Mumbai vs Bihar Ranji Trophy 2024: মুম্বইয়ের হয়ে ব্যাটে-বলে দাপট দেখান শিবম দুবে, প্রথম ইনিংসে ৬ উইকেট মোহিত আবস্তির।
ব্যাটে-বলে সফল শিবম দুবে। ছবি- পিটিআই।
১২ বছরের ক্রিকেটারকে মাঠে নামিয়ে চমক দিলেও মাঠের লড়াইয়ে চমকপ্রদ পারফর্ম্য়ান্স মেলে ধরতে পারল না বিহার। যাঁকে নিয়ে বিস্তর হইচই, সেই ১২ বছরের ওপেনার অবশ্য নিজের অভিষেক ম্যাচের দুই ইনিংসেই ব্যাট হাতে নির্ভরতা দিতে পারলেন না দলকে। যার ফলে ফলো-অন করতে নেমে বিহার দ্বিতীয় ইনিংসেও স্বাস্তিতে নেই মোটেও।
পাটনার মইন-উল-হক স্টেডিয়ামে মুম্বইকে প্রথম দফায় বড় রানের ইনিংস গড়তে দেয়নি বিহার। বীরপ্রতাপ সিংয়ের ৫ উইকেটে ভর করে মুম্বইয়ের শক্তিশালী ব্যাটিং লাইনআপকে প্রথম ইনিংসে মোটে ২৫১ রানে বেঁধে রাখে তারা। তবে পালটা ব্যাট করতে নেমে ধসে পড়ে বিহারের প্রথম ইনিংসে।
আড়াইশো রান তাড়া করতে নেমে কোনও দল চারদিনের ম্যাচে ফলো-অন করছে, এমনটা খুব বেশি চোখে পড়ে না। তবে পাটনায় ঠিক সেটাই ঘটে। বিহার প্রথম ইনিংসে অল-আউট হয়ে যায় মাত্র ১০০ রানে। প্রথম ইনিংসের নিরিখে ১৫১ রানে এগিয়ে থেকে মুম্বই ফলো-অন করায় বিহারকে। তৃতীয় দিনের চায়ের বিরতিতে বিহার দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটের বিনিময়ে ৬০ রান তুলেছে। সুতরাং, ইনিংস হার এড়াতে এখনও তাদের প্রয়োজন ৯১ রান। হারে রয়েছে মোটে ৫টি উইকেট।
মুম্বইয়ের হয়ে প্রথম ইনিংসে ১০১ বলে ৬৫ রান করেন ভূপেন লালওয়ানি। তিনি ১১টি চার মারেন। সুবেদ পারকর ১১১ বলে ৫০ রান করেন। তিনি ৬টি চার মারেন। তনুষ কোটিয়ান ৬৯ বলে ৫০ রান করেন। তিনি ৭টি চার মারেন। ৬১ বলে ৪১ রান করেন শিবম দুবে। তিনি ৬টি চার ও ১টি ছক্কা মারেন। একদা বাংলার হয়ে মাঠে নামা বীরপ্রতাপ সিং বিহারের হয়ে প্রথম ইনিংসে ৪৫ রানের বিনিময়ে ৫টি উইকেট দখল করেন।
বিহারের হয়ে ব্যাট হাতে প্রথম ইনিংসে সব থেকে বেশি ৩২ রান করেন আকাশ রাজ। ৯৮ বলের ইনিংসে তিনি ৩টি চার মারেন। ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৫৫ বলে ২২ রান করেন সাকিবুল গনি। ১২ বছরের ওপেনার বৈভব সূর্যবংশী অভিষের রঞ্জি ইনিংসে ৪টি বাউন্ডারির সাহায্যে ২৮ বলে ১৯ রান করে মাঠ ছাড়েন। বাকিরা কেউই বলার মতো রান করতে পারেননি।
মুম্বইয়ের মোহিত আবস্তি প্রথম ইনিংসে ২৭ রানের বিনিময়ে ৬টি উইকেট দখল করেন। ১৩ রানে ২টি উইকেট নেন শিবম দুবে। ২৯ রানে ১টি উইকেট সংগ্রহ করেন রয়স্টোন ডায়াস।
বৈভব সূর্যবংশী দ্বিতীয় ইনিংসে ২টি বাউন্ডারির সাহায্যে ৩৭ বলে ১২ রান করে মাঠ ছাড়েন। শরমন নিগরোধ ৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৫৫ বলে ৪০ রান করে সাজঘরে ফেরেন। মুম্বইয়ের শিবম দুবে দ্বিতীয় ইনিংসে মাত্র ৭ রানের বিনিময়ে ৪টি উইকেট দখল করেন।