শেষ পর্যন্ত সরকারি ঘোষণা হয়ে গেল। সমস্ত জটিলতা এবং প্রতিবন্ধকতা কাটিয়ে শেষমেশ নিশ্চিতভাবে অনুষ্ঠিত হতে চলেছে এশিয়া কাপ ২০২৫। দীর্ঘদিন ধরে বিতর্ক, টানাপোড়েন এবং অনিশ্চয়তার মধ্যে থাকা এই প্রতিযোগিতা এবার অনুষ্ঠিত হবে ৯ সেপ্টেম্বর থেকে, প্রতিযোগিতা চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। ২৬ জুলাই মহসিন নাকভি নিজের সোশ্যাল মিডিয়াতে এই ঘোষণা করেন।
দৃষ্টিনন্দন বিষয় হল, এই ঘোষণা এসেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) সভাপতি মহসিন নাকভির তরফ থেকে। তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শনিবার (২৬ জুলাই) এই বার্তাটি লেখেন।
মহসিন নাকভি নিজের সোশ্যাল মিডিয়াতে লেখেন, ‘আমি অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে ২০২৫ সালের এশিয়া কাপ পুরুষ বিভাগের টুর্নামেন্ট সংযুক্ত আরব আমিরশাহিতে ৯ থেকে ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় আমরা দারুণ ক্রিকেটের প্রদর্শনী প্রত্যাশা করছি। বিস্তারিত সময়সূচি খুব শীঘ্রই জানানো হবে।’ উল্লেখ্য, মহসিন নাকভি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) সভাপতিও।
শেষ পর্যন্ত গতি পেতে শুরু করেছে এশিয়া কাপ ২০২৫-এর প্রস্তুতি। আর সেইসঙ্গে উত্তেজনাও বাড়তে শুরু করেছে। কারণ, এক প্রতিবেদন অনুযায়ী, ভারত ও পাকিস্তান অর্থাৎ মাঠের দুই চিরপ্রতিদ্বন্দ্বী এবারের এশিয়া কাপের আসরে একই গ্রুপে পড়তে চলেছে। Cricbuzz-এর এক রিপোর্টে জানানো হয়েছে, ২০২৫ সালের এশিয়া কাপ সংযুক্ত আরব আমিরশাহিতে (UAE) ৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। এবং সেখানে ভারত-পাকিস্তান একই গ্রুপে থাকতে পারে। জানা যাচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী এই টুর্নামেন্টে তিনবার মুখোমুখি হতে পারে। গ্রুপ পর্যায়, সুপার ফোর, এবং সম্ভব হলে ফাইনালেও।
এই এশিয়া কাপ হবে আট দলের একটি প্রতিযোগিতা, টি-২০ ফরম্যাটে খেলা হবে টুর্নামেন্ট। এটি কার্যত ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপের আগে একটি প্রস্তুতি পর্ব হিসেবেই বিবেচিত হচ্ছে। টুর্নামেন্টের কাঠামো এমনভাবে তৈরি হয়েছে যাতে গ্রুপ পর্বেই অন্তত একটি ভারত-পাকিস্তান ম্যাচ নিশ্চিত থাকে—এটি সেই ফর্ম্যাটেরই অংশ, যা কার্যকর হয়েছে দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ হওয়ার পর থেকেই।
সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC)-এর বৈঠকে টুর্নামেন্টের প্রায় সব দিক চূড়ান্ত হয়েছে। ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই, যাদের এশিয়া কাপের আনুষ্ঠানিক আয়োজক করা হয়েছে, তাদের দায়িত্বে পড়েছে চূড়ান্ত সূচি তৈরি করে ACC প্ল্যাটফর্মে ঘোষণা করার, যা এই সপ্তাহের মধ্যেই করা হতে পারে। তবে তার আগেই মহসিন নাকভির এই পোস্ট সকলকে অবাক করেছে।