
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
বিসিসিআই নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকরকে সোমবার সাংবাদিক সম্মেলনে কিছু কঠিন প্রশ্নের জবাব দিতে হয়েছিল। এদিন ভারতীয় দল শ্রীলঙ্কায় রওনা হওয়ার আগে, প্রধান কোচ হিসাবে গৌতম গম্ভীর প্রথম বার সাংবাদিক সম্মেলন করেন। তাঁর সঙ্গে ছিলেন অজিত আগরকরও। আর সেখানে দল নির্বাচন নিয়ে একের পর এক কঠিন প্রশ্নের মুখে পড়তে হয় প্রধান নির্বাচককে। তবে বাদ পড়া প্লেয়ারদের নিয়ে বেশি প্রশ্নের সম্মুখীন হতে হয় তাঁকে।
আরও পড়ুন: জাদেজার ওয়ানডে ক্যারিয়ার কি শেষ? বড় খোলসা করলেন নির্বাচক প্রধান
সঞ্জু স্যামসন, রুতুরাজ গায়কোয়াড় এবং অভিষেক শর্মার বাদ পড়া নিয়ে জিজ্ঞেস করা হলে, আগরকর একটি আজব জবাব দিয়েছেন। বলেছেন. ১৫ জনের তালিকায় সবাইকে ফিট করানো সম্ভব হয়নি। জিম্বাবোয়ে সফরে সঞ্জু স্যামসন, রুতুরাজ গায়কোয়াড় এবং অভিষেক শর্মা- তিন তারকাই ভালো পারফরম্যান্স করেছিলেন। তবে অভিষেক এবং রুতুরাজকে পুরো শ্রীলঙ্কা সফর থেকেই বাদ দেওয়া হয়েছে। স্যামসন আবার টি২০ দলে সুযোগ পেয়েছেন। কিন্তু তাঁর শেষ ওডিআই-এ সেঞ্চুরি হাঁকানোর পরেও, বাদ পড়েছেন এই ফর্ম্যাটের স্কোয়াড থেকে।
আরও পড়ুন: শ্রীলঙ্কা উড়ে যাওয়ার আগে ‘মিলখা’ স্টাইলে অনুশীলনে ডুবে স্কাই, ভিডিয়ো হল ভাইরাল
এই প্রসঙ্গে আগরকর দাবি করেছেন, ‘সকলকে তো এক সিরিজে নেওয়া সম্ভব নয়। আমাদের চ্যালেঞ্জ হল মাত্র ১৫ জনকে বাছাই করা। যে বাদ যাবে, তারই খারাপ লাগবে। কিন্তু তাকে দেখতে হবে, যারা সুযোগ পেয়েছে, তারা যোগ্য কি না। যেমন কোনও দোষ না থাকলেও, বিশ্বকাপের দলে রিঙ্কুকে (সিং) জায়গা দিতে পারিনি। তবে যারা জায়গা পাচ্ছে, তাদের ভালো খেলতে হবে। নইলে পিছনে আর এক জন তৈরি আছে।’ তবে মজার বিষয় হল, সেভাবে পারফরম্যান্স না করা সত্ত্বেও কিন্তু রিয়ান পরাগকে দুই সিরিজের স্কোয়াডে জায়গা দেওয়া হয়েছে। কোন যুক্তিতে? এর কোনও জবাব নেই।
আরও পড়ুন: Champions Trophy-এর নিশ্চয়তা নেই, ওদিকে ভারতের সঙ্গে T20I সিরিজ খেলার খোয়াব দেখছে পাকিস্তান
আগরকর আরও যোগ করেছেন, ‘জিম্বাবোয়ে সিরিজের জন্য কিছু প্লেয়ারকে সুযোগ দেওয়ার সুযোগ আমাদের ছিল। এবং দেখা গিয়েছে, যারা সুযোগ পেয়েছে, তারা ভালো করেছে। তাই এর পর দলে থাকা প্লেয়ারদের ফর্ম নষ্ট হলে বা চোট হলে, আমাদের রিজার্ভে কিন্তু যথেষ্ট গভীরতা আছে। তবে দুর্ভাগ্যবশত আমাদের পক্ষে ১৫ জনের দলে সবাইকে ফিট করানো কঠিন।’
রবীন্দ্র জাদেজাকেও শ্রীলঙ্কা সিরিজ থেকে বাদ দেওয়া হয়েছে। তবে তিনি নির্বাচকদের ভাবনায় রয়েছেন বলে জানিয়েছেন আগরকর। প্রধান নির্বাচকের দাবি, ‘তিন ম্যাচের সিরিজের জন্য অক্ষর এবং জাড্ডু দু'জনকে একসঙ্গে নেওয়াটা অর্থহীন হত। বিশ্বকাপে ও (জাদেজা) দুর্দান্ত পারফরম্যান্স করেছে। ওকে মোটেও বাদ দেওয়া হয়নি। আমরা যদি ওদের একসঙ্গে নিতাম, তবে ওদের কেউই সব ম্যাচ খেলতে পারত না। সামনে বড় পরীক্ষার মরশুম। টেস্ট মরশুম আসছে। আমি মনে করি, দল ঘোষণার সময় হয়তো আমাদের এটা পরিষ্কার করা উচিত ছিল। ও এখনও এই ফরম্যাটেরই অংশ। ও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়।’
6.88% Weekly Cashback on 2025 IPL Sports