বাংলা নিউজ > ক্রিকেট > ক্রিকেটার নয়, এখন বোর্ড চালাচ্ছে রাজনীতির লোক- জয় শাহকে খোঁচা তৃণমূল মন্ত্রী তথা সদ্য অবসর নেওয়া ক্রিকেটার মনোজ তিওয়ারির
পরবর্তী খবর
ক্রিকেটার নয়, এখন বোর্ড চালাচ্ছে রাজনীতির লোক- জয় শাহকে খোঁচা তৃণমূল মন্ত্রী তথা সদ্য অবসর নেওয়া ক্রিকেটার মনোজ তিওয়ারির
1 মিনিটে পড়ুন Updated: 19 Feb 2024, 11:54 PM ISTTania Roy
ঠিক ৯ দিন আগে একটি টুইট করেছিলেন মনোজ তিওয়ারি। রঞ্জি ট্রফির গুরুত্ব কী ভাবে কমছে এবং কী ভাবে এই প্রতিযোগিতা জৌলুস হারাচ্ছে, তা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন। এবার ঘুরিয়ে বোর্ড সচিব জয় শাহকেও একহাত নিলেন মনোজ।
মনোজ তিওয়ারি।
রবিবারই দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ানে ইতি টেনেছেন মনোজ তিওয়ারি। রবিবাসরীয় সন্ধ্যের সময়ে সিএবি-র রাজকীয় সংবর্ধনায় একাধিক স্মৃতি ভাগ করে নিয়েছেন মনোজ তিওয়ারি। তবে মনের কোণে এখনও রয়েছে না পাওয়ার কিছু যন্ত্রণা, কিছু দুঃখ, আফসোস, হাহুতাশ, আবার কোনও কোনও বিষয়ে তীব্র ক্ষোভ।
সোমবার কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে সংবর্ধনা অনুষ্ঠানে এসেছিলেন মনোজ তিওয়ারি। ক্রিকেটারদের উদ্দেশ্যে বোর্ড সচিব জয় শাহ যে ই-মেল পাঠিয়েছেন, সেই প্রসঙ্গ ওঠে সেখানে। মনোজ বলেন, ‘রঞ্জি ট্রফির মূল্যটা এখন কমে যাচ্ছে। কিছু বললেই নির্বাসিত করবে, জরিমানা করবে। এখন বোর্ড খেলোয়াড়েরা চালাচ্ছে না। চালাচ্ছে কিছু রাজনীতির লোকজন। এটাই বাস্তব। কিছু বললেই নির্বাসিত হতে হবে। একটা টুইটের জন্য আমার ২০ শতাংশ ম্যাচ ফি জরিমানা করা হয়েছে। আগে মুখ খুললে এই সংবর্ধনার দিনটা আমার দেখা হত না। হয়তো ক্রিকেট জীবন আগেই শেষ হয়ে যেত। রঞ্জি ট্রফি শেষ হলে আরও অনেক কিছু বলতে পারি। রঞ্জি ট্রফির যে গুরুত্ব সেটাকে তুলে ধরার চেষ্টা করব।’ সম্ভবত মনোজের ইঙ্গিত বোর্ড সচিব জয় শাহের দিকে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তথা শাসকদল বিজেপির নেতা অমিত শাহের ছেলে জয় শাহ। তাঁর নির্দেশেই চলছে বোর্ড।
এখানে না থেমে মনোজ আরও যোগ করেন, ‘বোর্ড এই নির্দেশ জারি করার পর ঘরে বসে ভাবছিলাম, আমি টুইট না করলে বোধহয় এটা হত না। বোর্ড এখন এটাকে এত গুরুত্ব দিচ্ছে। আমি কিন্তু অনেক দিন ধরেই বলছিলাম এই বিষয়ে। যারা প্রথম শ্রেণির ক্রিকেটে কম ম্যাচ খেলেছে কিন্তু আইপিএল খেলে বিখ্যাত হয়েছে, তারা এখন শুধু আইপিএলকেই গুরুত্ব দিচ্ছে। আইপিএল শুরু হওয়ার পর থেকেই আমি এই প্রবণতা লক্ষ্য করেছি। তরুণ ক্রিকেটারেরা দেখতাম শুধু আইপিএল নিয়েই আলোচনা করছে। রঞ্জি ট্রফি চলার সময়ে বিশেষ করে হয় এটা। কারা করে সেটা এখন সবাই জানে।’ ঠিক ৯ দিন আগে একটি টুইট করেছিলেন তিনি। রঞ্জি ট্রফির গুরুত্ব কী ভাবে কমছে এবং কী ভাবে এই প্রতিযোগিতা জৌলুস হারাচ্ছে, তা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন।