ডিওয়াই পাতিল টি-২০ কাপের শুরুটা মনে রাখার মতো হল না দীনেশ কার্তিক, শিখর ধাওয়ানদের। টাটা স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে জয়ের দোরগোড়া থেকে ফিরতে হল তাঁদের। মাত্র ১ রানে হেরে মাঠ ছাড়তে হয় ডিওয়াই পাতিল ব্লু দলকে।
টস জেতে কারা:-
টাটা স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে এই ম্যাচে টস জেতে ডিওয়াই পাতিল ব্লু দল। তারা শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানায় টাটা স্পোর্টসকে।
টাটা স্পোর্টস ক্লাবের ব্যাটিং:-
টাটা প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৮৫ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে। ঝোড়ো হাফ-সেঞ্চুরি করেন চিন্ময় সুতার ও অপূর্ব ওয়াংখেড়ে। চিন্ময় ৮টি বাউন্ডারির সাহায্যে ২৯ বলে ৫১ রান করেন। অপূর্ব ৭টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৪২ বলে ৮৩ রানের দাপুটে ইনিংস খেলে অপরাজিত থাকেন।
এছাড়া সুজিত নায়েক ২টি বাউন্ডারির সাহায্যে ২২ বলে ২০ রান করেন। আদিত্য ধুমল করেন ৮ বলে ১২ রান। তিনি ১টি ছক্কা মারেন। ১টি বাউন্ডারির সাহায্যে ৩ বলে ৪ রান করেন সোহরাব ধালিওয়াল। খাতা খুলতে পারেননি আনন্দ, সামর্থ ব্যাস, যুধবীর চরক ও ইরফান মালিক।
আরও পড়ুন:- WPL 2024: উইমেন্স প্রিমিয়র লিগের খেলা চলাকালীন RCB-র এই ক্রিকেটারকে বিয়ের প্রস্তাব অনুরাগীর, মুহূর্তে ভাইরাল ছবি
ডিওয়াই পাতিল ব্লু দলের বোলিং:-
ডিওয়াই পাতিল ব্লু-র হয়ে ৪ ওভারে ৪২ রান খরচ করে ৪টি উইকেট নেন ক্যাপ্টেন বিপুল কৃষ্ণণ। ৪ ওভারে ৩২ রান খরচ করে ২টি উইকেট নেন অজয় সিং। ১টি করে উইকেট দখল করেন পরীক্ষিত ও কর্ষ কোঠারি।
আরও পড়ুন:- ICC Ranking: টেস্ট ব়্যাঙ্কিংয়ে বিরাট লাফ যশস্বী-গিল-জুরেলের, কেরিয়ারের সেরা অবস্থানে ভারতের তিন তরুণ তুর্কি
ডিওয়াই পাতিল ব্লু দলের পালটা ব্যাটিং:-
জবাবে ব্যাট করতে নেমে ডিওয়াই পাতিল ব্লু দল নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৮৪ রান তোলে। অর্থাৎ, তীরে এসে তরী ডোবে তাদের। শিখর ধাওয়ান ৫টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৮ বলে ৩৯ রান করেন। ৩৫ বলে ৩৮ রান করে অপরাজিত থাকেন নূতন গোয়েল। তিনি ৫টি চার মারেন। ৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৮ বলে ৪২ রান করেন শুভম দুবে। ২০ বলে ৩০ রান করেন অভিজিৎ তোমর। তিনি ৩টি চার ও ২টি ছক্কা মারেন।
আরও পড়ুন:- AFG vs IRE Only Test: আইরিশদের বিরুদ্ধে শক্ত ভিত গড়তে ব্যর্থ আফগানিস্তানের কাকা-ভাইপোর ওপেনিং জুটি
আয়ুষ বাদোনি ১১ বলে ১০ রান করেন। তিনি ১টি চার মারেন। ১ বলেই আউট হন দীনেশ কার্তিক। অর্থাৎ, তিনি খাতা খুলতেই পারেননি। ৬ বলে ১২ রান করেন শশাঙ্ক সিং।
টাটা স্পোর্টস ক্লাবের বোলিং:-
টাটা স্পোর্টস ক্লাবের হয়ে ৪ ওভারে ২৮ রানের বিনিময়ে ২টি উইকেট নেন বিবেক শেলার। আদিত্য ধুমল ৪ ওভারে ৪৫ রানের বিনিময়ে ২টি উইকেট তুলে নেন। ১টি উইকেট নেন ধালিওয়াল। ম্য়াচের সেরা হন অপূর্ব।