বৃষ্টির জেরেই কপাল পুড়েছে কলকাতা নাইট রাইডার্সের। শনিবার (১৭ মে) বেঙ্গালুরুতে এত বৃষ্টি হয়েছে যে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম কেকেআর ম্যাচটি ভেস্তে গিয়েছে। টস করাই সম্ভব হয়নি। যার ফলে, দুই দলের মধ্যে এক-এক পয়েন্ট করে ভাগাভাগি হয়েছে। আর ম্যাচ না হওয়ায় আইপিএলের প্লে-অফের লড়াই থেকে ছিটকে গিয়েছে কেকেআর।
এই ম্যাচটি ভেস্তে যাওয়ায় ১৩ ম্যাচে ১২ পয়েন্ট হল নাইটদের। তাদের আর একটি ম্যাচই বাকি থাকল। লিগের নিজেদের শেষ ম্যাচটি জিতলেও ১৪ পয়েন্টের বেশি পাবে না কেকেআর। ইতিমধ্যে তিনটি দলের পয়েন্ট ১৪-র বেশি। আর মুম্বই ইন্ডিয়ান্সের ১৪ পয়েন্ট হলেও, তাদের রানরেট অনেক বেশি। এবং প্রতিটি দলের হাতেই এখনও ম্যাচ রয়েছে। তাই ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সব আশা শেষ।
আরও পড়ুন: ফের লাল-বলের ক্রিকেটে খেলতে দেখা যাবে কোহলিকে? তাও আবার ইংল্যান্ডে? তৈরি হল বড় সম্ভাবনা
নিজেদের পায়ে নিজেরাই কুড়ুল মেরেছে কেকেআর
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স প্লে-অফের দৌড় থেকে ছিটকে পড়ার পর, অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিয়নায়ক অ্যারন ফিঞ্চ বলেছেন যে, কেকেআর-এর এই হালের জন্য, তারা নিজেরাই দায়ী। ফিঞ্চ জিওহটস্টারে দাবি করেছেন, ‘কেকেআরের শুরুটাই ভালো হয়নি। আন্দ্রে রাসেলের মতো একজন ম্যাচ উইনারকে বেশির ভাগ ম্যাচেই লোয়ার অর্ডারে নামানো হয়েছে। ওকে তো ম্যাচে প্রভাব ফেলার পুরো সুযোগই দেওয়া হয়নি। দলের এই হালের জন্য কেকেআর নিজেই দায়ী।’
৭ মে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে হারটাই কেকেআর-এর ভাগ্য নির্ধারণ করে দিয়েছে বলে দাবি করেছেন ফিঞ্চ। সেই ম্যাচে, কেকেআর প্রথমে ব্যাট করে ১৭৯ রান করে। ওই পিচে সেই স্কোরটিকে ভালো বলে মনে করা হয়েছিল। কিন্তু চেন্নাই দুরন্ত ব্যাট করে ম্যাচটি জিতে যায়, যেটা কেকেআরের প্লে-অফের আশায় বড় ধাক্কা হয়।
ফিঞ্চ বলেন, ‘সিএসকে-র বিরুদ্ধে শেষ ম্যাচে কেকেআর প্রায় নিজেদেরই নিজেরা লাথি মেরেছিল- ম্যাচটি তাদেরই জেতার কথা ছিল, কিন্তু সেটা হয়নি। ম্যাচটি প্রায় শেষের দিকে ছিল, এবং কেকেআর-ই জিততে পারেনি। চেন্নাইয়ের জন্য সেটি অবিশ্বাস্য জয়ে পরিণত হয়। পুরো মরশুম জুড়ে, এমন অনেক মুহূর্ত ছিল, যখন কেকেআর কোনও এভাবেই সফল হতে পারেনি।’
কেকেআর তাদের শেষ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে। হায়দরাবাদের দলেরও প্লে-অফের আশা শেষ। তাই দুই দলের কাছেই ম্যাচটি নিয়মরক্ষার। তবে যে ল জিতবে, তাদের পয়েন্ট বাড়বে। এদিকে আরসিবি এক পয়েন্ট পাওয়ায়, তাদের এখন পয়েন্ট দাঁড়াল ১২ ম্যাচে ১৭। তারা পয়েন্ট টেবলের শীর্ষে উঠে এসেছে। তবে, প্লে-অফ নিশ্চিত করতে পারেনি। কিন্তু আরসিবি-র পক্ষে এখান থেকে ছিটকে যাওয়ার সুযোগও নেই বললেই চলে।