চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের দেওয়া বিরাট রানের লক্ষ্যমাত্রা অনায়াসে হাসিল করে ফেলে তারা। তবে আইসিসির এই টুর্নামেন্টে অজিদের নেতৃত্ব দিচ্ছেন না প্যাট কামিন্স। তিনি চোটের কারণে ছিটকে যান। তবে তাঁর নেতৃত্বেই গত মাসে ভারতকে বর্ডার-গাভাসকর ট্রফিতে ৩-১ ব্যবধানে পরাজিত করে অস্ট্রেলিয়া। কিন্তু এই তারকা অলরাউন্ডার মনে করেন যে অ্যাশেজের গুরুত্ব অনেক বেশি। দীর্ঘ ১০ বছর পর অস্ট্রেলিয়া বর্ডার-গাভাসকর ট্রফি জয় করে। পুরো প্রতিযোগিতায় অসাধারণ ফর্মে ছিলেন কামিন্স।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অ্যাশেজ এবং বর্ডার-গাভাসকর ট্রফির তুলনা করেন কামিন্স। তিনি বলেন, ‘এটা একটা অসাধারণ গ্রীষ্ম ছিল। আমি কখনও ভুলব না। প্রতিযোগিতার দিক থেকে, ভারত এখানে শেষ কয়েকটি সিরিজে জয়লাভ করেছিল। অন্যদিকে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ঘরের মাঠে আমরা আধিপত্য বজায় রেখেছি। এবারের গ্রীষ্মে নম্বর ১ এবং নম্বর ২ টেস্ট টিম একে অপরকে ছিটকে দেওয়ার জন্য লড়াইয়ে নেমেছিল। সেই কারণে এটা একটা অন্য মাত্রা যোগ করেছিল। তবে আপনি যদি অ্যাশেজে পরাজিত হন তাহলে সব শেষ। সেই দিক থেকে এটা এখনও বেশি গুরুত্বপূর্ণ।’
উল্লেখ্য, ভারতকে বর্ডার-গাভাসকর ট্রফিতে পরাজিত করে অস্ট্রেলিয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গিয়েছে। সেখানে তারা মুখোমুখি হবে ইংল্যান্ডের। কামিন্সকে ছাড়াও চ্যাম্পিয়ন্স ট্রফিতে বেশ ভালো শুরু করেছে অস্ট্রেলিয়া। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ৫ উইকেটে জয় পায় তারা। ইংল্যান্ড প্রথমে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ৩৫১ রান তুলেছিল। ১৬৫ রানের অনবদ্য ইনিংস খেলেছিল বেন ডাকেট। জবাবে রান তাড়া করতে নেমে অসাধারণ ব্যাটিং করে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা। বিশেষ করে নজর কাড়েন জোশ ইংলিস। সেঞ্চুরি করে অজিদের জয় নিশ্চিত করেন তিনি। ৮৬ বলে ১২০ রান করে অপরাজিত ছিলেন ইংলিশ।
প্রতিযোগিতায় ভালো ফর্মে রয়েছে ভারতও। রবিবার পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালে যাওয়া নিশ্চিত করে ফেলেছে রোহিতরা। গ্রুপের এখনও একটি ম্যাচ বাকি রয়েছে। ২ মার্চ মুখোমুখি হবে নিউজিল্যান্ডের। প্রায় ৭ বছর চ্যাম্পিয়ন্স লিগ আয়োজিত হচ্ছে। এবারের আয়োজক দেশ পাকিস্তান। টুর্নামেন্ট শুরু হয়েছে ১৯ ফেব্রুয়ারি। শেষ হবে ৯ মার্চ। গ্রুপ-এ-তে রয়েছে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড এবং বাংলাদেশ। গ্রুপ বি-তে রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্তান।