শহরভিত্তিক ফ্র্যাঞ্চাইজি লিগ হওয়ায় আইপিএলের সব দলেরই ফ্যানবেস রয়েছে। তবে আরসিবি ও সিএসকের মতো একরোখা সমর্থক খুব কম দলেরই দেখা যায়। আইপিএলে মাঠের লড়াইয়ে নামেন ক্রিকেটাররা, মাঠের বাইরে দ্বন্দ্ব চলে সমর্থকদের। বেশিরভাগ সময় সোশ্যাল মিডিয়ায় একদলের সমর্থকদের প্রতি অন্য দলের সমর্থকদের বিষ উগরে দিতে দেখা যায়। তবে এবার চেন্নাই ও আরসিবির সমর্থকদের লড়াই যেভাবে স্টেডিয়াম চত্ত্বরে ঢুকে পড়ল, তা নজিরবিহীন সন্দেহ নেই।
আইপিএল ২০২৫-এ চেন্নাই বনাম আরসিবি প্রথম লেগের ম্যাচ খেলা হয় চিপকে। ঘরের মাঠে চেন্নাই সমর্থকরা আরসিবিকে বিদ্রুপ করতে নতুন পন্থা খুঁজে বার করেন। চেন্নাই সমর্থকদের নকল ললিপপ নিয়ে স্টেডিয়ামে ঢুকে দেখা যায়। তাঁদের মুখে স্লোগান ছিল ‘ই সালা কাপু ললিপপু’।
আসলে আরসিবি সমর্থকরা প্রতি বছরই দাবি করেন যে, ‘ই সালা কাপ নামদে’ অর্থাৎ কিনা এই বছর কাপ আমাদের। যদিও আরসিবি গত ১৭ মরশুমে একবারও আইপিএল চ্যাম্পিয়ন হতে পারেনি। আরসিবি সমর্থকদের কাপের বদলে ললিপপ ধরাতেই এমন বিদ্রুপ করেন চেন্নাই সুপার কিংসের সমর্থকরা।
আরও পড়ুন:- কখনও IPL খেলেননি, এমন এক বোলারকে টেস্টের সব থেকে কঠিন প্রতিপক্ষ মেনে নিলেন কোহলি- ভিডিয়ো
এবার সিএসকে ও আরসিবি আইপিএল ২০২৫-এর ফিরতি লেগে মাঠে নামছে চিন্নাস্বামীতে। এবার পালটা দেওয়ার পালা আরসিবি সমর্থকদের। তবে এক্ষেত্রে বেঙ্গালুরুর সমর্থকরা এভাবে বিদ্রুপ করবে চেন্নাই সমর্থকদের, যেটা ভাবা কারও পক্ষেই সম্ভব ছিল না। সিএসকে সমর্থকরা হাতে নকল ললিপপ নিয়ে আরসিবিকে বিদ্রুপ করেন। আরসিবি সমর্থকরা সরাসরি সিএসকের স্পেশাল এডিশন নাম দিয়ে জার্সি বিক্রি করতে শুরু করেন চিন্নাস্বামী স্টেডিয়াম চত্বরে।
আরও পড়ুন:- পহেলগাঁও হামলায় মদত দিয়েছে পাক সেনা? বাবর আজম কি সত্যিই সবাইকে জানিয়ে দিলেন আসল ঘটনা?
এক্ষেত্রে সিএসকের পরিচিত হলুদ জার্সি নয়, বরং ২০১৬ ও ২০১৭ সালের স্পেশাল এডিশন বলে সাদা-কালো জার্সি বিক্রি করতে দেখা যায় আরসিবি সমর্থকদের। এই স্পেশাল এডিশন জার্সিকে সিএসকের জেল এডিশন জার্সিও বলা হচ্ছে।
আসলে গড়াপেটা কাণ্ডে নাম জড়ানোয় ২০১৬ ও ২০১৭ সালে আইপিএল থেকে নির্বাসিত ছিল চেন্নাই সুপার কিংস। দু'বছর ইন্ডিয়ান প্রিমিয়র লিগে অংশ নিতে পারেনি তারা। নির্বাসনের সেই দু'বছরকে সামনে তুলে ধরে চেন্নাই সমর্থকদের বিদ্রুপ করতেই এমন অভাবনীয় পন্থা খুঁজে বার করেন আরসিবি সমর্থকরা।
উল্লেখ্য, এবছর চিপকে গিয়ে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে আসে আরসিবি। ২০০৮ সালের পরে প্রথমবার কোহলিরা চেন্নাইকে তাদের ঘরের মাঠে পরাজিত করেন। এখন চিন্নাস্বামীর পালটা লড়াইয়ে কারা বাজিমাত করে, সেটাই হবে দেখার।