্তান মহারণ রয়েছে ২৩ ফেব্রুয়ারি অর্থাৎ রবিবার। এক সপ্তাহ আগে থেকেই ম্যাচের উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। ভারত অভিযান শুরু করবে ২০ ফেব্রুয়ারি বাংলাদেশ ম্যাচ দিয়ে। আর পাকিস্তান খেলবে আগের দিন নিউজিল্যান্ডের বিরুদ্ধে। ফলে পরের রাউন্ড নিশ্চিত করার জন্য ২৩ তারিখের ম্যাচ দুই দলের কাছেই যথেষ্ট গুরুত্বপূর্ণ। আর এই আবহেই নিজেদের পছন্দের দল এবং ক্রিকেটারদের বেছে নিলেন অতীতের তারকারা।
ভারত পাকিস্তান ম্যাচের সর্বোচ্চ রান কে করবে?
যুবরাজ সিং- শুভমন গিল
শাহিদ আফ্রিদি- বাবর আজম
ইনজামাম উল হক- বাবর আজম
নভজ্যোৎ সিং সিধু- রোহিত শর্মা
আরও পড়ুন- ‘ভারতকে হারানো টার্গেট নয়, চাইব ট্রফি জিততে’! বলছেন পাক সহ অধিনায়ক! আগেই হার মানলেন?
এই ম্যাচে সবচেয়ে বেশি উইকেট কে নেবে?
যুবরাজ সিং- মহম্মদ শামি
শাহিদ আফ্রিদি- শাহিন আফ্রিদি
ইনজামাম উল হক- হরিস রাউফ
নভজ্যোৎ সিং সিধু- একজন কোনও স্পিনার
আরও পড়ুন-গম্ভীর-রোহিতদের কোন স্ট্র্যাটেজিতে খুঁত খুঁজে পেলেন অশ্বিন? অখুশি নির্বাচকদের সিদ্ধান্তে
ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করবে কে?
যুবরাজ সিং- হার্দিক পাণ্ডিয়া
শাহিদ আফ্রিদি- মহম্মদ রিজওয়ান
ইনজামাম উল হক- ফাখর জমান
নভজ্যোৎ সিং সিধু- ঋষভ পন্ত(ও এই উইকেটে ভালো খেলবে, এটা ওকে স্যুট করে)
কোন যুব ক্রিকেটার ভারত-পাক ম্যাচে নজর কাড়বে?
যুবরাজ সিং- শুভমন গিল
শাহিদ আফ্রিদি- সৌদ শাকিল
ইনজামাম উল হক- সৌদি শাকিল
নভজ্যোৎ সিং সিধু- বরুণ চক্রবর্তী
শামি না শাহিন আফ্রিদি?
শাহিদ আফ্রিদি- দুজনেই নতুন বল ভালো ব্যবহার করতে পারে, দেখা যাক।
ইনজামাম উল হক- শাহিন আফ্রিদি
আরও পড়ুন-অ্যাসেজে ১৬-০ হার! দলকে পরামর্শ দিতে এগিয়ে এলেন প্রাক্তন ইংরেজ অধিনায়ক, কোচ হবেন?
এই ম্যাচে কে এগিয়ে? ভারত না পাকিস্তান?
যুবরাজ সিং- পাকিস্তান দল দুবাইয়ের মাটিতে এগিয়ে থাকবে
শাহিদ আফ্রিদি- ম্যাচে ক্রিকেটারদের বডি ল্যাঙ্গোয়েজ দেখে বোঝা যাবে এই ম্যাচ কে জিতবে। আমরা ২০১১ ওয়ার্ল্ড কাপে ভারতকে প্রায় হারিয়ে দিয়েছিলাম। কিন্তু প্রথম উইকেটের পর যেভাবে ভারতীয় দল ফিল্ডিং করেছিল, আমি ডাগআউটে বসে বুঝতে পারছিলাম ওই রানও আমরা করতে পারব না।
ইনজামাম উল হক- দুটো দলই একইরকম, নির্ভর করবে সেদিনের ম্যাচে বডি ল্যাঙ্গোয়েজের ওপর
নভজ্যোৎ সিং সিধু- ইন্ডিয়া আমার মতে দুই দলের মধ্যে বেশি ব্যালেন্সড সাইড
এভাবেই দুই দেশের তারকারা নিজেদের অভিজ্ঞতা দিয়েই বেছে নিলেন কারা আসন্ন ভারত-পাকিস্তান ম্যাচে নজর কাড়তে পারেন। একঝলকে সম্প্রচারকারী সংস্থার দেওয়া সেই ভিডিয়ো-