আর মাসখানেক পরই শুরু হবে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেট টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ইতিমধ্যেই ঘোষণা করা হয়ে গিয়েছে টুর্নামেন্টের দিনক্ষণ। তবে কোথাও গিয়ে একটি সামান্য সমস্যায়ে জড়িয়েছে এই টুর্নামেন্ট। জানা গিয়েছে, যেই দিনক্ষণ ঠিক করা হয়েছে এই প্রতিযোগিতার জন্য, সেই সময়ে চলবে আরও পাঁচটি জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা। আর তাতেই জটিলতার সৃষ্টি হয়েছে।
দামামা বেজে গিয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের। ইতিমধ্যেই, প্রতিযোগিতায় ছাপ ফেলার জন্য প্রস্তুতিতে নেমে পড়েছে সমস্ত বাংলাদেশি ও অন্য দেশের ক্রিকেটাররা। আর নেই বেশি সময়। ঠিক ৩৮ দিনের মাথায় শুরু হবে এই টুর্নামেন্ট। সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষণা করে দিয়েছে প্রতিযোগিতার দিনক্ষণ। বিসিবি জানিয়েছে, 'বিপিএল ২০২৪ শুরু হবে ১৯ জানুয়ারি। চলবে ১ মার্চ পর্যন্ত। তবে এরই মাঝে পড়ে গিয়েছে আরও পাঁচটি দেশের জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট।
জানা গিয়েছে, এই প্রতিযোগিতা চলাকালীন সংযুক্ত আরব আমিরশাহীতে চলবে 'আইএল টি২০ লিগ' (১৯শে জানুয়ারী, ২০২৪ - ১৭ই ফেব্রুয়ারি, ২০২৪)। এছাড়াও দক্ষিণ আফ্রিকাতে চলবে 'এসএ ২০ লিগ' (১০ই জানুয়ারি, ২০২৪ - ১০ই ফেব্রুয়ারি, ২০২৪) ও পাকিস্তানের 'পিএসএল' (এটি শুরু হবে ফেব্রুয়ারির মাঝামাঝি এবং চলবে মার্চের মাঝামাঝি পর্যন্ত)। এছাড়াও এই মুহূর্তে চলছে অস্ট্রেলিয়ার বিখ্যাত 'বিগ ব্যাশ লিগ'। এই জনপ্রিয় প্রতিযোগিতা শুরু হয়েছে এই মাসে অর্থাৎ ৭ ডিসেম্বর এবং শেষ হওয়ার কথা আগামী মাসে অর্থাৎ ২৪ জানুয়ারির । এখানেই শেষ নয় ডিসেম্বরের মাঝামাঝি শুরু হবে নিউজিল্যান্ডের নামকরা ক্রিকেট প্রতিযোগিতা 'সুপার স্ম্যাশ লিগ'। এটি শুরু হওয়ার কথা এই মাসের মাঝামাঝি সময় থেকে। শেষ খবর পাওয়া অনুযায়ী, ১৯ ডিসেম্বর শুরু হবে এই প্রতিযোগিতা এবং চলবে ২৮ জানুয়ারি ২০২৪ পর্যন্ত।
উল্লেখ্য, বিপিএল শুরু হবে ১৯ জানুয়ারি এবং চলবে ১ মার্চ পর্যন্ত। মোট ৭টি দল অংশগ্রহণ করবে এই প্রতিযোগিতায় এবং ম্যাচ খেলা হবে ৪৬টি। অধিকাংশ টুর্নামেন্ট মতোই'ডবল রাউন্ড-রবিন' ফরম্যাটে খেলবে সবকটি দল। ম্যাচ ভেনু হিসেবে বেছে নেওয়া হয়েছে ঢাকা, সিলেট ও চট্টগ্রামকে। এবার দেখার বিষয় কে জিতবে এই মরশুমে?