বাংলায় একটি প্রচলিত প্রবাদ বাক্য রয়েছে যে, রাখে হরি মারে কে? প্রবাদটি যে কত যথার্থ, সেটা বোঝা গেল চলতি বিগ ক্রিকেট লিগে। ক্রিকেটে বোল্ড হওয়া সত্ত্বেও বেল না পড়ায় ব্যাটারের বেঁচে যাওয়ার ঘটনা হামেশাই ঘটে। তবে এভাবে কাউকে আউট হয়েও বেঁচে যেতে আগে কখনও দেখা গিয়েছে কিনা সন্দেহ।
সুরাটে চলতি বিগ ক্রিকেট লিগে এমপি টাইগার্সের বিরুদ্ধে ম্যাচ ছিল ইউপি ব্রিজ স্টার্সের। এই ম্যাচেই টাইগার্সের স্পিনার পবন নেগির বলে বোল্ড হন ইউপি ব্রিজ স্টার্সের ব্যাটার চিরাগ গান্ধী। তবে ভাগ্য সঙ্গ দেওয়ায় বেঁচে যান তিনি।
বল স্টাম্পে লাগা মাত্রই অফ-মিডল স্টাম্পের উপর রাখা বেল লাফিয়ে ওঠে। অফ-স্টাম্প ডানদিকে হেলে কার্যত মিডল স্টাম্পের কাছে ঝুঁকে যায়। তবে বেল এসে বসে যায় ঝুঁকে যাওয়া অফ-স্টাম্পের মাথায়। মিডল স্টাম্পের সঙ্গে কোনও সংযোগই ছিল না বেলের।
একটি স্টাম্পের মাথাতেই বেল বসে যাওয়ায় ক্রিকেটাররাও ধন্দে পড়েন আউট নাকি নট-আউট সেই বিষয়ে। শেষমেশ তৃতীয় আম্পায়ার ছবিটি পরিস্কার করে দেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, এক্ষেত্রে চিরাগ আউট নন।
উল্লেখ্য এভাবে জীবনদান পাওয়ার সময় চিরাগ ব্যক্তিগত ৯৮ রানে ব্যাট করছিলেন। তিনি পড়ে পাওয়া জীবনদান পেয়ে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন। শেষমেশ ১২টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৫৮ বলে ১০১ রান করে অপরাজিত থাকেন চিরাগ।
এমপি টাইগার্স বনাম ইউপি ব্রিজ স্টার্স ম্যাচের ফলাফল
ম্যাচে যদিও এমপি টাইগার্সের কাছে ৭১ রানের বড় ব্যবধানে হারতে হয় ইউপি ব্রিজ স্টার্সকে। শুরুতে ব্যাট করতে নেমে এমপি টাইগার্স নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ২৩৯ রানের বিরাট ইনিংস গড়ে তোলে। সাকেত শর্মা আগ্রাসী শতরান করেন। তিনি ১৬টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৫২ বলে ১০১ রান করে আউট হন।
৩৮ বলে ৮৭ রানের মারকাটারি ইনিংস খেলে নট-আউট থাকেন পবন নেগি। তিনি ৯টি চার ও ৬টি ছক্কা মারেন। ইউসুফ পাঠান ৩টি বাউন্ডারির সাহায্যে ৪ বলে ১২ রান করেন। ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৬ বল ৩২ রান করেন নমন ওঝা।
জবাবে ব্যাট করতে নেমে ইউপি ব্রিজ স্টার্স ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৬৮ রানে আটকে যায়। চিরাগের সেঞ্চুরি ছাড়া ৩৬ বলে ৪২ রান করেন আরিয়ান কুমার। তিনি ৫টি চার ও ১টি ছক্কা মারেন।