
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
আধুনিক ক্রিকেটে বাউন্ডারি লাইনে জাগলিং ক্যাচ ধরার ঘটনা চোখে পড়ে হামেশাই। বাউন্ডারি লাইনের ভিতরে বল ধরে তা হাওয়ায় ভাসিয়ে বাউন্ডারি লাইনের বাইরে বেরিয়ে যেতে দেখা যায় বহু ফিল্ডারকেই। পরে পুনরায় বাউন্ডারির ভিতরে ঢুকে সেই ক্যাচ সম্পন্ন করেন তাঁরা।
আসলে যখনই বাউন্ডারি লাইনে ক্যাচ ধরে শরীরের ভারসাম্য বজায় রাখা মুশকিল হয়ে দাঁড়ায়, ফিল্ডাররা তখনই এমন কৌশলে সাফল্যের সঙ্গে ক্যাচ ধরেন। শুক্রবার কলম্বোয় ঠিক এভাবেই একটি ক্যাচ ধরেন অ্যাডাম জাম্পা। তবে এক্ষেত্রে তাঁর মাপা পদক্ষেপের প্রশংসা করতেই হয়। ঠিক যেন অঙ্ক কষে বাউন্ডারি লাইন থেকে কয়েক চুলের দূরত্ব বজায় রাখেন অজি তারকা।
কলম্বোয় শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় ওয়ান ডে ম্যাচের প্রথম ইনিংসে এমন দুরন্ত ফিল্ডিংয়ের নমুনা পেশ করেন জাম্পা। প্রথম ইনিংসের ২৪.৪ ওভারে বেন ডার্শিসের বলে বড় শট নেন নিশান মদুষ্কা। বাউন্ডারি লাইনের একটু আগে ক্যাচ ধরেন জাম্পা। তবে তিনি ক্যাচ ধরে শরীরের ভারসাম্য বজায় রাখার জন্য কয়েক পা পিছনে হাঁটেন।
শেষে ক্যাচ ধরা অবস্থায় বাউন্ডারির ভিতরে থাকা কঠিন বুঝেই জাম্পা বল ভাসিয়ে দেন হাওয়ায়। এক্ষেত্রে জাম্পা যখন বাউন্ডারি লাইনের ভিতরে শেষবার পা দেন, তাঁর বুট ও বাউন্ডারি লাইনের মধ্যে ব্যবধান ছিল কার্যত কয়েক চুলের। জাম্পা বল হাওয়ায় ভাসিয়ে বাউন্ডারির বাইরে চলে যান এবং পরে ফের ভিতরে ঢুকে তিনি ক্যাচ সম্পন্ন করেন।
জাম্পার এমন অনবদ্য ফিল্ডিংয়ের জন্যই ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেই সাজঘরে ফিরতে হয় মদুষ্কাকে। তিনি ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৭০ বলে ৫১ রান করে মাঠ ছাড়েন। উল্লেখযোগ্য বিষয় হল, জাম্পা এক্ষেত্রে ক্যাচ ধরে পিছনে হেঁটেই ভুল করে ফেলেছিলেন। তাঁর সেই ভুল শেষমেশ ক্যাচটিকে দুর্দান্ত করে তোলে।
আরও পড়ুন:- Champions Trophy: সৌরভ থেকে ধোনি, চ্যাম্পিয়ন্স ট্রফি হাতে তুলেছেন এই ৯ ক্যাপ্টেন
কলম্বোয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। তারা নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ২৮১ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে। দাপুটে শতরান করেন কুশল মেন্ডিস। তিনি ১১টি বাউন্ডারির সাহায্যে ১১৫ বলে ১০১ রান করে সাজঘরে ফেরেন। নিশান মদুষ্কা ছাড়াও হাফ-সেঞ্চুরি করেন ক্যাপ্টেন চরিথ আসালঙ্কা। তিনি ৬টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৬৬ বলে ৭৮ রান করে অপরাজিত থাকেন।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports