
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
২০২৩ বিশ্বকাপ একেবারেই ভালো যায়নি ইংল্যান্ড দলের জন্য। লাগাতার হারের জেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় বাটলার ও তাঁর বাহিনীকে। এমনকি একটি ব্যর্থ বিশ্বকাপের পর টিম ইংল্যান্ড একদিনে ক্রিকেট সিরিজ খেলতে নামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এবং সেখানেও শোচনীয় অবস্থার মুখোমুখি হয় গোটা দল। ২-১ ব্যবধানে সিরিজ পকেটে তুলে নিয়েছে ক্যারিবিয়ানরা। দলের লাগাতার ব্যর্থতা দেখে ক্ষুব্ধ ইংল্যান্ড ক্রিকেট সমর্থকরা। তাই ক্ষুব্ধ দর্শকদের জন্য বিশেষ বার্তা দিলেন ইংল্যান্ডের একদিনের ও টি-২০ দলের কোচ ম্যাথিউ মট।
সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, পুরো দল নিয়ে তাঁরা খেলেনি বলেই এই পরাজয় হয়েছে। পাশাপাশি তিনি দাবি করেছেন যে তিনি কিছু ভালো দিকও দেখতে পেয়েছেন। মটের মতে, দলের কিছু ক্রিকেটার আছে যারা একসঙ্গে খেলতে ভালোবাসেন এবং এই জিনিসটাই আগামী দিনে ইংল্যান্ড ক্রিকেটকে আরো বড় জায়গায় নিয়ে যাবে।
বিশ্বকাপের ব্যর্থতা ভুলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজ খেলতে নামেন বাটলাররা। কিন্তু সেখানেও মুখ পোড়ে গোটা দলের। ২-১ ব্যবধানে সিরিজ হারতে হয় তাদের। স্বাভাবিকভাবেই এই ব্যর্থতা মেনে নিতে পারেনি ইংল্যান্ড ক্রিকেট সমর্থকেরা। সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্টে তাদের বিরুদ্ধে ক্ষোভ দেখা গিয়েছে। এবার সামনে রয়েছে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টি-২০ সিরিজ। তাই তার আগে সমর্থকদের উদ্দেশ্যে বিশেষ বক্তব্য রাখলেন টি-২০ ও একদিনের দলের ম্যাথিউ মট। তিনি দাবি করেছেন, একটা গোটা শক্তিশালী দলের অভাবে সিরিজ হারতে হয়েছে ইংল্যান্ডকে।
মট বলেন, 'সত্যি বলতে গেলে আমরা একটা গোটা শক্তিশালী দল নিয়ে এই সিরিজ খেলিনি। সেই কারণেই আমাদের পরাজয়ের শিকার হতে হয়েছে। এই ক্ষেত্রে কোনও অজুহাত দিতে চাইনা আমি। তবে এই সবকিছুর মধ্যে কিছু ভালো গুণও আমি লক্ষ্য করেছি দলের মধ্যে। আমাদের দলে বেশ কিছু ক্রিকেটার আছে যারা একে অপরের সঙ্গে খেলাটা বেশ ভালো উপভোগ করে। সত্যি বলতে গেলে এটাই থাকা উচিত। এই সব থাকলেই আগামী দিনে ইংল্যান্ড ক্রিকেট রাজত্ব করবে সব ফরম্যাটে।'
এছাড়াও এদিন মটকে দলের তারকা অলরাউন্ডার স্যাম কারানের প্রশংসা করতে শোনা যায়। এমনকি, দলের অতীতে টি-২০ পারফরম্যান্স নিয়েও প্রশংসা করেন তিনি। মট দাবি করেন, 'স্যাম খুবই ভালো ক্রিকেটার। ও যেকোনও মুহূর্তে ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। রইলো কথা টি-২০ ক্রিকেটের, তাহলে একটা সময় ছিল যখন আমরা এই ফরম্যাটে রাজত্ব করেছি। আর দুইদিন পরই আমরা টি-২০ ম্যাচ খেলতে নামাব ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। আমাদের দলে কিছু ভালো ক্রিকেটার এসেছে যারা এই ফরম্যাটে পারদর্শী। এই খেলাটাই পুরোপুরি ব্যাটারদের জন্য। হ্যাঁ, বোলারদের জন্যও অনেক কিছু করার আছে। তবে হাতে আরও দুটো দিন আছে। আমি মনে করি আমরা ঘুরে দাঁড়াতে পারব।'
6.88% Weekly Cashback on 2025 IPL Sports