
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা ধরে রেখেছে ফরচুন বরিশাল। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শ্বাসরুদ্ধকর ফাইনালে চিটাগং কিংসকে ৩ উইকেটে হারিয়ে জয় তুলে নিল ফরচুন বরিশাল। ১৯৫ রানের বিশাল লক্ষ্যে নেমে তামিম ইকবাল ও কাইল মায়ের্সের ঝোড়ো ব্যাটিং এবং শেষদিকে রিশাদ হোসেনের অবিশ্বাস্য ক্যামিওতে তিন বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ফরচুন বরিশাল।
এদিনের ম্যাচে টস হেরে আগে ব্যাট করে চিটাগং কিংস। পারভেজ হোসেন ইমনের ৪৯ বলে অপরাজিত ৭৮ রান এবং পাকিস্তানি ব্যাটার খোয়াজা নাফি ৪৪ বলে ৬৬ রানের ইনিংস চিটাগং কিংসকে বড় রানের দিকে নিয়ে য়ায়। এই সময়ে চিটাগং কিংস ওপেনিং জুটিতে ১২১ রানের রেকর্ড রান তুলে দলকে শক্ত জায়গায় নিয়ে যান। এরপরে গ্রাহাম ক্লার্কের ৪৪ রানের ইনিংসে ভর করে ৩ উইকেটে ১৯৪ রানের বড় স্কোর তোলে চিটাগং কিংস।
আরও পড়ুন … এ যেন রাঁচির নতুন সেল্ফি জোন! সামনে এল ধোনির বাসভবনের নতুন রূপের ছবি
১৯৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বরিশাল দারুণ সূচনা করেছিল। এ দিন তামিম ইকবাল ২৯ বলে ৫৪ রানের ইনিংসে খেলেন। মাত্র ২৪ বলে ফিফটি তুলে নেওয়া তামিম দলীয় সর্বোচ্চ ৫৪ রান করে সাজঘরে ফিরলে কিছুটা চাপে পড়ে বরিশাল। তবে কাইল মায়ের্স ৪৬ রানের ইনিংস খেলে দলকে আবার জয়ের কক্ষপথে ফেরান। শেষদিকে মাত্র ৬ বলে ১৮ রানের দুর্দান্ত ক্যামিও ইনিংস খেলে বরিশালকে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে দেন অলরাউন্ডার রিশাদ হোসেন।
আরও পড়ুন … Ranji Trophy 2024-25: ইডেন কখনও আমায় খালি হাতে ফেরায়নি- এখানেই ফর্ম ফিরে পাবেন, সূর্যকুমার যাদবের বিশ্বাস
চিটাগংয়ের পক্ষে দুর্দান্ত বোলিং করেন শরিফুল ইসলাম। বাঁহাতি এই পেসার ৪ ওভারে ৩৪ রান দিয়ে ৪ উইকেট শিকার করলেও শেষ পর্যন্ত হার এড়াতে পারেননি।
আরও পড়ুন … প্রশ্ন ওঠা স্বাভাবিক, এগুলো থামাতে হলে… অফ ফর্মে থাকা রোহিতের পাশে দাঁড়িয়ে অশ্বিনের পরামর্শ
বিপিএলের ইতিহাসে ফাইনালে সর্বোচ্চ ওপেনিং জুটির রেকর্ড গড়েছেন ইমন ও নাফি। তাদের ১২১ রানের জুটি ফাইনালে প্রথমবারের মতো শতরানের পার করল। সব মিলিয়ে এটি ছিল বিপিএলের স্মরণীয় এক ফাইনাল, যেখানে উত্তেজনা আর রেকর্ডের আবহে শিরোপা জয়ের উচ্ছ্বাসে মেতে উঠল ফরচুন বরিশাল।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports