রবিবার (২৩ মার্চ) দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ। সেই লড়াইয়ে মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান। স্টেডিয়ামে ২৫,০০০ ক্রিকেট ভক্তের পাশাপাশি বিশ্বব্যাপী লক্ষ লক্ষ সমর্থক এই ম্যাচের পারদ চড়াবে। আর সেই অপেক্ষাতেই ক্রিকেট মহল।
তবে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ লিগের ম্যাচে পাকিস্তানের পক্ষে ভারতকে হারানোর যাবতীয় সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন প্রাক্তন পাক স্পিনার দানিশ কানেরিয়া। আসলে পাকিস্তানের সাম্প্রতিক পারফরম্যান্সের কথা মাথায় রেখেই এমন দাবি করেছেন কানেরিয়া। সম্প্রতি ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজ হেরেছেন বাবর আজমরা। তার আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজেও আহামরি পারফরম্যান্স করতে পারেনি পাকিস্তান।
আরও পড়ুন: ভারত-পাকিস্তান ODI দ্বৈরথের ইতিহাসে কিন্তু পিছিয়ে রোহিতরাই, তবে সাম্প্রতিক রেকর্ডের গল্প অন্য
এদিকে বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারত মুখ থুবড়ে পড়ার পর, ফের ঘুরে দাঁড়িয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত সাদা বলের সিরিজ জিতেছে এবং চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুটাও ইতিবাচক ভাবে করেছে। আইএএনএসকে কানেরিয়া বলেছেন, ‘বর্ডার-গাভাসকর ট্রফিতে পরাজয়ের পরে, ভারত ঘরের মাঠে সাদা বলের সিরিজে ইংল্যান্ডকে পরাজিত করেছে। রোহিত এবং বিরাট রান করায় তারা তাদের আত্মবিশ্বাস ফিরে পেয়েছে, অন্য দিকে শামিও দলে ফিরে এসে ওর বোলিং দিয়ে সমালোচকদের চুপ করে দিয়েছে, এমন কী বাংলাদেশের বিরুদ্ধে ও ৫ উইকেট নিয়েছে।’
কানেরিয়া ভারতের স্পিন আক্রমণকে পাকিস্তানের জন্য একটি প্রধান চ্যালেঞ্জ হিসাবে চিহ্নিত করেছেন, বিশেষ করে বাবর আজম, যিনি রবীন্দ্র জাদেজা এবং অক্ষর প্যাটেলের মতো বাঁ-হাতি স্পিনারদের বিরুদ্ধে বারবার সমস্যায় পড়ছেন। কানেরিয়ার দাবি, ‘ভারতের আরও ভালো স্পিনার আছে, এবং বাবর আজম বাঁ-হাতি স্পিনারদের বিরুদ্ধে কিছুটা সমস্যায় রয়েছেন। ও কীভাবে রবীন্দ্র জাদেজা এবং অক্ষর প্যাটেলকে সামলাবে? অন্য দিকে পাকিস্তানের একজনও ভালো স্পিনার নেই, এবং আমরা বিরাট ও অন্যান্য ভারতীয় ব্যাটারদের লেগ-স্পিনের বিরুদ্ধে লড়াই করতে দেখেছি। এটি একটি বিশাল ম্যাচ, কিন্তু পাকিস্তানের ২৩ ফেব্রুয়ারিতে জয়ের কোনও সুযোগ নেই।’